Saturday, November 23, 2024

Logo
Loading...
upload upload upload

rupnarayan river

Boat Capsized : পিকনিকই কাল! ফেরার পথে রূপনারায়ণে নৌকাডুবি, নিখোঁজ ৪

রূপনারায়ণ নদে (Rupnarayan River) নৌকাডুবি হয়ে নিখোঁজ চার। এর মধ্যে রয়েছে এক শিশু, এক কিশোর ও দুই বৃদ্ধ। চারজনের বাড়ি হাওড়া এবং একজনের বাড়ি বাগনানের মানকুরে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে দাসপুর থানার দুধকোমরা এবং হাওড়ার বাগনান থানার চিতনান এলাকার মাঝে রূপনারায়ণ নদে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঋষভ পাল (৭), প্রীতম মান্না (১৭), অচ্যুৎ সাহা, অমর ঘোষ। প্রিতমের বাড়ি মানকুরে। বাকি তিনজনের বাড়ি হাওড়ার বেলগাছিয়ার লিচু বাগান এলাকায়। নিখোঁজদের সন্ধানে রূপনারায়ণ নদের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালানো হচ্ছে। রয়েছে বিপর্যয় মোকাবিলা দলও (National Disaster Response Force)। এছাড়াও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হাওড়ার গ্রামীণ পুলিশের সুপার স্বাতী ভাঙ্গালিয়া, আমতার বিধায়ক সুকান্ত পাল, বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সুপ্রিয় সিং। তল্লাশি চালিয়ে বিপর্যয় মোকাবিলার তরফে আজ সকালে সুনন্দা ঘোষ নামে এক মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অমর ঘোষের স্ত্রী ছিলেন তিনি।

জানা গিয়েছে, মোট ১৮ জনের একটি দল মানকুর থেকে নৌকায় চেপে পশ্চিম মেদিনীপুরের দুধকুমরার ত্রিবেণী পার্কে পিকনিক (Picnic) করতে যায়। পিকনিক শেষে তারা ফের নৌকায় চেপেই মানকুরের দিকে ফিরছিলেন। সেই সময়ই কোনও কারণে নৌকা কাত হয়ে যায়। সেই সময় টাল সামলাতে না পেরে সবাই নদীতে পড়ে যান। নৌকা ডুবতে দেখে নদীতে থাকা ও পাড়ে থাকা মাঝিরা নৌকা নিয়ে ঘটনাস্থলে যান। ১৩ জনকে উদ্ধার হন তাঁরা। কিন্তু, পাঁচজনের খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

জানা গিয়েছে, হাওড়ার বেলগাছিয়ার লিচুবাগান থেকে ১৩ জন এসেছিলেন। আর মানকুরের পাঁচজন ছিলেন। মহাদেব কর্মকার ছিলেন মূল উদ্যোক্তা। তিনি তার পরিচিত গণেশ মান্নার বাড়িতে মানকুরে এসেছিলেন। সেখান থেকেই তাঁরা চড়ুইভাতি করতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। গণেশ মান্না নিজেও এদিন পিকনিকে গিয়েছিলেন। তিনি বলেন, "যাওয়ার সময় নৌকা দুটি খেপে ১৮ জনকে ভাগ করে নিয়ে গিয়েছিল। আর ফেরার সময় একটি ক্ষেপেই সকলকে নিয়ে ফিরছিল। এতেই সমস্যা হয়েছে। যাত্রীদের মধ্যে অনেকে বলেন নৌকায় জল ছিল। নৌকার মাঝিকে জল বের করে নৌকা ছাড়ার কথা বললেও তিনি তা শোনেননি। তার জেরে মাঝ নদীতে গিয়ে নৌকা ভারি হয়ে যায়।"

এদিকে এই খবর পেয়ে বেলগাছিয়ার লিচু বাগানে নেমে এসেছে উৎকণ্ঠা। সকাল সাড়ে আটটা নাগাদ নিখোঁজের পরিবারের সদস্যরা মানকুরের উদ্দেশ্যে রওনা দেন। মানকুরে পৌঁছন সাড়ে ১০টা নাগাদ। পরিবারের নিখোঁজ সদস্যদের চিন্তায় ঘুম উড়েছে তাঁদের।

Maitreyi Mukherjee | 16:06 PM, Fri Feb 09, 2024
upload
upload