Tuesday, December 03, 2024

Logo
Loading...
upload upload upload

boxer

Mary Kom : অবসর জল্পনায় জল ঢাললেন মেরি কম, ফিরলেন রিং-এ

বক্সার মেরি কম অবসর নেননি। ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০১২ সালের অলিম্পিকে পদকজয়ী মেরি কম বৃহস্পতিবার নিজেই তা জানিয়েছেন। অবসর নেওয়ার গুঞ্জন খারিজ করে মেরি কম জানিয়েছেন, এখনও খেলাধুলার প্রতি তাঁর ক্ষুধা রয়েছে। তিনি নিজের ফিটনেসের দিকেই মনোনিবেশ করছেন, আর যখনই অবসরের ঘোষণা করবেন, তখন সবাইকে তা জানাবেন। বুধবারই শোনা যায়, মেরি কম নাকি ঘোষণা করেছেন তিনি অবসর নিচ্ছেন। তারপর তিনি বলেন, "আমি এখনও অবসর ঘোষণা করিনি, আমাকে ভুল উদ্ধৃত করা হয়েছে। যখনই আমি এই ঘোষণা করব, তখনই আমি ব্যক্তিগতভাবে মিডিয়ার সামনে আসব। আমি কিছু মিডিয়া রিপোর্ট দেখেছি, বলা হচ্ছে আমি অবসর ঘোষণা করেছি, কিন্তু তা সত্য নয়।"

Mayuri Datta | 11:37 AM, Thu Jan 25, 2024
upload
upload