Hemant Soren:হেমন্তের রাঁচির বাড়িতে ইডি, এলাকা ঘিরে কড়া নিরাপত্তা
Mayuri Datta | 15:20 PM, Wed Jan 31, 2024
Leopard: দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দী চিতাবাঘ
Mayuri Datta | 13:58 PM, Wed Jan 31, 2024
Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা
Mayuri Datta | 13:40 PM, Wed Jan 31, 2024
Bengali Cinema: ‘শাস্ত্রী’ সিনেমায় ফের দেখা যাবে মিঠুন- দেবশ্রী জুটি, দর্শকমহলে উন্মাদনা
Mayuri Datta | 12:48 PM, Wed Jan 31, 2024
PM on Budget: বাজেট অধিবেশনের শুরুতেই নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী
Mayuri Datta | 12:22 PM, Wed Jan 31, 2024
Kolkata Police : সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
Mayuri Datta | 11:43 AM, Wed Jan 31, 2024
Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন
Mayuri Datta | 10:36 AM, Wed Jan 31, 2024
Kashmir Snowfall: শ্বেতসুন্দরী কাশ্মীর, সাদা বরফের চাদরে পার্বত্য এলাকা
Mayuri Datta | 10:30 AM, Wed Jan 31, 2024
Kolkata high court: বিচারপতি দ্বন্দ্বের জের! প্রাথমিক মামলা সরানো হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে
Mayuri Datta | 17:50 PM, Tue Jan 30, 2024
Chandigarh Mayor Election: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী বিজেপি, ব্যর্থ 'ইন্ডিয়া' মঞ্চ!
Mayuri Datta | 17:39 PM, Tue Jan 30, 2024
Uttarakhand : উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন রাধা রাতুরি
Mayuri Datta | 17:14 PM, Tue Jan 30, 2024
Lok Sabha Election 2024: লোকসভাভোটে রাজ্যের জন্য ৯২০ কোম্পানির সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর আবেদন নির্বাচন কমিশনের
চলতি বছরে এপ্রিল-মে মাস নাগাদ হতে পারে লোকসভা নির্বাচন। আসন্ন লোকসভা ভোটকে ঘিরে কোমর বেঁধে নেমে পড়েছে সব শিবির। সবদলেরই প্রস্তুতি তুঙ্গে। এরমাঝেই নির্বাচনকে সামনে রেখে ৩ লাখ ৪০ হাজার সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী চাইল নির্বাচন কমিশন। এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, সুষ্ঠো ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যগুলিতে নির্বাচন কমিশনের প্রস্তাব মেনে ৩ হাজার ৪০০ কোম্পানি আধাসামরিক বাহিনী বাহিনী পাঠানো হবে।
উল্লেখ্য লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ এর জন্য সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইছে জাতীয় নির্বাচন কমিশন। ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়েছে তাঁরা। যদিও এরাজ্যের বিরোধীদের দাবি শুধু বাহিনী মোতায়েন করলেই হবে না,বাহিনীকে সক্রিয় রাখতে হবে।
এদিন নির্বাচন কমিশনের মুখ্যআধিকারিকরা স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠিয়ে আবেদন করেছেন, অন্ধ্রপ্রদেশ, অরুনাচল প্রদেশ, উড়িষ্যা, সিকিমের মত রাজ্যগুলিতে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের আগে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ, মানুষের ভীতি দূর করা, EVM মেশিনগুলোকে রক্ষা করা, ভোট কেন্দ্রে এবং স্ত্রং রুমগুলির নিরাপত্তা কঠোর করার জন্য।
জানা যাচ্ছে, বাংলার পর সবচেয়ে বেশি জম্বু- কাশ্মীরের জন্য ৩৭০ কোম্পানি সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, ৩৭০ ধারা উঠে যাওয়ার পর জম্বু- কাশ্মীরে প্রথম লোকসভা নির্বাচন হতে চলেছে। এছাড়াও, ৩৬০ কোম্পানি ছত্তিসগড়, ২৯৫ কোম্পানি বিহার, ২৫২ কোম্পানি উত্তর প্রদেশ, ২৫০ কোম্পানি অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব ও ঝাড়খণ্ডে, ২০০ কোম্পানি গুজরাত, মণিপুর, রাজস্থান, তামিলনাডুতে, ১৭৫ কোম্পানি উড়িষ্যায়, ১৬০ কোম্পানি আসাম ও তেলেঙ্গানা, ১৫০ কোম্পানি মহারাষ্ট্র, ১১৩ কোম্পানি মধ্যপ্রদেশ, ১০০ কোম্পানি ত্রিপুরায়, ৯৫ কোম্পানি হরিয়ানা, ৭৫ কোম্পানি অরুণাচল প্রদেশ ,৭০ কোম্পানি কর্ণাটক, উত্তরাখণ্ড ও দিল্লিতে, ৬৬ কোম্পানি কেরালা, ৫৭ কোম্পানি লাদাখ, ৫৫ কোম্পানি হিমাচল প্রদেশ, ৪৮ কোম্পানি নাগাল্যান্ড, ৪৫ কোম্পানি মেঘালয়, ১৭ কোম্পানি সিকিম, ১৫ কোম্পানি মিজোরাম, ১৪ কোম্পানি দাদরা ও নগর হাভেলি, ১২ কোম্পানি গোয়া, ১১ কোম্পানি চণ্ডীগড়, ১০ কোম্পানি পন্ডিচেরি, ৫ কোম্পানি আন্দামান ও নিকোবরে এবং ৩ কোম্পানি লাক্ষাদ্বীপের জন্য সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনে এবারও প্রধানমন্ত্রী পদের জন্য তৃতীয়বারের জন্য লড়তে চলেছেন নরেন্দ্র মোদী। বিজেপির তরফে দাবি করা হচ্ছে তাঁরা একাই ৩৭০টি আসন পাবে। অপরদিকে এনডিএ(NDA) এর দাবি তাঁরা ৪০০ এর বেশি আসনে জিতবে।
Loksabha Election 2024 : মার্চেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা!
সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার জন্য এখন থেকেই নিজেদের জমি শক্ত করতে মরিয়া রাজনৈতিক দলগুলি। তবে ভোটের দিনক্ষণ (Loksabha Election Date) এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। কিন্তু, তার আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বহু দলগুলি। মার্চেই লোকসভা ভোটের দিন ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। ১০ মার্চের মধ্যেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে আসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মার্চ মাসের প্রথম সপ্তাহেই আসছেন তাঁরা। আর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে।
২০১৯ সালে লোকসভা নির্বাচন শুরু হয়েছিল ১১ এপ্রিল। সাত দফায় ভোটগ্রহণ হয়েছিল। ১৯ মে ভোট প্রক্রিয়া শেষ হয়। ভোট গণনা হয়েছিল ২৩ মে। এরই মধ্যে একটি আনুমানিক দিন সামনে এসেছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)র তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১৬ এপ্রিল লোকসভা নির্বাচনের তারিখ ধরে প্রস্তুত থাকতে। তবে সেই দিনটি একেবারে নিশ্চিত নয়। সামনের মাসে দিন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও, নির্বাচনী ফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী বেশ কিছু রাজনৈতিক দল। কে কত আসনে জিতবে তা নিয়ে এখন থেকেই বিভিন্ন সভায় সুর চড়াতে শুরু করে দিয়েছেন অনেকেই। সেই তালিকা থেকে বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় এনডিএ কতগুলি আসনে জিতবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। এবারও দিল্লিতে এনডিএ-র জয় হবে বলে আশাবাদী মোদী। তবে শুধুমাত্র এই দাবি করেই তিনি থেমে থাকেননি। তার সঙ্গে সঙ্গে তাঁরা কতগুলি আসন পাবেন তাও জানিয়ে দিয়েছেন। তাঁর দাবি, শুধু ভারতীয় জনতা পার্টি এবার মোট ৩৭০টি আসনে জয়ী হবে। আর এনডিএ ৪০০-র বেশি আসন পাবে।
তবে এনডিএ শিবির লোকসভা নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী হলেও, টালমাটাল পরিস্থিতি বিরোধী শিবিরের। যত দিন যাচ্ছে ততই প্রকাশ্যে আসছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের ফাটল। আসন সমঝোতা নিয়ে শরিক দলগুলির মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে। তারই মধ্যে কংগ্রেসের সঙ্গে কখনও তৃণমূল, কখনও আপ তো কখনও সমাজবাদী পার্টির সংঘাত সামনে আসছে। তারই মধ্যে আবার ইন্ডিয়া জোট ছেড়ে ফের এনডিএ-তে যোগ দিয়ে বড় ধাক্কা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ফলে ভোটের আগে জোটের এই জট কাটে কিনা সেই প্রশ্নই এখন সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলের একাংশের মনে।