Kashmir Snowfall: শ্বেতসুন্দরী কাশ্মীর, সাদা বরফের চাদরে পার্বত্য এলাকা
শীতের মরশুমে শুখা কাশ্মীর দেখে পর্যটকদের মন খারাপ হয়েছিল। যে সময় বরফের বৃষ্টি হওয়ার কথা সে সময় পুরো কাশ্মীর জুড়ে ছিল শুষ্ক আবহাওয়া। তবে আবহাওয়ার গতি বদলেছে। মৌসম ভবন আগেই জানিয়েছিল ২৮ – ৩১জানুয়ারি ভূস্বর্গে হতে পারে তুষারবৃষ্টি। আবহাওয়া পরিবর্তন হতেই এখন কনকনে ঠান্ডায় কাঁপছে কাশ্মীর। জানা যাচ্ছে, কাশ্মীরের বেশিরভাগ অংশের তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গেছে। মঙ্গলবার সারারাত তুষারবৃষ্টি হওয়ায় কাশ্মীরের বিস্তীর্ণ অংশ সাদা চাদরে ঢেকে গিয়েছে। বাড়ি থেকে গাছ এমনকি গাড়িগুলি সাদা বরফের চাদরে চাপা পড়েছে। তুষারপাত শুরু হওয়ায় তা পর্যটকদের কাশ্মীর মুখী করে তুলবে তাই হোটেল ব্যবসায়ীরা খুব খুশি।
Kashmir Weather : আবহাওয়া বদলের পূর্বাভাস উপত্যকায়, বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা
Kashmir Weather : অবশেষে বরফের দেখা মিলল ভূস্বর্গে, ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তুষারপাত
Kashmir Snowfall: শ্বেতসুন্দরী কাশ্মীর, সাদা বরফের চাদরে পার্বত্য এলাকা