Wednesday, April 09, 2025

Logo
Loading...
upload upload upload

Bharat Ratna: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন সম্মান মোদী সরকারের

Mayuri Datta | 12:02 PM, Wed Jan 24, 2024

মরণোত্তর ভারতরত্নে ভূষিত করা হচ্ছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে। রাষ্ট্রপতিভবন থেকে বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে। ১৯৭০ সালে প্রথম অকংগ্রেসী হিসেবে বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন কর্পুরী ঠাকুর। তার আগে বিহারের শিক্ষামন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। মৃত্যুর ৩৫ বছর পর ভারত রত্ন সম্মানের জন্য তাঁর নাম ঘোষণা করা হল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে এই ঘোষণা কথা জানান।

upload
upload