Friday, November 22, 2024

Logo
Loading...
upload upload upload

Mohan Bhagwat : তিনদিনের সফরে বাংলায় মোহন ভাগবত, রয়েছে ঠাসা কর্মসূচি

Maitreyi Mukherjee | 11:50 AM, Tue Jan 23, 2024

তিন দিনের সফরে কলকাতায় এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত। সোমবার রাতে অযোধ্যা থেকে সরাসরি কলকাতায় আসেন তিনি। এই সফরে অনেক গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে জানা গিয়েছে।

অযোধ্যায় সদ্য সমাপ্ত হয়েছে ভগবান রামের অভিষেক অনুষ্ঠান। সেখানে অংশ নিয়ে কলকাতার উদ্দেশ্যে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত। মঙ্গলবার সকালে সঙ্ঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে অযোধ্যা থেকে সরাসরি কলকাতায় পৌঁছেছেন মোহন ভাগবত। ২৩ এবং ২৪ জানুয়ারি রাজ্যে তাঁর অনেক কর্মসূচি রয়েছে।

আজ বারাসতে তাঁর একটি অনুষ্ঠান রয়েছে। গণবেশ পরে সেখানে এক হাজারের বেশি স্বয়ংসেবক উপস্থিত থাকবেন। গত বছরও ২৩ জানুয়ারি কলকাতায় ছিলেন মোহন ভাগবত। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে ''নেতাজি লহ প্রনাম'' অনুষ্ঠানে প্রধান বক্তা থাকবেন তিনি।

গত মাসে দুদিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছিলেন সরসঙ্ঘচালক। প্রাক্তন সিবিআই প্রধান উপেন বিশ্বাস থেকে শুরু করে ভারতীয় চলচ্চিত্র তারকা ভিক্টর ব্যানার্জি, তবলা বাদক বিক্রম ঘোষ থেকে বিজেপি নেতা কল্যাণ চৌবে, তিনি তাঁদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেছেন। লোকসভা নির্বাচনের পরিবেশে মোহন ভাগবতের বারবার পশ্চিমবঙ্গ সফর নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। যদিও বিজেপির তরফে দিলীপ ঘোষ ইতিমধ্যেই বলেছেন, সঙ্ঘপ্রধান প্রতি বছর একই ভাবে পশ্চিমবঙ্গে সফর করেন। এটা নতুন কিছু নয়।

upload
upload