Dev Ghatal MP TMC : দেবের মন্তব্য ঘিরে অস্বস্তি দলের অন্দরে !
বাংলার রাজনীতিতে চর্চায় উঠে এসেছেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। শোনা যাচ্ছিল চলতি লোকসভা নির্বাচনে আর তৃণমূলের প্রতীকে লড়বেন না তিনি। নির্বাচনের আগেই শিবির বদলাতে পারেন দেব। যোগ দিতে পারেন বিজেপিতে। যদিও এই সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন দেব নিজেই। সাফ জানিয়ে দিয়েছেন তাঁর দল ছাড়ার কোনও প্রশ্নই উঠছে না।
বৃহস্পতিবার লোকসভায় বিদায়ী ভাষণ দেন দেব। সেখানে বক্তব্য রাখার সময় আবেগঘন হয়ে পড়েন তিনি। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বক্তব্য রাখার সময় বলেন, "আমি যদি সাংসদ নাও থাকি তাহলেও যেন ঘাটালের মানুষের দুঃখ মিটে যায়।"
তাঁর এই বক্তব্যকে ঘিরেই শুরু হয় জল্পনা। প্রশ্ন ওঠে তাহলে কি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন দেব? এর উত্তরে তিনি বলেন, "এর নাম রাজনীতি। এই রাজনীতিতে আর থাকতে চাই না।"
যদিও আসন্ন নির্বাচনে নাও লড়তে পারেন বলে জানিয়েছেন দেব। সেকথা তৃণমূল সুপ্রিমোকেও জানিয়েছেন তিনি। এদিকে দেব যতই বিষয়টিকে হালকাভাবে নিক না তা কেন লোকসভা ভোটের আগে দলের সাংসদের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের জেরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে গিয়েছে দল। সূত্রের খবর, তা নিয়েই শনিবার বিকেল ৪ টেয় দেবের সঙ্গে দেখা করতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Trending Tag