Hemant Soren:হেমন্তের রাঁচির বাড়িতে ইডি, এলাকা ঘিরে কড়া নিরাপত্তা
Mayuri Datta | 15:20 PM, Wed Jan 31, 2024
Leopard: দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দী চিতাবাঘ
Mayuri Datta | 13:58 PM, Wed Jan 31, 2024
Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা
Mayuri Datta | 13:40 PM, Wed Jan 31, 2024
Bengali Cinema: ‘শাস্ত্রী’ সিনেমায় ফের দেখা যাবে মিঠুন- দেবশ্রী জুটি, দর্শকমহলে উন্মাদনা
Mayuri Datta | 12:48 PM, Wed Jan 31, 2024
PM on Budget: বাজেট অধিবেশনের শুরুতেই নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী
Mayuri Datta | 12:22 PM, Wed Jan 31, 2024
Kolkata Police : সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
Mayuri Datta | 11:43 AM, Wed Jan 31, 2024
Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন
Mayuri Datta | 10:36 AM, Wed Jan 31, 2024
Kashmir Snowfall: শ্বেতসুন্দরী কাশ্মীর, সাদা বরফের চাদরে পার্বত্য এলাকা
Mayuri Datta | 10:30 AM, Wed Jan 31, 2024
Kolkata high court: বিচারপতি দ্বন্দ্বের জের! প্রাথমিক মামলা সরানো হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে
Mayuri Datta | 17:50 PM, Tue Jan 30, 2024
Chandigarh Mayor Election: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী বিজেপি, ব্যর্থ 'ইন্ডিয়া' মঞ্চ!
Mayuri Datta | 17:39 PM, Tue Jan 30, 2024
Uttarakhand : উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন রাধা রাতুরি
Mayuri Datta | 17:14 PM, Tue Jan 30, 2024
Rahul Gandhi Controversy : কুকুরের না খাওয়া বিস্কুট তুলে দলীয় কর্মীকে দিয়ে বিতর্কে রাহুল !
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাহুল গান্ধীর (Rahul Gandhi)। ভারত জোড়ো ন্যায় যাত্রাকে (Bharat Jodo Nyan Yatra) কেন্দ্র করে ফের বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। এবার একটি কুকুরকে নিয়ে বিতর্কে জড়ালেন রাহুল। কুকুরের না খাওয়া বিস্কুট এক কংগ্রেস কর্মীকে দিয়েছিলেন তিনি। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়। ওই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
ভিডিওতে রাহুলকে একটি লাল গাড়ির উপর বসে থাকতে দেখা গিয়েছে। তাঁর হাতে রয়েছে একটি বিস্কুটের প্যাকেট। গাড়ির উপরে তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছে একটি কুকুর। প্যাকেট থেকে বিস্কুট নিয়ে তা কুকুরটিকে খেতে দেন তিনি। কিন্তু, কুকুরটি সেই বিস্কুট খায়নি। এরপর সেই বিস্কুট তিনি তুলে দেন পাশে থাকা এক কর্মীর হাতে। সেই কর্মীর সঙ্গে কথাও বলতে দেখা যায় তাঁকে। এমনকী, কর্মীর সঙ্গে করমর্দনও করেন তিনি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বেঙ্গল আওয়ার।
এই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সেখানে তিনি লেখেন, "কোনও দলের সভাপতি এবং যুবরাজ যদি তাঁর দলের কর্মীদের কুকুর ভেবে সেই রকম আচরণ করেন, তবে সেই দলের বিলুপ্ত হওয়াই স্বাভাবিক।"
অমিত মালব্যর পোস্ট করা এই ভিডিও নিয়ে আসরে নামে বিজেপি। এমনকী, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও এই ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। পুরোনো ঘটনাও টেনে এনেছেন তিনি। যা বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছে। হিমন্ত লেখেন, "এক সময় রাহুল গান্ধী তাঁর পোষা কুকুর পিডি-র প্লেটে আমাকে বিস্কুট খেতে জোর করেছিলেন। শুধু রাহুল গান্ধী নন, তাঁর পরিবারের কেউই আমাকে সেই বিস্কুট খাওয়াতে পারেননি।" এমনকী, এই ঘটনার জন্য কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন হিমন্ত।
‘বিতর্কিত’ ওই ভিডিও নিয়ে মুখ খোলেন খোদ রাহুল। তিনি বলেন, "কুকুরটি বিস্কুট খেতে না চাওয়ায়, তার মালিকের হাতে দিয়েছিলাম। তারপর কুকুরটি মালিকের হাত থেকে বিস্কুট খায়। আমি কুকুর এবং তার মালিককে নিজেই ডেকেছিলাম। কিন্তু, কুকুরটি ঘাবড়ে গিয়েছিল, রীতিমতো কাঁপছিল। যখন আমি তাকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করলাম, তখন কুকুরটি আরও ভয় পেয়ে গেল। তাই আমি কুকুরের মালিককে সেই বিস্কুট দিয়েছিলাম এবং কুকুরটি তাঁর হাত থেকেই খেয়েছিল। আমি বুঝতে পারছি না এতে সমস্যাটা কোথায়?"