Interim Budget 2024: অন্তর্বর্তী আর পূর্ণাঙ্গ বাজেটের মধ্যে পার্থক্য কী?
আজ সংসদ ভবনে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এটি লোকসভা ভোটের আগে শেষ বাজেট। গতকাল ১ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের শুরুতে লোকসভা এবং রজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৭৪ মিনিটের এই ভাষণে রাষ্ট্রপতি সরকারের ভিশন এবং গত ১০ বছরে সরকারের কাজের বিস্তারিত উল্লেখ করেন। পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনের ক্ষেত্রে রাষ্ট্রপতির ভাষণের পর পূর্ববর্তী অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা উপস্থাপন করা হয়। কিন্তু, এবার তা করা হয়নি। আসুন জেনে নেওয়া যাক পূর্ণাঙ্গ এবং অন্তর্বর্তী বাজেটের পার্থক্য কী?
প্রতি বছর কেন্দ্রীয় সরকার বাজেটের নথি উপস্থাপনের একদিন আগে যৌথ অধিবেশনে অর্থনৈতিক সমীক্ষা পেশ করে থাকে। তবে বর্তমান বাজেট অধিবেশনে এই সমীক্ষা উপস্থাপন করা হচ্ছে না। আসন্ন লোকসভা নির্বচনের কারণে প্রয়োজনীয় আর্থিক কাজ পরিচালনার জন্যই অন্তবর্তীকালীন বাজেট পেশ করছে বর্তমান সরকার। লোকসভা নির্বাচন এবং নতুন সরকার গঠনের পরই পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট। তাই গত ১ জানুয়ারী সংসদে আর্থিক সমীক্ষা পেশ করা হয়নি।
পূর্ণাঙ্গ বাজেট বা বার্ষিক বাজেট প্রতি বছর ফেব্রুয়ারি মাসে সংসদে পেশ করা হয়। এই বাজেট ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত পরবর্তী আর্থিক বছরের সম্পূর্ণ আর্থিক বিবৃতি। পূর্ণাঙ্গ বাজেট নথীতে কেন্দ্রীয় সরকারের কর এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে রাজস্ব আয়ের একটি বিস্তৃত তালিকা থাকে। পাশাপাশি এই নথীতে থাকে পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং প্রতিরক্ষার মতো বিভিন্ন খাতে সরকারের ব্যায়ের বিস্তারিত তালিকা। এই পূর্ণাঙ্গ বাজেট আসন্ন আর্থিক বর্ষে দেশের আর্থিক অ্যায় ব্যায়ের একটি বিস্তারিত রোডম্যাপ হিসেবে বিবেচিত হয়। এছাড়াও এই পূর্ণাঙ্গ বাজেট দেশের আর্থিক লক্ষ্যমাত্রা এবং নীতি উদ্যোগগুলি নির্ধারণ করে দেশের অর্থনৈতিক কাঠামোকে একটি আকার দেয়।
Trending Tag