Delhi Weather : ঘন কুয়াশার চাদরে ঢাকা দিল্লি সহ গোটা উত্তরভারত, ব্যাহত জনজীবন
কুয়াশার দাপট অব্যাহত রয়েছে দিল্লিতে। শুক্রবার সকালেও ঘন কুয়াশার জেরে রাজধানী সহ উত্তরভারতের বিভিন্ন শহরে স্তব্ধ জনজীবন। যার জেরে ব্যাহত হয় ট্রেন ও বিমান পরিষেবা। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দিল্লি ও হরিয়ানার কিছু অংশে ঘন কুয়াশা ছিল। এছাড়া রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ,বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার কিছু জায়গায় ঘন কুয়াশার দেখা মিলেছে। যদিও মাঝারি কুয়াশা ছিল পশ্চিমবঙ্গে।
ঘন কুয়াশার ফলে উত্তরের বিভিন্ন শহরে সকাল থেকেই দৃশমানতা কম ছিল। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ভোর সাড়ে ৫টায় দিল্লির পালাম ও সাফদারজংয়ে দৃশ্যমানতা ছিল ২৫ ও ৫০ মিটার। হরিয়ানার হিসারে ২৫ মিটার। রাজস্থানের গঙ্গানগর ও জয়পুরে ২০০ ও ৫০০ মিটার। উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও বারাণসীতে ২০০ ও ৫০০ মিটার। বিহারের ভাগলপুর ও গয়ায় ৫০০ মিটার। এছাড়া কলকাতায় দৃশ্যমানতা ছিল ৫০০ মিটার।
আজ সকালে ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট তরফে যাত্রীদের উদ্দেশে একটি নির্দেশিকা দেওয়া হয়। যেখানে বলা হয় ঘন কুয়াশা থাকার ফলে উড়ান পরিষেবা ব্যাহত হতে পারে, বিশেষত যে বিমানগুলিতে CAT III প্রযুক্তি নেই সেগুলি ওঠা-নামার সময় সমস্যা হতে পারে। তার জেরে দেরিতে চলতে পারে বহু বিমান। পরবর্তী নির্দেশিকার জন্য যাত্রীদের এয়ারলাইন সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় উড়ান পরিষেবা সময়মতোই হচ্ছে বলে জানানো হয়েছে।
তবে শুধু বিমান নয়, কুয়াশার জেরে ব্যাহত হয় রেল পরিষেবাও। উত্তর রেলওয়ের তরফে জানানো হয়েছে দৃশ্যমানতা কম থাকায় ২৩টি ট্রেন দেরি করে গন্তব্যে পৌঁছবে। দিল্লি সরাই রহিলা – যোধপুর এক্সপ্রেস ট্রেনটি ১ ঘণ্টা ২০ মিনিট, পুরি - নয়াদিল্লি এক্সপ্রেস ৩ ঘণ্টা, কানপুর সেন্ট্রাল – নয়াদিল্লি ১ ঘণ্টা ২০ মিনিট, কাটিহার – অমৃতসর এক্সপ্রেস ২ ঘণ্টা ৩০ মিনিট, সাহারসা – নয়াদিল্লি এক্সপ্রেস ২ ঘণ্টা ৫০ মিনিট দেরিতে চলছে।
বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ফলে শুক্রবারও দিল্লিতে ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে। আজ সকালে দিল্লির তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর পশ্চিম হিমালয় অঞ্চলগুলিতে আগামীদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকালে জম্মু, কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ,উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাত হয়েছে। তুষারের চাদরে ঢাকা পড়েছে হিমাচল প্রদেশের নরওয়ে ভ্যালি।
Trending Tag