Ram Temple : রামমন্দির উদ্বোধনের আগে রাষ্ট্রপতিকে বার্তা মোদীর
অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হাতেই রামলালার বিগ্রহে হবে প্রাণপ্রতিষ্ঠা। উদ্বোধনের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চিঠির জবাব দিতে গিয়ে প্রাণপ্রতিষ্ঠাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বললেন প্রধানমন্ত্রী। জানালেন, এই অনুষ্ঠান দেশের উন্নয়নের যাত্রাকে নিয়ে যাবে নতুন উচ্চতায়।
এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতির উদ্দেশে মোদী লেখেন, ‘‘অযোধ্যা ধামে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ উৎসবে শুভকামনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার বিশ্বাস, এই ঐতিহাসিক মুহূর্ত ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে। এই অনুষ্ঠান দেশের উন্নয়নের যাত্রাকে পৌঁছে দেবে নতুন উচ্চতায়।’’
সোমবার রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’র আচার-অনুষ্ঠান শুরু হবে ১২টা ৫ মিনিটে। ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানের পর অযোধ্যায় একটি জনসভাও করবেন তিনি। সেখান থেকে তাঁর যাওয়ার কথা অযোধ্যার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান কুবের টিলায়।
রামমন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় সোমবার অন্তত ৮০০০ মানুষের সমাগম হতে চলেছে। অনুষ্ঠানে আমন্ত্রিত রাজনীতি থেকে শুরু করে বলিউড, বিজ্ঞান থেকে শুরু করে শিল্পবাণিজ্য, বিভিন্ন জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইতিমধ্যে অনেকে পৌঁছেও গিয়েছেন।
Trending Tag