Tuesday, December 03, 2024

Logo
Loading...
upload upload upload

budget 2024

Nirmala Sitharaman Budget : ছয়ে ছক্কা ! বাজেট বক্তৃতায় নিজের রেকর্ড ভাঙলেন নির্মলা

বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেট পেশ করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সময় নিয়েছেন মাত্র ৫৬ মিনিট ১০ সেকেন্ড। যা নির্মলার পেশ করা ছটি বাজেটের মধ্যে সবচেয়ে কম সময়ের। এর আগে তাঁর বাজেট ভাষণের সবচেয়ে কম সময় ছিল ২০২৩ সালে। ওই বছর মাত্র ৮৭ মিনিটে নিজের বাজেট ভাষণ শেষ করেছিলেন তিনি। ২০১৯ সালে নির্মলার বাজেট ভাষণের সময়সীমা ছিল ১৩৭ মিনিটের। ২০২০ সালে ১৬০ মিনিটে ভাষণ শেষ করেন। ২০২১ সালে এই সময়সীমা কমে দাঁড়ায় ১১০ মিনিটে। ২০২২ সালে একশো মিনিটেরও কম সময় অর্থাৎ ৯৩ মিনিটে নিজের বাজেট ভাষণ শেষ করেন নির্মলা। আর অন্তর্বর্তী বাজেট ২০২৪ এ তো নিজেরই রেকর্ড ভাঙলেন তিনি।

Maitreyi Mukherjee | 21:56 PM, Fri Feb 02, 2024

Interim Budget 2024 : 'মিশন ৪০০', নির্মলার বাজেটে পূর্বাঞ্চলকে এগিয়ে রাখল পদ্মশিবির

অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেটে সকলেরই নজর ছিল নির্মলার পূর্বাঞ্চল নিয়ে ঘোষণার দিকে। অর্থমন্ত্রীর বাজেট পেশ করার পরই পরিষ্কার হয়ে যায় আগামী লোকসভা ভোটে পূর্বাঞ্চলকে পাখির চোখ করছে বর্তমান শাসকদল। প্রসঙ্গত গত লোকসভা ভোটে উত্তর-পূর্বাঞ্চলের প্রায় সব রাজ্যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও ব্যতিক্রম ছিল বাংলা এবং ওড়িশা। বাজেট ঘোষণায় নির্মলার পূর্বাঞ্চল নীতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা বাংলা-ওড়িশাকে আগামী ভোটে পাখির চোখ করতে চাইছে বর্তমান সরকার।

অর্থমন্ত্রী বলেন, “আমরা দেশের পূর্বাঞ্চলকে বৃদ্ধির আওতায় আনতে চাই। বিশেষ নজর দেওয়া হবে পূর্বাঞ্চলের দিকে”। প্রসঙ্গত দেশের মধ্যে আর্থিক উন্নয়নের নিরিখে বিজেপি শাসিত মধ্য ও উত্তর ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে বাংলা সহ পূর্ব ভারতের রাজ্যগুলি সামান্যই এগিয়ে। আর তাই পূর্বাঞ্চলকে এই আর্থিক বৃদ্ধির আওতায় আনার ঘোষণা নিয়ে ভোটের অঙ্ক দেখছে বিশেষজ্ঞ মহল। তাদের মতে বিজেপির সাংগঠনিক আওতায় থাকা পূর্বাঞ্চলের মধ্যে বাংলা-বিহার ছাড়াও রয়েছে ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর। এছাড়াও রয়েছে সিকিম, অসম, ত্রিপুরার মত রাজ্যও। ফলে আগামী ভোটে ‘মিশন ৪০০’ সফল করতে এই রাজ্যগুলিকেই পাখির চোখ করছেন মোদী- শাহ। এদিনের বাজেটে রেল পরিষেবা এবং মেট্রো রেলে নিয়ে পূর্বাঞ্চলের ক্ষেত্রে একাধিক প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলের ক্ষেত্রে এই ঘোষণা অনেকটাই জনমুখী বলে মনে করা হচ্ছে।

Maitreyi Mukherjee | 22:24 PM, Thu Feb 01, 2024

Interim Budget 2024: অন্তর্বর্তী আর পূর্ণাঙ্গ বাজেটের মধ্যে পার্থক্য কী? 

আজ সংসদ ভবনে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এটি লোকসভা ভোটের আগে শেষ বাজেট। গতকাল ১ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের শুরুতে লোকসভা এবং রজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৭৪ মিনিটের এই ভাষণে রাষ্ট্রপতি সরকারের ভিশন এবং গত ১০ বছরে সরকারের কাজের বিস্তারিত উল্লেখ করেন। পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনের ক্ষেত্রে রাষ্ট্রপতির ভাষণের পর পূর্ববর্তী অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা উপস্থাপন করা হয়। কিন্তু, এবার তা করা হয়নি। আসুন জেনে নেওয়া যাক পূর্ণাঙ্গ এবং অন্তর্বর্তী বাজেটের পার্থক্য কী?

প্রতি বছর কেন্দ্রীয় সরকার বাজেটের নথি উপস্থাপনের একদিন আগে যৌথ অধিবেশনে অর্থনৈতিক সমীক্ষা পেশ করে থাকে। তবে বর্তমান বাজেট অধিবেশনে এই সমীক্ষা উপস্থাপন করা হচ্ছে না। আসন্ন লোকসভা নির্বচনের কারণে প্রয়োজনীয় আর্থিক কাজ পরিচালনার জন্যই অন্তবর্তীকালীন বাজেট পেশ করছে বর্তমান সরকার। লোকসভা নির্বাচন এবং নতুন সরকার গঠনের পরই পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট। তাই গত ১ জানুয়ারী সংসদে আর্থিক সমীক্ষা পেশ করা হয়নি।

পূর্ণাঙ্গ বাজেট বা বার্ষিক বাজেট প্রতি বছর ফেব্রুয়ারি মাসে সংসদে পেশ করা হয়। এই বাজেট ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত পরবর্তী আর্থিক বছরের সম্পূর্ণ আর্থিক বিবৃতি। পূর্ণাঙ্গ বাজেট নথীতে কেন্দ্রীয় সরকারের কর এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে রাজস্ব আয়ের একটি বিস্তৃত তালিকা থাকে। পাশাপাশি এই নথীতে থাকে পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং প্রতিরক্ষার মতো বিভিন্ন খাতে সরকারের ব্যায়ের বিস্তারিত তালিকা। এই পূর্ণাঙ্গ বাজেট আসন্ন আর্থিক বর্ষে দেশের আর্থিক অ্যায় ব্যায়ের একটি বিস্তারিত রোডম্যাপ হিসেবে বিবেচিত হয়। এছাড়াও এই পূর্ণাঙ্গ বাজেট দেশের আর্থিক লক্ষ্যমাত্রা এবং নীতি উদ্যোগগুলি নির্ধারণ করে দেশের অর্থনৈতিক কাঠামোকে একটি আকার দেয়।

Maitreyi Mukherjee | 17:47 PM, Thu Feb 01, 2024

বাজেটে রেলের ঝুলিতে বড় উপহার,সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে টিকাকরণের ঘোষণা নির্মলার


লোকসভা ভোটের আগে বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।ভারতীয় রেলের সব থেকে দ্রুত ট্রেন বন্দে ভারত নিয়েও বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী। তিনি জানান, যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ৪০ হাজার রেলবগিকে বন্দে ভারত স্ট্যান্ডার্ডের অর্থাত্‍ বন্দে ভারতের কোচের মতো পরিবর্তিত করা হবে।পাশাপাশি রেলওয়ের পরিকাঠামোর উন্নয়নে তিনটি গুরুত্বপূর্ণ ইকোনমিক করিডর তৈরির ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

তিনি জানান, দেশের অন্দরে শক্তি, খনিজ ও সিমেন্ট পরিবহনের জন্য বিশেষ অর্থনৈতিক করিডর তৈরি করা হবে।যাত্রী সুবিধার কথা মাথায় রেখে হাই ট্রাফিক ডেনসিটি করিডর তৈরির ঘোষণাও করেন অর্থমন্ত্রী সীতারামন। গুরুত্বপূর্ণ রেল রুটগুলিতে ভিড় কমাতে ও যাতায়াতের সময় কমাতে এই করিডর ব্যবহার করা হবে। এতে যাত্রী সুরক্ষাও নিশ্চিত হবে। এই করিডরগুলি তৈরি হলে দেশের জিডিপি বৃদ্ধি হবে এবং লজিস্টিক বা পণ্য পরিবহনের খরচও তুলনামূলকভাবে কমবে।

এর পাশাপাশি সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে টিকাকরণের ঘোষণাও করেন নির্মলা।এদিন বাজেট অধিবেশনে তিনি জানান সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে টিকাকরণে জোর দিতে ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের টিকাকরনে প্রাধান্য দেওয়া হবে।সূত্র মারফত জানা গেছে সার্ভিক্য়াল ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে স্ক্রিনিং করানোয় ভারত অনেক পিছিয়ে। ভারতের মহিলাদের মাত্র ১ শতাংশই এই স্ক্রিনিং করিয়েছেন বলে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে উঠে আসে। তারা জানায়, দেশের মোট জনসংখ্যার নিরিখে, ৭০ শতাংশ মহিলার সার্ভিক্যাল ক্যান্সার পরীক্ষা করানো উচিত।

সাধারনত জরায়ুর মুখের ক্যান্সারকে বলা হয় সার্ভাইক্যাল ক্যান্সার। এক্ষেত্রে জরায়ুর আস্তরণে কোষের অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যায়। সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে ভারতে তৈরি প্রথম চতুর্যোজী টিকা হল, হিউম্যান প্যাপিলোমাভাইরাস (qHPV) সার্ভাভ্যাক ভ্যাকসিন। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-কে ওই টিকা বাজারে ছাড়ার অনুমোদন দেয় ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। একদিন আগেই পুণে পৌরসভার তরফে স্কুলে গিয়ে মেয়েদের টিকাকরণের ঘোষণা করা হয়। তার পর সংসদে সার্বিক টিকাকরণের কথা বললেন নির্মলা। তবে কোন পদ্ধতিতে হবে টিকাকরণ, কোথায় গিয়ে টিকা নিতে হবে, এখনও পর্যন্ত বিশদ তথ্য খোলসা করা হয়নি কেন্দ্রের তরফে।

Maitreyi Mukherjee | 16:26 PM, Thu Feb 01, 2024

Budget 2024 : অন্তর্বর্তী বাজেট পেশ অর্থমন্ত্রীর, জোর মহিলাদের ক্ষমতায়নে

আজ অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশে আয়কর কাঠামোয় কোনও বদল হল না দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটে। গত পাঁচ বছরে সরকারের আয়ের ক্ষতিয়ানও তুলে ধরেন অর্থমন্ত্রী। এছাড়াও অর্থমন্ত্রী জানান, মহিলাদের কর্মসংস্থান বেড়েছে। লাখপতি দিদি প্রকল্পের মাধ্যমে মহিলাদের আয় বেড়েছে। ৮৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। ৯ কোটি মহিলাদের আর্থিক স্বনির্ভরতা এসেছে। প্রযুক্তিগত প্রকল্প উৎপাদনশীলতার জন্য ভালো। আবাস যোজনায় ৩ কোটি বাড়ি হয়েছে। জিএসটির মাধ্যমে এক দেশ এক কর ব্যবস্থা চালু হয়েছে। ফলে দেশের আয় বেড়েছে।

প্রসঙ্গত অর্থমন্ত্রী তাঁর ভাষণে জানান, ভারত প্রতিরক্ষা ব্যবস্থায় আমদানিকারী দেশের তকমা মুছে ফেলতে বদ্ধপরিকর। তাঁর বিশ্বাস, আগামী ৫ বছর হবে অভূতপূর্ব উন্নয়নের বছর। আত্মবিশ্বাসের সঙ্গে অর্থমন্ত্রী বলেন, "সরকার জিডিপি গভর্নেন্স, ডেভেলপমেন্ট এবং পারফরম্যান্সের দিকে সমানভাবে মনোযোগী। অর্থনীতি ভালোই চলছে। মুদ্রাস্ফীতি মাঝারি। দরিদ্র, মহিলা, যুবসমাজ ও অন্নদাতার চাহিদা এবং আকাঙ্খাও সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের দেশের উচ্চ আকাঙ্খা রয়েছে, বর্তমান নিয়ে গর্ব রয়েছে এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশা ও আস্থা রয়েছে। আমরা আশা করছি, আমাদের সরকারের দুর্দান্ত কাজের সুবাদে, আমাদের সরকার জনগণের দ্বারা আবারও আশীর্বাদিত হবে।"

তিনি আরও বলেন, "ভারতীয় অর্থনীতি গত ১০ বছরে ইতিবাচক পরিবর্তনের সাক্ষী হয়েছে, দেশের জনগণ আশা ও আকাঙ্খা নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। জনগণের আশীর্বাদে, যখন আমাদের সরকার - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে - ২০১৪ সালে দায়িত্ব গ্রহণ করেছিল, তখন দেশ সবকা সাথ, সবকা বিকাশ-এর মন্ত্র হিসাবে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। সরকার সঠিক প্রচেষ্টায় সেই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠেছে।"

বক্তৃতা থেকে সরকারের দাবি দুগ্ধজাত পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য ব্যবস্থা কড়া হয়েছে। তবে ভারতের দুধের উৎপাদনশীলতা কম। পাউডার দুধ আমদানি করে তা প্যাকেজাত করে বিক্রি হয় বেশিরভাগ ক্ষেত্রে। সেই জায়গা থকে বেরিয়ে আসতে হবে দেশকে। ফলে গো পালন বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছে সরকার। দেশে কয়েকবছরে মৎস্য উৎপাদন বেড়েছে। যার নেপথ্যে মৎস্য সম্পদা যোজনা। মৎস্য উৎপাদন ক্ষেত্রে এক লক্ষ কোটি টাকার রফতানি হবে বলে আশা করছে সরকার। আগামী দিনে আরও দুই কোটি বাড়ি তৈরির ভাবনা রয়েছে সরকারের। দুষণ মুক্ত শক্তির ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ যেহেতু ফিস্কাল ডেফিসিট ৫ শতাংশের বেশি। ফলে দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

Maitreyi Mukherjee | 15:38 PM, Thu Feb 01, 2024
upload
upload