Thursday, November 21, 2024

Logo
Loading...
upload upload upload

actor

Dev Ghatal MP TMC : দেবের মন্তব্য ঘিরে অস্বস্তি দলের অন্দরে !

বাংলার রাজনীতিতে চর্চায় উঠে এসেছেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। শোনা যাচ্ছিল চলতি লোকসভা নির্বাচনে আর তৃণমূলের প্রতীকে লড়বেন না তিনি। নির্বাচনের আগেই শিবির বদলাতে পারেন দেব। যোগ দিতে পারেন বিজেপিতে। যদিও এই সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন দেব নিজেই। সাফ জানিয়ে দিয়েছেন তাঁর দল ছাড়ার কোনও প্রশ্নই উঠছে না।


বৃহস্পতিবার লোকসভায় বিদায়ী ভাষণ দেন দেব। সেখানে বক্তব্য রাখার সময় আবেগঘন হয়ে পড়েন তিনি। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বক্তব্য রাখার সময় বলেন, "আমি যদি সাংসদ নাও থাকি তাহলেও যেন ঘাটালের মানুষের দুঃখ মিটে যায়।"


তাঁর এই বক্তব্যকে ঘিরেই শুরু হয় জল্পনা। প্রশ্ন ওঠে তাহলে কি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন দেব? এর উত্তরে তিনি বলেন, "এর নাম রাজনীতি। এই রাজনীতিতে আর থাকতে চাই না।"


যদিও আসন্ন নির্বাচনে নাও লড়তে পারেন বলে জানিয়েছেন দেব। সেকথা তৃণমূল সুপ্রিমোকেও জানিয়েছেন তিনি। এদিকে দেব যতই বিষয়টিকে হালকাভাবে নিক না তা কেন লোকসভা ভোটের আগে দলের সাংসদের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের জেরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে গিয়েছে দল। সূত্রের খবর, তা নিয়েই শনিবার বিকেল ৪ টেয় দেবের সঙ্গে দেখা করতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Maitreyi Mukherjee | 22:16 PM, Fri Feb 09, 2024

Cracker Factory Blast : মধ্যপ্রদেশের বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১১

মঙ্গলবার সকালে ভয়ানক বিস্ফোরণে কেঁপে উঠল মধ্য প্রদেশের হরদা জেলার অন্তর্গত বৈরাগর গ্রাম। জানা গিয়েছে, আজ সকালে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণ হয়। যার জেরে আগুন লাগে যায় কারখানাটিতে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগুনে ঝলসে কমপক্ষে মৃত্যু হয়েছে ১১ জনের। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান। এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কারখানায় পরপর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায় কারখানা থেকে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। বিস্ফোরণের তীব্রতা বেশি থাকায় ওই অঞ্চল ও তার পার্শ্ববর্তী অঞ্চল নর্মদা পুরম জেলার সিওনি মালওয়া এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এই ঘটনার বেশ কিছু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের আতঙ্কের জেরে পালাতে দেখা যায়। আগুন লাগার সময় ওই কারখানাতেই কাজ করছিলেন এক কর্মী। প্রথম বিস্ফোরণের পর, কোনও রকমে প্রাণ বাঁচিয়ে কারখানা থেকে বের হতে সক্ষম হন তিনি।

ওই কর্মী জানান, সেই সময় কারখানায় কমপক্ষে ১৫০ জন শ্রমিক কাজ করছিলেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ইতিমধ্যে খোঁজখবর নিয়েছেন এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। জেলাশাসক ঋষি গর্গের সঙ্গে কথা বললে তিনি বলেন, “খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ চলছে। আমরা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ডেকেছি।” ঘটনাস্থলে ৭০টি অ্যাম্বুল্যান্স রয়েছে। অগ্নিদগ্ধ কারখানায় এখনও অনেকে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। প্রয়োজনে আহতদের হেলিকপ্টারে করে উন্নত মানের কোনও হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে একটি টুইট করেন। সেখানে তিনি এই ঘটনার জন্য শোকপ্রকাশ করে লেখেন, “মধ্য প্রদেশের হরদার ঘটনাটি খুবই বেদনাদায়ক। মৃতদের আত্মীয়দের প্রতি আমার সমবেদনা রইল। যাঁরা আহত তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি।”। পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন মৃত ব্যক্তির পরিবারের জন্য ২ লাখ ও আহতদের জন্য ৫০ হাজার টাকার অনুদান ঘোষণা করেছেন।

Maitreyi Mukherjee | 17:42 PM, Tue Feb 06, 2024

Filmfare Award : ফিল্মফেয়ার অনুষ্ঠানে হিট কাপুর দম্পতি, সেরা ছবি কার ঝুলিতে?

এবছরের ফিল্মফেয়ার অনুষ্ঠান হয়ে গেল। গুজরাতে বসেছিল চাঁদের হাট। ২০২৩ এর সিনেমার নিরিখে সেরার বাছাই হয়ে গেল এদিন। বলিউড প্রেমীদের জন্য দ্বিগুণ আনন্দ নিয়ে রবিবার হাজির হয়েছিল ৬৯ তম ফিল্মফেয়ার পুরস্কারের রাত। আর সকলের প্রত্যাশা মতই সমস্ত অনুরাগীদের ভালোবাসায় সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রীর পুরস্কারে সম্মানিত হয়েছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট । রণবীর কাপুর 'অ্যানিমাল' ছবিতে তার শক্তিশালী অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।অপরদিকে  আলিয়া ভাট  'রকি অর রানি কি প্রেম কাহানি'-তে তার দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছেন।

এছাড়াও যারা যারা পেলেন পুরস্কার রইল সেই তালিকা

ফিল্মফেয়ার পেলেন কারা?

1সেরা চলচ্চিত্র – টুয়েলভথ ফেল

2সেরা অভিনেতা (পুরুষ)- রণবীর কাপুর (অ্যানিমেল)

3সেরা অভিনেতা (মহিলা)- আলিয়া ভাট (রকি অর রানি কি প্রেম কাহানি)

4সেরা অভিনেতা ক্রিটিক (পুরুষ)- বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)

5সেরা অভিনেতা ক্রিটিক (মহিলা)- রাণী মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে) ,শেফালি শাহ (থ্রি অফ আস)

6সেরা পরিচালক – বিধু বিনোদ চোপড়া  (টুয়েলভথ ফেল)

Mayuri Datta | 13:06 PM, Mon Jan 29, 2024

Sreela Majumdar: প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার

প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার। অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। বিগত ৩ বছর ধরে ডিম্বাশয়ের ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী। মারণরোগের সঙ্গে লড়াই শেষ হল শনিবার। না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী।

Mayuri Datta | 20:31 PM, Sat Jan 27, 2024

Fire at Factory: রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন

টিটাগড়ে রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। টিটাগর ওয়াগান লিমিটেড, এখানে রেলের যন্ত্রাংশ তৈরি হয়। টিটাগর ওয়াগান লিমিটেড এই জায়গায় আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা একটি তেলের মধ্যে আগুন লেগে যায় এলাকায় আতঙ্কে সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।

Mayuri Datta | 14:51 PM, Sat Jan 27, 2024
upload
upload