Thursday, November 21, 2024

Logo
Loading...
upload upload upload

caa

Deactivated Aadhar cards : নাগরিকত্ব হারানোর ভয়ে দিন কাটাচ্ছে পূর্ব বর্ধমানের বাসিন্দারা ! 

দেশজুড়ে CAA,NRC লাগু করার প্রতিবাদে আগাগোড়াই সরব বিরোধীরা। কেন্দ্রের আনা সংশোধিত নাগরিকত্ব আইন কোনভাবেই দেশে লাগু হোক তা চায় না বিরোধী শিবির। কিন্তু এরমাঝেই গত কয়েকদিন আগে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে চিঠি পেয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বহু পরিবারের বাসিন্দারা। চিঠিতে উল্লেখ করা হয়েছে আধার কার্ডের ২৮-এ রেগুলেশনে তাঁদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। মূলত বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়। চিঠি হাতে পেয়ে চরম আতঙ্কে ভুগতে শুরু করেছেন বাসিন্দারা।



শুক্রবার সকালেই জামালপুর ব্লকের জৌগ্রাম, আবুজহাটি এলাকায় প্রায় ৬০ জনের কাছে ডাকযোগে ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে এই ব্লকের আবুজহাটি-১ গ্রাম পঞ্চায়েতের জুহিহাটি গ্রামের প্রায় ৫০ জন এমন চিঠি পেয়েছেন। জৌগ্রামের অনেকের কাছেও এই চিঠি এসেছে। পোস্ট অফিস সূত্রে খবর, এই ধরনের কয়েকশো চিঠি এসেছে। অনেকেই নাগরিকত্ব হারানোর আতঙ্কে কাউকে বিষয়টি জানাননি।



স্থানীয় বাসিন্দাদের দাবি, কেন এভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তা বুঝতে পারছেন না তাঁরা । এমনকি তাঁদের রেশন, ব্যাঙ্কের লেনদেন-সহ আধার নির্ভর সমস্ত কাজ বন্ধ হয়ে গিয়েছে বলেও জানান তাঁরা। স্থানীয় বাসিন্দা বিপুল জানান, “ প্রায় ১০/১২ বছর ধরে আমি এখানে রয়েছি। কয়েকমাস আগেই আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করেছি। তখন কোনও সমস্যা হয়নি। হঠাৎ করে কী ঘটল, বুঝতে পারছি না।“ আরেক স্থানীয় বাসিন্দা পুতুল সরকার জানান, “আমরা খুবই চিন্তিত। আমাদের রেশন ২/৩ মাস ধরে বন্ধ করে দেওয়া হয়েছে। যদি আমরা ভারতীয় নাগরিক না হতাম তাহলে আমাদের ভোটাধিকার দিল কিভাবে সরকার?”



বৃহস্পতিবারেই বিধানসভায় দাঁড়িয়ে এনিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, “উত্তরবঙ্গের চা বাগানের অনেক শ্রমিকদের আধার কার্ড বাতিল হয়েছে। আমি প্রশাসনকে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি। নির্বাচনের আগেই আধার কার্ড নাকি বাতিল করে দিতে বলেছে কেন্দ্র যাতে মানুষ ভোট দিতে না পারে”।



জামালপুরের বিডিও পার্থসারথীদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “ব্লক প্রশাসনের কাছে এই বিষয়ে কেউ কোনও তথ্য চায়নি। কেন এমনটা করা হয়েছে তা বুঝতে পারছি না।"

Bengal Hour Bureau | 17:33 PM, Fri Feb 16, 2024

Amit Shah On CAA : "লোকসভা নির্বাচনের আগেই কার্যকর হবে সিএএ", বড় ঘোষণা শাহর

নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA) চালু হতে আর বেশিদিন বাকি নেই। লোকসভা নির্বাচনের আগেই তা চালু হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার একটি বাণিজ্য সম্মেলনেই যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২০১৯ সালে এই আইন তৈরি হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগেই এই আইন কার্যকর করা হবে। শীঘ্রই এই সংক্রান্ত নিয়ম জারি করা হবে।”



২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। ওই আইন অনুযায়ী, বাংলাদেশ (Bangladesh), পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত। সংসদের দু’কক্ষে পাশের পরে রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে। কিন্তু, এখনও পর্যন্ত এ সংক্রান্ত আইনের ধারা তৈরি হয়নি। সিএএ প্রসঙ্গে শাহ বলেন, "দেশের মুসলিম ভাইদের সিএএ নিয়ে ভুল বোঝানো হচ্ছে এবং উসকানো হচ্ছে। যাঁরা পাকিস্তান (Pakistan), আফগানিস্তান ও বাংলাদেশের নিপীড়নের শিকার হওয়ার পর ভারতে এসেছিলেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ তৈরি করা হয়েছে। কারও ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই আইন আনা হয়নি।"



জানুয়ারি মাসে ওই আইনের ধারা তৈরির জন্য সপ্তম বার সময়বৃদ্ধিতে সবুজ সঙ্কেত দিয়েছিল সংসদীয় সচিবালয়। সরকারি সূত্রের খবর, সেই কাজ শেষ হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সাড়ে চার বছর ধরে বিষয়টি ঝুলে থাকায় ক্ষোভ তৈরি হয়েছে হিন্দু উদ্বাস্তু সমাজের একাংশের মধ্যে। লোকসভা ভোটের আগে তা প্রশমনের উদ্দেশ্যে সিএএ কার্যকরে সক্রিয় হতে পারে মোদী সরকার। বস্তুত, শনিবার দিল্লিতে একটি আলোচনা সভায় শাহই তা স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, "সিএএ দেশের একটি আইন। তা অবশ্যই কার্যকর করা হবে। এ বিষয়ে কোনও সংশয় থাকাই উচিত নয়।"


সিএএ-র পাশাপাশি লোকসভা নির্বাচনে বিজেপির ফল কেমন হবে তারও একটা পূর্বাভাস দেন শাহ। এনডিএ যে ৪০০ আসন পার করবে সেই বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। বলেন, "৩৭০টি আসনে জয়ী হবে বিজেপি, এনডিএ ৪০০-রও বেশি আসন পাবে লোকসভা নির্বাচনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই তৃতীয়বার সরকার গঠন হবে। লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে কোনও ধোঁয়াশা নেই। এমনকী, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলিও বুঝে গিয়েছে তাদের আবার বিরোধী বেঞ্চেই বসতে হবে। আমরা ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত করেছি। আমাজের বিশ্বাস দেশের জনগণ বিজেপিকে ৩৭০টিরও বেশি আসনে জয়ী করে আশীর্বাদ করবে।" 

Maitreyi Mukherjee | 16:46 PM, Sat Feb 10, 2024

Shantanu Thakur:আগামী সপ্তাহ থেকেই বাংলায় CAA লাগু,বললেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর

রামমন্দিরের পর এবার বাংলাসহ দেশ জুড়ে লাগু হবে CAA । রবিবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তুনু ঠাকুরের এই মন্তব্য ঘিরে শুরু জল্পনা। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের এক জনসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ‘ইতিমধ্যেই রামমন্দির উদ্বোধন হয়েছে। আর আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএএ কার্যকর হবে।’

প্রসঙ্গত ২০১৯ সালে  আইনে পরিণত হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ। এই আইনের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের আশ্বাস দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে দেশ জুড়ে তীব্র প্রতিবাদের মুখে পড়ে সিএএ কার্যকর করা সম্ভব হয়নি। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচন ঘনিয়ে আসতেই ফের উঠেছে সিএএ রব।

Mayuri Datta | 11:32 AM, Mon Jan 29, 2024
upload
upload