Malda News : ভয়াবহ! মালদায় উদ্ধার নিখোঁজ নাবালিকার মুন্ডুহীন দেহ
মালদ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরের ২৪ ঘণ্টা আগে মালদার ইংরেজ বাজারে নিখোঁজ নাবালিকার নলিকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যপক চাঞ্চল্য। জানা গিয়েছে, গত সোমবার বাড়ির কাছ থেকেই ইংরেজ বাজারের উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় পঞ্চম শ্রেণীর ওই নাবালিকা ছাত্রী। রহস্যজনক এই ঘটনার পরেই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে মঙ্গলবার বিকেলে সনু কেশরী নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
ধৃতকে জেরা করে বুধবার গভীর রাতে মালদা শহরের পার্শবর্তী আম বাজার এলাকা থেকে নাবালিকার নলিকাটা দেহ উদ্ধার করা হয়। দেহ থেকে প্রায় ৫০ মিটার দূরে উদ্ধার হয় নাবালিকার কাটা মুন্ডু। ঘটনার কথা জানাজানি হতেই উত্তর বালুচর এলাকার বাসিন্দারা অভিযুক্ত সনু কেশরীর বাড়িতে বৃহস্পতিবার সকালে ব্যপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। পাশাপাশি অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে তার ফাঁসির দাবি জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ওই নাবালিকাকে কী কারণে অপহরণ করা হয়েছিল এবং কেনই বা ধৃত নৃশংসভাবে গলা কেটে নাবালিকাকে খুন করল তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে মালদার বামনগোলা থানার পাকুয়াহাট এলাকার হাটখোলায় বাড়ি থেকে বাথরুমের যাওয়ার নাম করে বেরিয়ে আর বাড়ি ফেরেনি বছর ৫৫-র এক ব্যক্তি। পরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুশীল ওরাও। তাঁর বাড়ি পাকুয়াহাটের মির্জাপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতের দিকে বাথরুমে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু, তারপর আর তিনি বাড়ি ফেরেননি। অনেক্ষণ তাঁকে বাড়িতে ফিরতে না দেখে চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা।
তারপর আজ সকালে ওই ব্যক্তিকে হাটখোলায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদের উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ।
Trending Tag