Hemant Soren:হেমন্তের রাঁচির বাড়িতে ইডি, এলাকা ঘিরে কড়া নিরাপত্তা
Mayuri Datta | 15:20 PM, Wed Jan 31, 2024
Leopard: দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দী চিতাবাঘ
Mayuri Datta | 13:58 PM, Wed Jan 31, 2024
Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা
Mayuri Datta | 13:40 PM, Wed Jan 31, 2024
Bengali Cinema: ‘শাস্ত্রী’ সিনেমায় ফের দেখা যাবে মিঠুন- দেবশ্রী জুটি, দর্শকমহলে উন্মাদনা
Mayuri Datta | 12:48 PM, Wed Jan 31, 2024
PM on Budget: বাজেট অধিবেশনের শুরুতেই নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী
Mayuri Datta | 12:22 PM, Wed Jan 31, 2024
Kolkata Police : সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
Mayuri Datta | 11:43 AM, Wed Jan 31, 2024
Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন
Mayuri Datta | 10:36 AM, Wed Jan 31, 2024
Kashmir Snowfall: শ্বেতসুন্দরী কাশ্মীর, সাদা বরফের চাদরে পার্বত্য এলাকা
Mayuri Datta | 10:30 AM, Wed Jan 31, 2024
Kolkata high court: বিচারপতি দ্বন্দ্বের জের! প্রাথমিক মামলা সরানো হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে
Mayuri Datta | 17:50 PM, Tue Jan 30, 2024
Chandigarh Mayor Election: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী বিজেপি, ব্যর্থ 'ইন্ডিয়া' মঞ্চ!
Mayuri Datta | 17:39 PM, Tue Jan 30, 2024
Uttarakhand : উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন রাধা রাতুরি
Mayuri Datta | 17:14 PM, Tue Jan 30, 2024
Deactivated Aadhar cards : নাগরিকত্ব হারানোর ভয়ে দিন কাটাচ্ছে পূর্ব বর্ধমানের বাসিন্দারা !
দেশজুড়ে CAA,NRC লাগু করার প্রতিবাদে আগাগোড়াই সরব বিরোধীরা। কেন্দ্রের আনা সংশোধিত নাগরিকত্ব আইন কোনভাবেই দেশে লাগু হোক তা চায় না বিরোধী শিবির। কিন্তু এরমাঝেই গত কয়েকদিন আগে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে চিঠি পেয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বহু পরিবারের বাসিন্দারা। চিঠিতে উল্লেখ করা হয়েছে আধার কার্ডের ২৮-এ রেগুলেশনে তাঁদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। মূলত বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়। চিঠি হাতে পেয়ে চরম আতঙ্কে ভুগতে শুরু করেছেন বাসিন্দারা।
শুক্রবার সকালেই জামালপুর ব্লকের জৌগ্রাম, আবুজহাটি এলাকায় প্রায় ৬০ জনের কাছে ডাকযোগে ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে এই ব্লকের আবুজহাটি-১ গ্রাম পঞ্চায়েতের জুহিহাটি গ্রামের প্রায় ৫০ জন এমন চিঠি পেয়েছেন। জৌগ্রামের অনেকের কাছেও এই চিঠি এসেছে। পোস্ট অফিস সূত্রে খবর, এই ধরনের কয়েকশো চিঠি এসেছে। অনেকেই নাগরিকত্ব হারানোর আতঙ্কে কাউকে বিষয়টি জানাননি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কেন এভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তা বুঝতে পারছেন না তাঁরা । এমনকি তাঁদের রেশন, ব্যাঙ্কের লেনদেন-সহ আধার নির্ভর সমস্ত কাজ বন্ধ হয়ে গিয়েছে বলেও জানান তাঁরা। স্থানীয় বাসিন্দা বিপুল জানান, “ প্রায় ১০/১২ বছর ধরে আমি এখানে রয়েছি। কয়েকমাস আগেই আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করেছি। তখন কোনও সমস্যা হয়নি। হঠাৎ করে কী ঘটল, বুঝতে পারছি না।“ আরেক স্থানীয় বাসিন্দা পুতুল সরকার জানান, “আমরা খুবই চিন্তিত। আমাদের রেশন ২/৩ মাস ধরে বন্ধ করে দেওয়া হয়েছে। যদি আমরা ভারতীয় নাগরিক না হতাম তাহলে আমাদের ভোটাধিকার দিল কিভাবে সরকার?”
বৃহস্পতিবারেই বিধানসভায় দাঁড়িয়ে এনিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, “উত্তরবঙ্গের চা বাগানের অনেক শ্রমিকদের আধার কার্ড বাতিল হয়েছে। আমি প্রশাসনকে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি। নির্বাচনের আগেই আধার কার্ড নাকি বাতিল করে দিতে বলেছে কেন্দ্র যাতে মানুষ ভোট দিতে না পারে”।
জামালপুরের বিডিও পার্থসারথীদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “ব্লক প্রশাসনের কাছে এই বিষয়ে কেউ কোনও তথ্য চায়নি। কেন এমনটা করা হয়েছে তা বুঝতে পারছি না।"
HS Exam 2024 : শুরু হল উচ্চ মাধ্যমিক, পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা রাজ্যজুড়ে
শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা (West Bengal Higher Secondary Exam)। শুক্রবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে ভিড় পরীক্ষার্থীদের। গত বছরে তুলনায় এ বছর উচ্চমাধ্যমিকে মোট ১ লক্ষের বেশি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৯০ হাজার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে বাংলা জুড়ে ছড়িয়ে থাকা ২৩৪১টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। গতবছরের তুলনায় পরীক্ষা শুরুর সময় কিছুটা এগিয়ে এসেছে।
এবার উচ্চ মাধ্যমিক চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার সময়সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে। পরীক্ষা শুরু হয়েছে সকাল ৯ টা ৪৫ মিনিটে। শেষ হবে দুপুর ১ টায়। ফলে ছাত্রছাত্রীরা বাড়তি ১৫ মিনিট হাতে সময় পাচ্ছে। পরীক্ষার্থীরা যাতে সঠিক সময় কেন্দ্রে পৌঁছতে পারেন তার জন্য রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। পরীক্ষার্থীদের জন্য গণপরিবহনে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শিয়ালদা শাখায় বেশ কিছু ট্রেন যাতে সব স্টপেজে দাঁড়ায় সেই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ বাস চলছে শহরে। শহরে যানজট কমাতে মোয়াতেন রয়েছে পুলিশও।
টুকলি এবং প্রশ্ন ফাঁস এড়াতে এ বছর একাধিক কড়া পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা কেন্দ্রে যদি মোবাইল হাতে কেউ ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে। চলতি বছরে আর কোনও পরীক্ষা দিতে পারবে না সেই পরীক্ষার্থী। পাশাপাশি সেন্টার সেক্রেটারি, সেন্টার-ইন-চার্জ, ভেনু সুপারভাইজার এবং কাউন্সিল নমিনিদের কেউই ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। আধিকারিকদের ভেনু সুপারভাইজারের ঘরে ফোন জমা রাখতে হবে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে দুটি করে সিসিটিভি লাগানো হয়েছে।
প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের উপরে থাকা সিরিয়াল নম্বর উত্তরপত্রে উল্লেখ করতে হবে। প্রশ্নপত্রে রয়েছে কিউআর কোড বা বারকোড। কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করলে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থী বা কোন জেলা কোন পরীক্ষা কেন্দ্র এবং কোন পরীক্ষার ঘর থেকে সেই প্রশ্নের ছবি উঠেছে, তা সঙ্গে সঙ্গে চিহ্নিত করতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তারপরই সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।
— Mamata Banerjee (@MamataOfficial) February 16, 2024
পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) সকলকে ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়ার অনুরোধ করেছেন।
Saraswati puja: ৩৫ বছর পর আচমকাই সরস্বতী পুজো বন্ধ বর্ধমানের এক স্কুলে
আজ সরস্বতী পুজো। মাঘ মাসের শুক্লপক্ষে আরাধনা করা হয় বিদ্যার দেবীর।আজকের দিনে হাতেখরি দেওয়া হয় শিশুদের। ঘরে ঘরে পুজো করে পড়ুয়ারা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা বাগ দেবীর আরাধনা করে থাকে। কিন্তু, পুজোর দিনে স্কুলের গেটে ঝুলছে তালা আর তা দেখেই ফিরে যেতে হচ্ছে পড়ুয়াদের। ফলে মন খারাপ পড়ুয়াদের। এমনই ঘটনা ঘটলো বুধবার বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকুন্ঠপুর-২ গ্রাম পঞ্চায়েতের গোপালনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। ৩৫বছর ধরে পুজো হয়ে আসলেও এবছর হঠাৎ করেই বন্ধ হয়ে গেলো বিদ্যালয়ে সরস্বতী পুজো।
এবিষয়ে, অভিভাবকদের সঙ্গে কথা বলা হলে তাঁরা জানান, “বিদ্যালয়ে বিদ্যারদেবীর আরাধনা হবে এটাই স্বাভাবিক কিন্তু আজ সকাল থেকে দেখছি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী এসে ফিরে যাচ্ছে, বাধ্য হয়ে স্থানীও ক্লাবে অঞ্জলি দিতে যাচ্ছে পড়ুয়ারা। আমাদের কিছু জানায়নি হঠাৎ করেই দেখছি পুজো বন্ধ”। শুধু তাই নয়, মিড ডে মিল নিয়েও রয়েছে এই বিদ্যালয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ। অবিভাবকরা জানান মিড ডে মিলে এক খাবার দিয়ে যাচ্ছে।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুদেষ্ণা রায় বসাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমরা বিদ্যালয় ৩ জন শিক্ষিকা তার মধ্যে একজনের মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার তার জন্য তিনি ছুটি নিয়েছে। আর আমার শাশুড়ি মারা যাওয়ায় আমি পুজোয় কোনোভাবে হাত দিতে পারছি না। এবিষয়ে অভিভাবকদেরকে জানানো হয়েছিল যে এবছর বিদ্যালয়ের পুজোতে আমি থাকতে পারছি না তাই পুজো বন্ধ থাকবে। তখন অভিভাবকরা জানান একটা বছর পুজো বাদ থাকলে কোন অসুবিধে হবে না, আবার পরের বছর হবে। মিড ডে মিলের প্রসঙ্গে তিনি জানান, স্কুলে ৩জন মাত্র শিক্ষিকা আছে, ৩জন মিলে যতটা করার করি, আরও লোকের প্রয়োজন আমাদের। আর সরকারি নিয়ম অনুযায়ীই মিড ডে মিলের মেনু ঠিক করা হয় সেই মতই ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে বাচ্চাদের খাবার দেওয়া হয়”।
স্বাভাবিকভাবে বিদ্যালয়ে সরস্বতী পূজা না হওয়ায় এই স্কুল পড়ুয়ারা একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে।
West Bengal Medical Council : বাংলায় প্র্যাক্টিস করতে চিকিৎসকদের মানতে হবে নয়া নিয়ম, নির্দেশ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের
বাংলায় যদি কোনও চিকিৎসক প্র্যাক্টিস করতে চান, তাহলে তাঁকে মানতে হবে নয়া নিয়ম। তাঁদের ক্ষেত্রে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার এমনই এক নির্দেশিকা জারি করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। অ্যালোপ্যাথি চিকিৎসকদের জন্য এবার বড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল (West Bengal Medical Council)। এই মর্মে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে কাউন্সিলের তরফে। রাজ্য মেডিক্যাল কাউন্সিল এ বিষয়ে জানিয়েছে, বর্তমানে অনেক ছাত্র ছাত্রী রাজ্য থেকে বেরিয়ে বাইরে গিয়ে ডাক্তারি পড়ছেন। এবং পড়া শেষ হলে এই রাজ্যেই ফিরে সাধারণ মানুষের চিকিৎসা করছেন। অর্থাৎ, বাইরের রাজ্যের রেজিস্ট্রেশন নিয়ে এসে এই রাজ্যে অনেকেই চুটিয়ে প্র্যাকটিস করছেন। কিন্তু, এক্ষেত্রে রোগীর কোনও সমস্যা হলে সেই চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা এই রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের পক্ষে সম্ভব নয়। কারণ রোগীর চিকিৎসা করা ওই চিকিৎসকের রেজিস্ট্রেশন এক্ষেত্রে ভিন রাজ্যের। আর সেই জন্যই এবার কড়া পদক্ষেপের ভাবনা রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের।
প্রসঙ্গত, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বোর্ড মিটিং। সেখানে আলোচনার পর এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, বাংলায় রোগী দেখতে গেলে এবার থেকে অ্যালোপ্যাথি চিকিৎসকদের বাধ্যতামূলকভাবে নিতে হবে রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন। আগে থেকে তাঁদের কাছে বাইরের রাজ্যের মেডিক্যাল রেজিস্ট্রেশন থাকলেও আলাদা ভাবে এরাজ্যের রেজিস্ট্রেশন নম্বরও নিতে হবে। সেই রেজিস্ট্রেশন না থাকলে রাজ্যে কোনও প্র্যাক্টিস তাঁরা করতে পারবেন না।
কারণ দেখা যাচ্ছে, অন্যান্য রাজ্য থেকে আসা বহু চিকিৎসকের চিকিৎসার গাফিলতি তুলে প্রশ্ন করেছেন রোগীর পরিবারের সদস্যরা। তবে এক্ষেত্রে তাঁদের চিকিৎসা নিয়ে যদি কোনও অভিযোগ করা হয় সেক্ষেত্রে এই রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের তরফে কোনও পদক্ষেপ করা সম্ভব নয়। কারণ তাঁদের রেজিস্ট্রেশন নম্বর অন্য রাজ্যের। তাই অনেক সময় রোগীর পরিবারকে সাহায্য করতে পারে না রাজ্য সরকার। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই কোনও পদক্ষেপ করা যায় কিনা আলোচনা চালাচ্ছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এরপর বিষয়টি নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনার পর বৃহস্পতিবারই এর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি জানিয়ে দেওয়া হয় এবার থেকে বাংলায় বসে রোগী দেখতে গেলে রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের তরফে রেজিস্ট্রেশন নম্বর নিতে হবে চিকিৎসকদের। না হলে তাঁরা বাংলায় প্র্যাক্টিস করতে পারবেন না।
Pregnant In Bengal Jails : রাজ্যের বহু জেলেই অন্তঃসত্ত্বা বন্দিরা! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
রাজ্যের বিভিন্ন জেলেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন মহিলা বন্দিরা। রাজ্যের একাধিক জেল পরিদর্শনের পর এক আইনজীবী কলকাতা হাইকোর্টে এই বিস্ফোরক রিপোর্ট জমা দিয়েছেন। এমনকী বিভিন্ন জেলে এভাবে ১৯৬ জন সন্তানের জন্ম হয়েছে বলেও অভিযোগ জানানো হয়েছে আদালতে। মায়ের সঙ্গে জেলেই রয়েছে সন্তানরাও।
সংশোধনাগারে মহিলাদের এই পরিস্থিতি নিয়ে হাইকোটে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল তাতে প্রধান বিচারপতির টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে আদালত তরফে নিযুক্ত আইনজীবী তাপস ভঞ্জ এই রিপোর্ট পেশ করেন। রিপোর্টে ভঞ্জ সংশোধনাগারের পুরুষ কর্মচারীদের মহিলা সেলে প্রবেশের উপর নিষেদ্ধাজ্ঞা জারি করার অনুরোধ করেছেন। এনিয়ে আদালতের পর্যবেক্ষণ, "মহিলা বন্দিরা হেফাজতে থাকাকালীন গর্ভবতী হচ্ছেন। বিষয়টি বেশ গুরুতর।" এরপরই আদালত মামলাটি ফৌজদারি বিষয়ের মামলা বলে বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে স্থানান্তর করে। এই মামলার পরবর্তী শুনানি সোমবার।
হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চ ২০১৮ সালে রাজ্যের সংশোধনাগারগুলিতে অতিরিক্ত জনসংখ্যা বেড়ে যাওয়ার বিষয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা শুরু করেছিল। সম্প্রপ্তি কারাগার পরিদর্শনে যান আই জি কারাবিভাগ। সঙ্গে ছিলেন আদালতবান্ধবরা। সেখানেই তাঁরা দেখেন জেলে কয়েকজন বন্দি গর্ভবতী এবং ১৫জন শিশু জেলে মায়ের সঙ্গে রয়েছে। সেখানেই দিন কাটাচ্ছে তারা। সেই রিপোর্টই বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়।
এই বিষয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "কারা এই অভিযোগ করেছেন জানি না। নির্দিষ্ট কোনও সংশোধনাগারের কথা উল্লেখ করেননি। উল্লেখ করলে দেখব। রাজ্যে চারটি মুক্ত সংশোধনাগার আছে, যেখানে পরিবারের সঙ্গে থাকতে পারেন বন্দিরা। সেখানে ঘটেছে কি না, সেটাও দেখতে হবে। দফতরে এই ধরনের অভিযোগ কখনও আসেনি। আলিপুর বাদে সব জায়গায় মহিলা পুরুষ আলাদা সেল আছে।”
এদিকে, এই ইস্যুতে সরব হয়েছে বিরোধীরা। ইস্যুটি বিধানসভাতেও তোলা হবে বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি ওই অভিযোগকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, ধর্ষণের ঘটনা ঘটেছে জেলে। মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলেও সরব হয়েছে অগ্নিমিত্রা। বামেদের দাবি, এই ঘটনা যদি সত্যি হয় তাহলে খুবই ভয়াবহ। কারণ জেলেও যদি মহিলাদের নিরাপত্তা না থাকে তাহলে আর কোথায় থাকবে? কোথাও তাঁদের কোনও নিরাপত্তা নেই। এখন জেলেও নিরাপত্তার অভাব বোধ করছেন মহিলারা।
Amit Shah Bengal Tour : ফেব্রুয়ারিতেই বঙ্গে আসছেন শাহ! সঙ্গে থাকতে পারেন নাড্ডা
লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্বের বাংলায় আনাগোনাও ততই বাড়ছে। সূত্রের খবর, ফেব্রুয়ারির শেষের দিকেই রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে তার দিনক্ষণ এখনও পর্যন্ত ঠিক হয়নি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে হতে চলা দু'দিনের রাষ্ট্রীয় অধিবেশনের পরেই জানা যাবে কবে রাজ্যে আসবেন শাহ। স্বরাষ্ট্র মন্ত্রীর পাশাপাশি রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও (JP Nadda)।
সূত্রের খবর, এবারের রাজ্য সফরে তাঁরা কোনও রকম সমাবেশ করবেন না। কারণ, মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) চলছে রাজ্যে। এরপরই শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে মাসের শেষ পর্যন্ত। তাই পরীক্ষা না শেষ হওয়া পর্যন্ত মাইক লাগিয়ে সমাবেশ করা যাবে না। বিজেপি সূত্রে জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রীর ফেব্রুয়ারি সফরে মূলত সাংগঠনিক বৈঠক হবে। সেই সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের সঙ্গে বৈঠকও করতে পারেন তাঁরা। বৈঠকের পাশাপাশি হবে কর্মীসভাও। তবে সবটাই হবে কোনও হলে বা প্রেক্ষাগৃহে।
প্রসঙ্গত, ২৯ নভেম্বর কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন ধর্মতলায় সভা করে যাওয়ার পরে ডিসেম্বরের শেষে আবার দুদিনের সফরে ২৫ তারিখ বঙ্গে এসেছিলেন তিনি। সঙ্গী ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সাংগঠনিক বৈঠক ছিল সে বার। জানুয়ারির শেষ রবিবারও তাঁর আসার কথা ছিল রাজ্যে।
জানা গেছে সাংগঠনিক বৈঠকের পাশাপাশি, পূর্ব মেদিনীপুরে বিজেপির কর্মী সমাবেশও ছিল সেবার। তবে চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই জানা যায়, শাহ আসছেন না। প্রসঙ্গত, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপিকে বাংলা থেকে অন্তত ৩৫টি লোকসভা আসন জেতার টার্গেট দিয়েছে। এমন অবস্থায়, প্রচার থেকে শুরু করে নির্বাচনী কর্মকাণ্ডে যাতে কোনও ফাঁক না থাকে সেই কারণে অমিত শাহের বারংবার আগমণ হচ্ছে বঙ্গে,এমনটাই মনে করছে আম জনতা।
Delhi Incident : বান্ধবীকে ৭ দিন লাগাতার ধর্ষণ, ঢালা হত গরম ডাল!
বান্ধবীকে টানা সাতদিন ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির (South Delhi) নেব সারাই অঞ্চলে। পুলিশ সূত্রে খবর, ওই যুবতী পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের (Darjeeling) বাসিন্দা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পরশ (২৮) নামে এক যুবককে। অভিযোগ, ধর্ষণের পাশাপাশি যুবতীকে বেধড়ক মারধর করা হত। পাশাপাশি তাঁর গায়ে ঢেলে দিত গরম ডাল। টানা সাতদিন ধরে যুবতীর উপর নির্মম অত্যাচার চালায় অভিযুক্ত। এদিকে অভিযুক্ত যুবক নির্যাতিতার পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে।
জানুয়ারির ৩০ তারিখ ঘটনাটি সামনে আসে। ওইদিন নেব সারাই থানার কন্ট্রোল রুমে একটি ফোন যায়। বলা হয়, এক ব্যক্তি তাঁর স্ত্রীকে মারধর করছে। সেই ফোন পাওয়ার পরই নেব সারাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং যুবতীকে উদ্ধার করে এইমস (AIIMS) হাসপাতালে ভর্তি করে। তাঁর শরীরে প্রায় ২০টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এরপর সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।
তদন্তের পর নেব থানার পুলিশ জানতে পারে, ওই যুবতী দার্জিলিংয়ের বাসিন্দা। ফোনে পরশের সঙ্গে তাঁর পরিচয় হয়। গত ৩ থেকে ৪ মাস ধরে তাঁদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল। পুলিশের এক আধিকারিক জানান, যুবতী বেঙ্গালুরুতে পরিচারিকার কাজ পান। জানুয়ারির প্রথম সপ্তাহেই তাঁর সেখানে যাওয়ার কথা ছিল। তার জন্য তিনি দিল্লি হয়ে বেঙ্গালুরু যাওয়ার ট্রেন ধরেন। কিন্তু, মাঝপথে পরশের সঙ্গে দেখা করার জন্য নামেন। সেখানেই অভিযুক্ত তাঁকে দিল্লিতে থেকে যাওয়ার কথা বলে। এমনকী, সেখানে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাসও দেয়। এরপরই তাঁরা রাজু পার্ক এলাকায় একটি ভাড়া বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করেন। অভিযোগ, সেই বাড়িতে পা দেওয়ার পর থেকেই শুরু হয় অত্যাচার। ধর্ষণের সঙ্গে চলে মারধর। এমনকী, গায়ে গরম ডালও ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। তার জেরে যুবতীর শরীরের বিভিন্ন অংশ পুড়েও যায়।
যুবতীর অভিযোগের ভিত্তিতে পরশের বিরুদ্ধে ৩০ জানুয়ারি ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৩৭৬ (ধর্ষণ), ৩৭৭ (বিকৃত কাম) ধারায় এফআইআর (FIR) দায়ের করেছে পুলিশ। ২ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, পরশ উত্তরাখণ্ডের বাসিন্দা। রাঁধুনির কাজ করার জন্য দিল্লিতে গিয়েছিল সে। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
Kolkata Weather : মাঘ শেষের আগেই রাজ্য থেকে বিদায় শীত! বাড়বে তাপমাত্রা
মাঘ মাস এখনও পর্যন্ত শেষ হয়নি। আর তার আগেই কলকাতা (Kolkata) থেকে উধাও শীত। তাহলে কি এবার পশ্চিমবঙ্গে শীতের বিদায় লগ্ন ঘনিয়ে এসেছে? আলিপুর আবহাওয়া দফতরের (Weather Department) তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা (South Bengal Weather) কমার কোনও সম্ভাবনা নেই। বরং বৃষ্টির (Kolkata Rain) সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। সোমবার কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
এরই মধ্যে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা (Fog)। দক্ষিণের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও (North Bengal Weather) আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়া, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এভাবেই শীত বিদায় নেবে রাজ্য থেকে। তবে তাপমাত্রা আর সেভাবে কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে রাজ্যের সর্বত্র দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বৃষ্টির কারণেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
দেশে ফের সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই সম্প্রতি বৃষ্টি হয়েছে দিল্লিতে। আর সেই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বৃষ্টি হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলায় শীতের দাপট অনেকটাই কমেছে। উত্তুরে হাওয়া এখন পথভ্রষ্ট। কনকনে শীতের সময়ও পশ্চিমী ঝঞ্ঝার জেরে বেশ কয়েকবার বৃষ্টির দেখা পাওয়া গিয়েছিল বঙ্গে। আর এর জেরে শীতের বিদায় লগ্নে আবারও বৃষ্টিতে ভিজবে দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলা। এই পরিস্থিতিতে তাপমাত্রা আরও বাড়বে রাজ্যে। তার সঙ্গে বাড়বে অস্বস্তিও। যার হাত থেকে এই মুহূর্তে আর কোনও রেহাই পাওয়া যাবে না।
Kolkata Weather : ঘন কুয়াশা কলকাতায়, শীতের শেষলগ্নে ফের বৃষ্টি তিলোত্তমায়
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে জাঁকিয়ে শীত কার্যত উধাও হয়ে গিয়েছে। সকালে ও রাতে ঠান্ডা অনুভূত হলেও, বেলা বাড়তেই উধাও হয়ে যাচ্ছে শীত। বাড়ছে গরম। বৃষ্টির দুর্যোগ কেটে গিয়েছে। মেঘের ঘনঘটাও কিছুটা কেটেছে। এখন থেকে কিছুদিন আকাশ পরিষ্কার থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত মনোরমই থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া। আজ সকালেও কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঠান্ডা অনুভূত হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এবার আবহাওয়ার উন্নতি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়ার উন্নতি হলেও, জাঁকিয়ে শীত ফেরার আর বিশেষ কোনও সম্ভাবনা নেই। ওঠানামা করবে তাপমাত্রার পারদ। এ বছর শীতকে বিদায় জানানোর পালা যে ঘনিয়ে এসেছে তা বোঝাই যাচ্ছে।
গত তিন দিন ধরে একেবারে স্যাঁতস্যাঁতে আবহাওয়া ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। রোদের দেখাই মেলেনি। বেলার দিকে কিছুক্ষণের জন্য রোদের দেখা পাওয়া গেলেও তা বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি। কার্যত রোদ ও মেঘের লুকোচুরি খেলা চলেছিল গত কয়েকদিন ধরে। এদিকে আজ সকাল থেকে বৃষ্টির দাপট কমলেও দেখা মেলে ঘন কুয়াশার। এর জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। কলকাতায় তার প্রভাব পড়ে বিমান চলাচলের উপর। সকাল ৬টার সময় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যায়। এর ফলে বিমান পরিষেবা ব্যাহত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কমতে শুরু করে। পরিষ্কার হয় আকাশ। রোদেরও দেখা মেলে।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়েছিল। তাই স্যাঁতস্যাঁতে একটা ভাব ছিল। এবার ধীরে ধীরে সেটা কেটে যাবে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। তখন কিছুটা হলেও পারদ নামবে। অর্থাৎ শেষের শীতটা উপভোগ করতে পারবেন শহরবাসী।
এদিকে এই বেশিদিন স্থায়ী হবে না। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গল ও বুধবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। হালকা বৃষ্টি হতে পারে। মূলত উপকূল ও সংলগ্ন এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।
West Bengal Weather : বৃষ্টির দাপটে শীত উধাও বঙ্গে, সপ্তাহান্তেই হাওয়া বদলের সম্ভাবনা
বঙ্গ থেকে কার্যত উধাও শীত (Winter)। হালকা শীতের আমেজ বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকছে তাপমাত্রা। এদিকে কলকাতা (Kolkata Weather) সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই সকাল থেকেই আকাশের মুখ ভার হয়ে রয়েছে। বৃহস্পতিবার রাতেও বৃষ্টির দেখা মিলেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Winter Weather) সব জেলায়। তবে শনিবার থেকে কমবে বৃষ্টির দাপট। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।
কলকাতার আবহাওয়া
কয়েকদিন আগেও কনকনে ঠান্ডার অনুভূতি ছিল কলকাতায় (Kolkata Winter)। কিন্তু, হঠাৎই চলতি সপ্তাহ থেকে শীতের দেখা পাওয়া যাচ্ছে না তিলোত্তমায় (Kolkata Rain)। বৃষ্টির ফলে শীতের দাপট অনেকটাই কমে গিয়েছে। তবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আকাশ পরিষ্কার হলেও বঙ্গে আর নতুন করে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। এর ফলে ধরে নেওয়া যেতেই পারে যে তাহলে বঙ্গ থেকে বিদায় নিচ্ছে শীত। এদিকে শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনার পাশাপাশি, নদিয়ায়। কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টিতে হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও (North Bengal Weather) আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, (Darjeeling Weather) কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে শনিবার থেকে তাপমাত্রা পরিবর্তন হলেও, দার্জিলিংয়ে (North Bengal Winter Weather) আগামী পাঁচদিন বৃষ্টি বজায় থাকবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।
রাজ্যে বৃষ্টির পরিস্থিতি কেন?
একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপর। সেখান থেকেই বঙ্গোপসাগরের জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গে। তার জেরেই রাজ্যের সর্বত্রই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। তবে সপ্তাহান্তেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার থেকে কলকাতা-সহ গোটা রাজ্যের আবহাওয়ার উন্নতি হবে বলে জানানো হয়েছে। কিন্তু, শীতের আর দেখা পাওয়া যাবে না। তার জেরে মন খারাপ বঙ্গবাসীর।
Malda News : ভয়াবহ! মালদায় উদ্ধার নিখোঁজ নাবালিকার মুন্ডুহীন দেহ
মালদ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরের ২৪ ঘণ্টা আগে মালদার ইংরেজ বাজারে নিখোঁজ নাবালিকার নলিকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যপক চাঞ্চল্য। জানা গিয়েছে, গত সোমবার বাড়ির কাছ থেকেই ইংরেজ বাজারের উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় পঞ্চম শ্রেণীর ওই নাবালিকা ছাত্রী। রহস্যজনক এই ঘটনার পরেই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে মঙ্গলবার বিকেলে সনু কেশরী নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
ধৃতকে জেরা করে বুধবার গভীর রাতে মালদা শহরের পার্শবর্তী আম বাজার এলাকা থেকে নাবালিকার নলিকাটা দেহ উদ্ধার করা হয়। দেহ থেকে প্রায় ৫০ মিটার দূরে উদ্ধার হয় নাবালিকার কাটা মুন্ডু। ঘটনার কথা জানাজানি হতেই উত্তর বালুচর এলাকার বাসিন্দারা অভিযুক্ত সনু কেশরীর বাড়িতে বৃহস্পতিবার সকালে ব্যপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। পাশাপাশি অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে তার ফাঁসির দাবি জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ওই নাবালিকাকে কী কারণে অপহরণ করা হয়েছিল এবং কেনই বা ধৃত নৃশংসভাবে গলা কেটে নাবালিকাকে খুন করল তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে মালদার বামনগোলা থানার পাকুয়াহাট এলাকার হাটখোলায় বাড়ি থেকে বাথরুমের যাওয়ার নাম করে বেরিয়ে আর বাড়ি ফেরেনি বছর ৫৫-র এক ব্যক্তি। পরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুশীল ওরাও। তাঁর বাড়ি পাকুয়াহাটের মির্জাপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতের দিকে বাথরুমে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু, তারপর আর তিনি বাড়ি ফেরেননি। অনেক্ষণ তাঁকে বাড়িতে ফিরতে না দেখে চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা।
তারপর আজ সকালে ওই ব্যক্তিকে হাটখোলায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদের উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ।
Kolkata Police : সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
West Bengal Weather: শীতের বিদায় লগ্নে কোথায় কেমন আবহাওয়া থাকবে দেখে নিন...
শীতের আমেজ তেমন নেই, তবে হাল্কা ঠান্ডা রয়েছে বঙ্গে। তার মাঝেই আবার বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরের ওপর একটি উচ্চচাপ বলয় তৈরি হতে চলেছে মঙ্গলবার থেকেই। যার জন্য পাহাড় থেকে সমতলে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আবহবিদরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, এই বৃষ্টিতে মাঠে থাকা ফসল কিংবা সবজির ক্ষতি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার হাল্কা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বুধবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। এছাড়া ওইদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।
Maa Flyover : দুর্ঘটনা মা ফ্লাইওভারে, পলাতক অভিযুক্ত
ফের মা ফ্লাইওভারে পথ দুর্ঘটনা। সকাল সাড়ে ৯ টা নাগাদ মা ফ্লাইওভারে ডিভাইডারে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা সল্টলেকমুখী একটি শাটল গাড়ি। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা। ঘাতক গাড়ির চালক পলাতক। সপ্তাহের ব্যস্ততম দ্বিতীয় দিনে এমন ঘটনা স্বাভাবিকভাবেই নাকাল হতে হয় অফিস যাত্রীদের । তবে এই ঘটনায় গুরুতর ভাবে কেউ আহত হয়নি। ঘাতক গাড়ি চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
Kolkata Weather : ফের বৃষ্টির সম্ভাবনা বঙ্গে, বাড়বে তাপমাত্রা
বঙ্গের বিভিন্ন জেলায় আবারও বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন মেঘলা থাকবে আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও বেশ কিছুটা বাড়তে চলেছে। যদিও সোমবার সকালেও কলকাতা এবং শহরতলিতে শীতের আমেজ বজায় ছিল। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারির শুরুর দিকে কলকাতায় আবার বৃষ্টি হতে পারে। আগামী দু’দিন শহরে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে তারপর থেকে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তাই আগামী কয়েক দিনে উত্তুরে হাওয়া রাজ্যে ঢুকতে বাধা পাবে।
Shantanu Thakur:আগামী সপ্তাহ থেকেই বাংলায় CAA লাগু,বললেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর
রামমন্দিরের পর এবার বাংলাসহ দেশ জুড়ে লাগু হবে CAA । রবিবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তুনু ঠাকুরের এই মন্তব্য ঘিরে শুরু জল্পনা। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের এক জনসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ‘ইতিমধ্যেই রামমন্দির উদ্বোধন হয়েছে। আর আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএএ কার্যকর হবে।’
প্রসঙ্গত ২০১৯ সালে আইনে পরিণত হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ। এই আইনের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের আশ্বাস দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে দেশ জুড়ে তীব্র প্রতিবাদের মুখে পড়ে সিএএ কার্যকর করা সম্ভব হয়নি। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচন ঘনিয়ে আসতেই ফের উঠেছে সিএএ রব।
Teacher Harras : বহিরাগত তাণ্ডব! স্কুলে ঢুকে শিক্ষকদের বেধরক মার
নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষকদের মারধর। অভিযোগ, শনিবার হঠাতই বহিরাগতরা স্কুলে ঢুকে পড়ে। তারপর স্টাফ রুমে ঢুকে শিক্ষকদের মারা হয় বলে অভিযোগ । শুধু মারাই নয় শিক্ষকদের মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। ভাঙচুর চলে স্টাফ রুমে। এই ঘটনা ঘিরে দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুরে চাঞ্চল্য। এই ঘটনায় ইতিমধ্যেই প্রধান শিক্ষকের ভূমিকা প্রশ্নের মুখে। যদিও প্রধান শিক্ষক ঘটনার কথা অস্বীকার করেছেন। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় রিপোর্ট তলব শিক্ষা দফতরের।
Amit Shah : বাতিল অমিত শাহের বঙ্গসফর, নেপথ্যে কোন কারণ?
বাতিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর। রবিবার তাঁর কলকাতায় আসার কথা ছিল। সোমবার দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরের মেচেদায় জনসভা করারও কথা ছিল। কিন্তু, বিশেষ পরিস্থিতিতে আচমকাই বাতিল হয়ে গেল শাহের বঙ্গসফর। বিহারে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। দেড় বছরের মাথায় ‘মহাগঠবন্ধন’ ছেড়ে আবার বিজেপির সহযোগী হতে পারেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, এমন খবর হাওয়ায় ভাসছে। শনিবারই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র দিতে পারেন নীতীশ, এমনও শোনা যাচ্ছে। একটি সূত্র জানাচ্ছে, নীতীশ যদি আবার এনডিএতে ফিরে আসেন, তাহলে আপত্তি নেই বিজেপির শীর্ষ নেতৃত্বের। বিহারে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে শাহের বাংলা সফর পিছিয়ে দেওয়া হয়েছে।
Kolkata Weather : কমল কলকাতার তাপমাত্রা, ফের বৃষ্টিতে ভিজবে রাজ্য
উত্তুরে হাওয়ার কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কমল তাপমাত্রা। তবে নতুন মাসের প্রথম দিন থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। ফলে আবার চড়বে তাপমাত্রার পারদ। শনিবার এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। জানানো হয়েছে, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা সামান্য কমে হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন দিনও তাপমাত্রায় বিশেষ বদল দেখা যাবে না। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার অর্থাৎ ৩১ জানুয়ারি থেকে আবার মেঘ জমবে কলকাতা-সহ পুরো দক্ষিণবঙ্গের আকাশে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে রাজ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে বলেও হাওয়া অফিসের পূর্বাভাস। সেই সঙ্গে বৃদ্ধি পাবে তাপমাত্রা।
KOLKATA POLICE: রাজ্য পুলিশের রদবদল, ৩৪৫ অফিসারকে বদলির নির্দেশ
বড়সড় রদবদল দেখা গেল কলকাতা পুলিশে । মোট ৬০ জন পুলিশ আধিকারিককে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে কলকাতা পুলিশের এই রদবদল ঘটলেও এটা রুটিন বদলি বলে জানানো হচ্ছে।
শুধু কলকাতা পুলিশ নয়, পাশাপাশি রাজ্য পুলিশের ক্ষেত্রেও ২৮৫ অফিসারকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। শহরের উত্তর থেকে দক্ষিণপ্রান্তে একাধিক থানার অফিসার ইনচার্জ, অ্যাডিশনাল অফিসার ইনচার্জকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের অধীনে থাকা জোড়াসাঁকো, কড়েয়া, গার্ডেনরিচ, এন্টালি, ট্যাংরা, চিৎপুর সহ একাধিক থানার অফিসারদের রদবদল করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Padma Awards 2024 : পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা কেন্দ্রের, তালিকায় একাধিক বাঙালি
২০২৪ সালের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হল। প্রাপকদের তালিকায় রয়েছেন একাধিক বাঙালি। পুরুলিয়ার দুখু মাজিকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হবে। জনজাতি পরিবেশকর্মী দুখু পুরুলিয়ার সিন্দ্রি গ্রামের বাসিন্দা। তিনি সাইকেলে ঘুরে ঘুরে গাছ লাগিয়ে বেড়ান। পৃথিবীকে বাঁচাতে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন তিনি। এছাড়াও তালিকায় রয়েছেন মা দুর্গার মূর্তি নির্মাতা শ্রী সনাতন রুদ্র পাল, ছৌ নাচকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কারিগর শ্রী নেপাল চন্দ্র সূত্রধর এবং ভাদু সংগীত ও যাত্রার পরিচিত মুখ রতন কাহার। তাঁর 'বড়লোকের বেটি লো' গানটি অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ রয়েছেন পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায়।
Vande Bharat Express : ভেঙে গেল বন্দে ভারত এক্সপ্রেসের একাংশ
বড় বিপদের হাত থেকে রক্ষা পেল বন্দে ভারত এক্সপ্রেস। প্ল্যাটফর্মে ঢোকার মুখেই ধাক্কা লেগে যায় কোনওভাবে। ভেঙে যায় ট্রেনের একাধিক পাদানি। এক ঘণ্টারও বেশি সময় ধরে স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেন। চরম ভোগান্তিতে যাত্রীরা। বর্ধমানের ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। রেলসূত্রে জানা গিয়েছে, বর্ধমান রামপুরহাট লুপ লাইনের ভেদিয়া স্টেশনে ৭.৩৫ বন্দেভারত এক্সপ্রেস ঢোকে। কিন্তু দেখা যায়, ট্রেনের একাধিক কামরার পাদানি ঢেকে গিয়েছে। ৮.৩৭ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকে আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। কীভাবে পা দানি ভাঙল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে রেলের আধিকারিকদের প্রাথমিক অনুমান, কোনও কারণে প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লাগার জন্যই এই ঘটনা।
Goods Train Derail : তমলুকের কাছে সাত সকালে লাইনচ্যুত মালগাড়ি, দুর্ভোগ নিত্যযাত্রীদের
পূর্ব মেদিনীপুরে হাওড়া-খড়্গপুর শাখার নন্দাইগাজন রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ি। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরের দিকে। তমলুকের কাছে নন্দাইগাজন রেলস্টেশনের অদূরেই এই বিপত্তি হয়েছে। শীতের সকালে এমনিতেই কুয়াশার চাদরে মুড়ে থাকে চার দিক। লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার অনেক ট্রেনই কুয়াশার কারণে কিছুটা দেরিতে চলে। তার উপর এই মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় আরও কিছুটা সমস্যা বেড়েছে। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ওই মালগাড়িটিকে রেল লাইন থেকে সরানোর কাজ শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। আপাতত আপ লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যার জেরে দুর্ভোগে পড়েছেন রেল যাত্রীরা।
Kolkata Weather : ফের কনকনে ঠান্ডা কলকাতায়, দক্ষিণবঙ্গের সর্বত্রই কমল তাপমাত্রা
জমজমাট শীতের আমেজ বজায়ই রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। এরই মধ্যে শনিবার আবারও তাপমাত্রা কমল কলকাতায়। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। তাপমাত্রা নামার সঙ্গে সঙ্গেই শীতও অনেকটাই বেড়েছে এদিন। কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ-এই সমস্ত জেলাগুলিতেও এখন মাত্রাতিরিক্ত ঠান্ডা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতায়। আকাশ থাকবে পরিষ্কার। তার জেরে আরও কিছু দিন কনকনে ঠান্ডা অনুভূত হবে দক্ষিণবঙ্গে।
SSC Scam : ২১ ঘন্টা তল্লাশি শেষে ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে প্রসন্নর বাড়ি ছাড়লেন ED
বৃহস্পতিবার শহরের বিভিন্ন জায়গায় নিয়োগ সংক্রান্ত মামলায় হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ২০২২ সালে নিয়োগ মামলায় ধৃত ‘মিডলম্যান’ প্রসন্ন রায় জামিনে ছাড়া পেয়েছিলেন । গতকাল তাঁরই বিভিন্ন ফ্ল্যাট বাগানবাড়ি ও অফিসে হানা দেয় ইডি। প্রসন্ন রায়ের বিভিন্ন আস্তানা থেকে ট্রাঙ্ক ভর্তি নথি বাজেয়াপ্ত করে আধিকারিকরা। প্রায় ২১ ঘন্টা ধরে তল্লাশি অভিযান। সূত্রের খবর প্রসন্ন রায়ের অফিসগুলি ছিল টাকা লেনদেনের অন্যতম বড় আস্তানা। তদন্তের শেষে দেখা যায় তিনটি ট্রাঙ্ক ও তিনটি ট্রলিতে ভর্তি করে কাগজপত্র নিয়ে গিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, এর মধ্যে বেশ কিছু ব্যাঙ্কের পাস বইও রয়েছে।
Kolkata Weather : বাড়ল কলকাতার তাপমাত্রা, শীতের আমেজ দক্ষিণবঙ্গের সর্বত্রই
শীতের দাপট সেভাবে না থাকলেও, আমেজ এখনও অক্ষুন্ন রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতায় ওঠানামা করছে তাপমাত্রা পারদ। তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ রয়েছে কলকাতায়। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বৃহস্পতিবার হালকা বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। কোথাও মাঝারি বৃষ্টিও হয়েছে। আর এই বৃষ্টির সৌজন্যেই শীত যেন আরও বেড়েছে। শুক্রবার সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ পরিষ্কার, তবে আগের দিনের তুলনায় শুক্রবার শীত একটু কমেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ২০ তারিখের পর থেকে বৃষ্টি থেমে যাবে। নতুন করে আবারও পারদ-পতন হবে কি-না, সে বিষয়ে এখনও জানা যায়নি।
WEATHER REPORT: শীতের আমেজের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
পশ্চিমবঙ্গে সংক্রান্তির পর থেকেই শীতের ব্যাটিং অব্যাহত। এই শীতের মরশুমেও বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। জোড়া ঘূর্ণাবর্তের জের, ভরা শীতেও বৃষ্টির ভ্রূকুটি।
শহরের কোথাও কোথাও আবার বৃষ্টি শুরুও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি। ভরা মাঘে ফের বৃষ্টির ভ্রকুটিতে তটস্থ বাংলার মানুষ।
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এরই পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপট। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার তাপমাত্রা আগামী কয়েকদিনে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। কলকাতায় তাপমাত্রা এক ধাক্কায় ৩ ডিগ্রি বেড়ে আজ ১৬.৩। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
CRIME : গেম খেলা নিয়ে বচসার জেরে বন্ধুকে খুন, দেহ পোড়ানোর অভিযোগ ৪ নাবালকের বিরুদ্ধে
গেম খেলা থেকে বিবাদের জেরে মর্মান্তিক পরিণতি মুর্শিদাবাদে। চার নাবালক বন্ধু মিলে তাঁদেরই আর এক বন্ধুকে খুন করার ঘটনায় চাঞ্চল্য। পরিবারের দাবি,গত বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল পাপাই। নিখোঁজ ডায়েরি করার পর থেকেই তল্লাশি শুরু করে পুলিশ। গত ১৫ জানুয়ারি পাপাইয়ের মৃতদেহ উদ্ধার হয় ফরাক্কা ব্যারাজ নিশিন্দ্রা ঘাট ফিডার ঘাট সংলগ্ন জঙ্গল থেকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গেম খেলা থেকে বচসার জেরেই বন্ধুকে খুন করে পুড়িয়ে দেয় ৪ নাবালক। হাড়হিম করা ঘটনা শুনে চমকে ওঠেন পুলিশ আধিকারিকও। ৪ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
THEFT IN FACTORY: কেমিক্যাল ফ্যাক্টরি কারখানায় চুরি, CCTV দেখে চিহ্নিত অভিযুক্ত
জগৎবল্লভপুর মুন্সিরহাট নরেন্দ্রপুর এলাকায় চুরি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি কেমিক্যাল ফ্যাক্টরি থেকে গভীর রাতে লক্ষাধিক টাকার মত সরঞ্জাম চুরি হয়ে যায়। কেমিক্যাল ফ্যাক্টরির মালিক জানান গতকাল রাতে প্রতিদিনের মতন তিনি ফ্যাক্টরি বন্ধ করে বাড়ি চলে যান। সকালে ফ্যাক্টরিতে এসে দেখেন ফ্যাক্টরির মধ্যে থাকা ল্যাবরেটরি রুমের দরজা ভাঙা ,লকারও ভাঙা অবস্থায় রয়েছে। তারপরে আশেপাশে দেখতেই তিনি দেখেন কেমিক্যাল ফ্যাক্টরিতে থাকা কিছু তার, ব্যাটারী সহ বিভিন্ন সামগ্রিক উধাও। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। এই ঘটনায় কেমিক্যাল ফ্যাক্টরির তরফ থেকে জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ সিসিটিভি দেখে ইতিমধ্যেই এই গোটা চুরির ঘটনার তদন্ত শুরু করেছেন জগৎবল্লভপুর থানার পুলিশ।
ED SSC SCAM : নিয়োগকান্ডে শহরে ইডি অ্যাকশন জারি
বৃহস্পতিবার সকাল থেকেই শহরে অ্যাকশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এবার অবশ্য রেশনদুর্নীতি নয় বরং ফের নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার তল্লাশি অভিযানে তৎপর ইডি। বিভিন্ন ছোট ছোট দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন জায়গায় একযোগে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। জানা যাচ্ছে, প্রাথমিকের নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিআইয়ের হাতে ধৃত ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের একাধিক ঠিকানায় তল্লাশি শুরু করেছে ইডি।
প্রসঙ্গত নিয়োগদুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন প্রসন্ন । প্রসন্ন রায়ের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী রোহিত ঝাঁয়ের বাড়িতেও তল্লাশি অভিযান শুরু করল ইডি।