ED raids: রেশন বণ্টন দুর্নীতি মামলায় কলকাতার বিভিন্ন প্রান্তে ইডির তল্লাশি
মঙ্গলবার সকাল থেকে ফের দাবাং-মোডে ইডি। রেশন বণ্টন দুর্নীতি মামলায় শহরের ছ’জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে তাঁরা। সকাল ৭টা নাগাদ প্রথমে সল্টলেকের আইবি ব্লকের বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় তাঁরা। পরবর্তী সময়ে বিভিন্ন দলে ভাগ হয়ে সল্টলেক,পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, বাগুইহাটি, কৈখালি, নিউ আলিপুর এর মত জায়গায় হানা দিয়েছে ইডি।তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।
জানা যাচ্ছে, এদিন সকালে বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীর বাড়িতে যান ইডির আধিকারিকরা।বাড়ির এক মহিলা জানান তিনি বাড়িতে নেই। এরপরই ফোনেই তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘সার্চ ওয়ারেন্ট’ দেখিয়ে বাড়ির ভিতরে ঢোকেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। জানা যাচ্ছে, ইডির ডেপুটি ডিরেক্টরও আসেন নম্বরের বিশ্বজিৎ এর সল্টলেক আইবি ৭৮ নম্বরের বাড়িতে। ইডি সূত্রেখবর, বিশ্বজিৎ দাস বনগাঁর বাসিন্দা।শঙ্কর আঢ্যকে জিজ্ঞাসাবাদ করে এর নাম উঠে আসে। বাংলায় রেশন সংক্রান্ত আর্থিক দুর্নীতির তদন্তে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয়ের সূত্র ধরেই এই মামলায় নাম উঠে আসে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যের। এরপর তাঁকেও গ্রেফতার করে ইডি। সূত্রের খবর, শঙ্কর জেরার মুখে স্বীকার করে ৯০টির বেশি ফরেক্স বা বিদেশি মুদ্রা লেনদেনের সংস্থা খুলেছিল সে। তার মাধ্যমে ২০ হাজার কোটি টাকা তিনি বিদেশে লেনদেন করেছে। ইডির দাবি ওই টাকার মধ্যে প্রায় ৯ থেকে ১০ হাজার কোটি টাকা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।
পাশাপাশি জ্যোতিপ্রিয়ের আরেক ঘনিষ্ঠ ব্যবসায়ী তথা চাল-গমের মিল মালিক বাকিবুর রহমানকেও এই মামলায় গ্রেফতার করে ইডি।তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী হানিস তোসিবালের কৈখালীর ফ্লাটে আজ অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকেরা। প্রায় দেড় ঘন্টার ওপরএই অভিযান চলছে। ইডি আধিকারিকরা আসার সাথে সাথেই ব্যবসায়ী মোবাইল ফোন ছুড়ে অন্যত্র ফেলে দেয় বলে অভিযোগ। যদিও ফোন দুটি পাওয়া গেছে বলে জানা যাচ্ছে।
এছাড়াও,৩৯৭ জি ব্লক, নিউ আলিপুরের এক বহুতলেও আজ হানা দিয়েছে ইডি। জানা যাচ্ছে, এখানে সুনীল কায়ান নামে এক ব্যবসায়ী থাকেন। যদিও কোন মামলায় এই অভিযান তা এখনও জানা যায়নি ।পাশাপাশি এই মুহূর্তে ৮ নম্বর সদর স্ট্রিটের বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার একটি অফিসে তল্লাশি চালাচ্ছে ইডি।পুরো জায়গাটি ঘিরে রেখেছে সি আর পি এফ জওয়ানরা।
Trending Tag