Saturday, November 23, 2024

Logo
Loading...
upload upload upload

Kolkata Weather : অসময়ের বৃষ্টির দাপটে বঙ্গ থেকে বিদায় নিচ্ছে শীত! একধাক্কায় বাড়ল তাপমাত্রা

Maitreyi Mukherjee | 11:29 AM, Tue Feb 06, 2024

বাংলা থেকে শীত (Winter) প্রায় উধাও বললেই চলে। এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা (Kolkata Weather) বৃদ্ধি পেল প্রায় তিন ডিগ্রি। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। মাঘ মাস শেষ হতে এখনও পর্যন্ত বেশ কিছুটা দিন বাকি রয়েছে। কিন্তু, তার আগেই শীতের (Kolkata Winter Weather) দেখা মিলছে না। সকাল ও রাতের দিকে কিছুটা শীত অনুভূত হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। তাহলে কি এবার বাংলা থেকে বিদায় নিচ্ছে শীত? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে।

আলিপুরের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিন দিনে রাজ্যের সর্বত্র দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তবে শীত আবার ফিরবে কি না, তার কোনও নিশ্চয়তা দেয়নি হাওয়া অফিস। তার সঙ্গে চলবে বৃষ্টি (Kolkata Rain)। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পূর্ব বাংলাদেশে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বঙ্গে আবহাওয়া বদলের সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলবার রাজ্যের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি (Kolkata Rain) হতে পারে। বৃষ্টি কমে গেলে আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে পুবালি হাওয়ার সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে হালকা বৃষ্টি হতে পারে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিনেও রাজ্যে তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের থাকবে না। তাপমাত্রা কমারও কোনও পূর্বাভাস নেই। নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা। আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়াই বদল আসতে পারে। রবিবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে একাধিক জেলা।

রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে।

upload
upload