Ayodhya Ram Mandir : রাম মন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর
অপেক্ষার মুহূর্ত শেষ। আজ অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। গোটা দেশেই উন্মাদনা রাম মন্দিরের উদ্বোধন ঘিরে। রাম মন্দিরের উদ্বোধনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে নরেন্দ্র ভাই মোদীজি বলে উল্লেখ করেন এবং ১১ দিনের আচার অনুষ্ঠান পালন করার জন্য প্রশংসা করেন।
রবিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী মোদীকে চিঠিতে বলেন, “১১ দিনের অনুষ্ঠান কেবল পবিত্র রীতিই নয়, একইসঙ্গে শ্রীরামের প্রতি আত্মত্যাগ ও আধ্যাত্মিক আত্মসমর্পণের সর্বোচ্চ প্রমাণ।”
চিঠিতে রাষ্ট্রপতি মুর্মু আরও লেখেন, “আপনি অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছেন, আমি আপনাকে অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। অযোধ্যায় রাম মন্দিরের মাধ্যমে সাধারণ মানুষ শ্রীরামের মূল্যবোধ, তাঁর সাহস, লক্ষ্য ও সহানুভূতির প্রতি আরও সচেতন ও কাছ থেকে দেখতে পাবে। শ্রীরামের জীবন ও তার নীতি আমাদের দেশের নির্মাতাদের বিভিন্নভাবে প্রভাবিত করেছে। মহাত্মা গান্ধী তাঁর শেষ নিশ্বাস অবধি রাম নাম নিয়েছিলেন।”
Trending Tag