Friday, November 22, 2024

Logo
Loading...
upload upload upload

band shakti

Grammy Award 2024 : গ্র্যামির মঞ্চে ভারতের জয়জয়কার !

বহুকাল আগে কবি অতুল প্রসাদ সেন বলে গিয়েছিলেন, “ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে”। এই উক্তি আজও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবন ও জাকির হোসেনের ফিউশন ব্যান্ড শক্তি (Shakti) তাঁদের সদ্য প্রকাশিত মিউজিক অ্যালবাম 'দিস মোমেন্ট'-এর (This Moment) জন্য বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম অ্যাওয়ার্ড পেয়েছেন তাঁরা। ৫ ফেব্রুয়ারি ভারতীও সময় অনুসারে রাত ৩টে ৪৯ মিনিটে এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করা হয় গ্র্যামির তরফে। সেখানে ভারতকে শুভেচ্ছা জানায় তারা। এ বছর ৬৬তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে লস আঞ্জেলসে।

বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম অ্যাওয়ার্ড খেতাবের দৌড়ে সুসানা বাসা (Susana Baca), বোকান্টে (Bokante), বুরনা বয় (Burna Boy) এবং দাভিডোর  (Davido) মতো  শিল্পীরাও ছিলেন। কিন্তু, তাঁদের পিছনে ফেলে অ্যাওয়ার্ড জিতে নেন শঙ্কর মহাদেবন ও জাকির হুসেন। মিউজিক অ্যালবামটি প্রকাশিত হয় ২০২৩ সালের ২৩ জুন। এই মিউজিক অ্যালবামে শ্রিনিস ড্রিম (Shrini’s Dream), বেন্ডিং দ্যা রুলস (Bending The Rules), কারুনা (Karuna), মোহানাম (Mohanam), গিরিরাজ সুধা (Giriraj Sudha), লাস পাল মাস (Las Palmas), চাঙ্গে ন্যায়নো (Changay Naino), শোনো মামা (Sono Mama)-র মতো  মোট ৮টি গান আছে। অ্যালবামটি তৈরি হয়েছে পাঁচ জন শিল্পীর মিলিত প্রয়াসে। যার মধ্যে রয়েছেন জন ম্যাক লাফ্লিন (John McLaughlin) গিটার, জাকির হোসেন (Zakir Hussain) তবলা, শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan) গায়ক, ভি সেল্ভা গণেশ (V Selvaganesh) পারকিউসন এবং গণেশ রাজাগপালান ( Ganesh Rajagopalan) ভায়োলিন।

প্রসঙ্গত, ব্যান্ডটি তৈরি হয় ১৯৭৩ সালে এরপর ১৯৭৬ সালে শক্তি উইথ জন ম্যাকলাফ্লিন (Shakti with John McLaughlin) নামে তাদের প্রথম অ্যালবাম প্রকাশ হয়। সেই বছরই আ হ্যান্ডফুল অফ বিউটি (A Handful Of Beauty) ও তার পরের বছর ন্যাচারাল এলিমেন্টস (Natural Eliments) নামে অ্যালবাম রিলিজ হয়।

এরপর ৪৬ বছর পর ২০২০ সালে নতুন করে আত্মপ্রকাশের পর প্রথম ২০২৩ সালে দিস মোমেন্ট (This Moment) প্রকাশিত হয়। দুই শিল্পী এদিন মঞ্চে উপস্থিত ছিলেন। ধন্যবাদ জানিয়ে মহাদেবন বলেন, “ ধন্যবাদ বয়েজ, ধন্যবাদ ভগবান, ধন্যবাদ ভারত, ধন্যবাদ পরিবার সহ সকল বন্ধুকে”। এই পুরস্কার পাওয়ার পর আবেগে ভাসেন তিনি। পাশাপাশি পুরস্কারটি স্ত্রীকে উৎসর্গ করেন শঙ্কর মহাদেবন।

Maitreyi Mukherjee | 13:29 PM, Mon Feb 05, 2024
upload
upload