Hemant Soren:হেমন্তের রাঁচির বাড়িতে ইডি, এলাকা ঘিরে কড়া নিরাপত্তা
Mayuri Datta | 15:20 PM, Wed Jan 31, 2024
Leopard: দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দী চিতাবাঘ
Mayuri Datta | 13:58 PM, Wed Jan 31, 2024
Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা
Mayuri Datta | 13:40 PM, Wed Jan 31, 2024
Bengali Cinema: ‘শাস্ত্রী’ সিনেমায় ফের দেখা যাবে মিঠুন- দেবশ্রী জুটি, দর্শকমহলে উন্মাদনা
Mayuri Datta | 12:48 PM, Wed Jan 31, 2024
PM on Budget: বাজেট অধিবেশনের শুরুতেই নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী
Mayuri Datta | 12:22 PM, Wed Jan 31, 2024
Kolkata Police : সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
Mayuri Datta | 11:43 AM, Wed Jan 31, 2024
Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন
Mayuri Datta | 10:36 AM, Wed Jan 31, 2024
Kashmir Snowfall: শ্বেতসুন্দরী কাশ্মীর, সাদা বরফের চাদরে পার্বত্য এলাকা
Mayuri Datta | 10:30 AM, Wed Jan 31, 2024
Kolkata high court: বিচারপতি দ্বন্দ্বের জের! প্রাথমিক মামলা সরানো হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে
Mayuri Datta | 17:50 PM, Tue Jan 30, 2024
Chandigarh Mayor Election: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী বিজেপি, ব্যর্থ 'ইন্ডিয়া' মঞ্চ!
Mayuri Datta | 17:39 PM, Tue Jan 30, 2024
Uttarakhand : উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন রাধা রাতুরি
Mayuri Datta | 17:14 PM, Tue Jan 30, 2024
TMC MP Deb : আর্থিক তছরুপ মামলায় দেবকে দিল্লিতে তলব ED-র
তৃণমূল সাংসদ দেবকে (Deb) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate)। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট, অর্থাৎ আর্থিক তছরুপ মামলায় তাঁকে তলব করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকাল ১১টার মধ্যে তাঁকে দিল্লির ইডি অফিসে (ED Office) হাজিরা দিতে বলা হয়েছে। ঘনিষ্ঠ মহলে দেব জানিয়েছেন, 'যত বার ডাকবে, তত বার যাব'। তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন দেব।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ইমেলে চিঠি পাঠিয়ে দেবকে তলব করেছে ED। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে দায়ের হওয়া একটি মামলার তদন্তে সুবিধার জন্য দেবকে ডেকে পাঠানো হয়েছে। হাজিরা দেওয়ার সময় দেবকে কিছু নথি পত্রও নিয়ে যেতে বলা হয়েছে। এই নোটিস প্রসঙ্গে ঘনিষ্ঠ মহলে দেব জানিয়েছেন, নির্ধারিত দিনেই তিনি দিল্লিতে গিয়ে ইডি দফতরে হাজিরা দেবেন। যা যা নথি ইডি চেয়েছে সবই নিয়ে যাবেন তিনি। পাশাপাশি তদন্তে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।
এর আগে, গরুপাচার কাণ্ডে অন্যতম সাক্ষী হিসেবে দেবকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই (CBI)। এনামুল হককে দেব চেনেন কি না, কোনও রকম টাকার লেনদেন হয়েছিল কি না, সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। যদিও সেই সময় দেব জানিয়ে দিয়েছিলেন, তিনি এনামুলকে চেনেন না। কোনও রকম টাকার লেনদেনও করেননি। আর এবার দেবকে ডেকে পাঠাল ইডি।
গত কয়েক দিন ধরেই খরব শিরোনামে রয়েছেন দেব। তাঁর রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাঁর একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই বেড়েছিল জল্পনা। রটে গিয়েছিল, তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন দেব। এবার আর ভোটেও লড়বেন না তিনি। তবে সেসব জল্পনায় জল পড়ে গত সপ্তাহে। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দিয়ে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন দেব। সেই বৈঠক সেরে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যান তিনি। এরপরই সব জল্পনার মোড় ঘুরতে শুরু করে। দেব নিজেই বলেন, তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাঁকে ছাড়বে না। এরপরই গত সোমবার আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায় সভাসঙ্গী হিসেবে দেখা যায় ঘাটালের সাংসদ দেবকে। সেই মঞ্চ থেকেই মমতা জানিয়ে দেন, দেব আবারও ঘাটালের প্রার্থী হচ্ছেন।
তবে শুধু দেব নয়, জানা গিয়েছে তৃণমূলের পটাশপুরের বিধায়ক উত্তম বারিককেও তলব করা হয়েছে। সূত্রের খবর, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট উত্তমকে তলব করেছে।
Anubrata Mondal : বীরভূমে কেষ্টতেই ভরসা তৃণমূলের! মঙ্গল কামনায় যজ্ঞের আয়োজন শহরজুড়ে
বীরভূমের দাপুটে নেতা ছিলেন তিনি। তাঁর নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তিনিই ছিলেন বীরভূম জেলার শেষ কথা। তাঁর নির্দেশ ছাড়া বীরভূমের একটা পাতাও নড়ত না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন ছিলেন তিনি। কিন্তু, এখন তিহাড় জেলে বন্দি রয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু ও কয়লা পাচার মামলায় তাঁকে গ্রেফতার করেছে ইডি ও সিবিআই। প্রায় দেড় বছর আগে ১১ অগাস্ট ২০২২ সালে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তিনি। এখন অবশ্য তিহাড়ের চার দেওযালের মধ্যেই তাঁর দিন কাটছে। বহুবার জামিনের জন্য আবেদন করেছেন তিনি। কিন্তু, প্রতিবারই তাঁর সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। এদিকে সামনেই লোকসভা নির্বাচন। কিন্তু, তাঁকে ছাড়া নির্বাচন তৃণমূল কতটা দাগ কাটতে পারবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, অনুব্রত না থাকায় দলীয় কর্মীদের মনোবল অনেকটাই ভেঙে গিয়েছে। আর সেই কারণে কর্মীদের মনোবল বাড়াতে ময়দানে নেমেছেন খোদ তৃণমূল সুপ্রিমো। বহুবার বীরভূমে গিয়ে সভা করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকী, জেল বন্দি কেষ্টর পাশেও দাঁড়িয়েছেন তিনি। কেষ্টর হয়ে প্রকাশ্য সভায় সুর চড়াতেও শোনা গিয়েছে তাঁকে। এরই মাঝে আচমকা বিশেষ হোমযজ্ঞের আয়জন করা হয়েছে বীরভূম তৃণমূলের তরফে। প্রশ্ন উঠছে কেন হটাৎ এই যজ্ঞের আয়জন করল দল? তবে কি ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে নিজের গড়ে ফিরছেন অনুব্রত? জেলে যাওয়ার পরও যে অনুব্রত তাঁর স্নেহভাজন রয়েছেন তা আগেই বুঝিয়ে দিয়েছিলেন মমতা। এমনকী, বীরভূমে কেষ্টই যে তাঁর একমাত্র ভরসার পাত্র তাও জানিয়েছেন তিনি। তারপর থেকেই আবারও কেষ্ট রব উঠেছে বীরভূমজুড়ে।
শহরজুড়ে পোস্টার পড়েছে। অনুব্রত মণ্ডলের শুভকামনায় যজ্ঞ হয়েছে ১০ ফেব্রুয়ারি। সকাল ৯টা নাগাদ বোলপুর রেলময়দান দুর্গামন্দির প্রাঙ্গণে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। তবে কারা এই যজ্ঞ করছেন, তা পোস্টারে উল্লেখ করা নেই ৷ যদিও, বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী জানান, “মানুষ তাঁর অনুপস্থিতি অনুভব করতে পারছে, আমাদের নিজেদেরকে অভিভাবকহীন মনে হচ্ছে তিনি না থাকায়, লোকসভা নির্বাচনে অনুব্রতর ছবি সামনে রেখেই ভোট হবে”।
সপ্তাহান্তে আবারও রাজ্যে তৎপর সিবিআই (CBI)। শনিবার সকালে বসিরহাটে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI Raid)। উত্তর ২৪ পরগনার বসিরহাট থানা (Basirhat Police Station) এলাকার বসিরহাট পৌরসভার (Basirhat Municipality) ৫ নম্বর ওয়ার্ডের নৈহাটি এলাকার বাসিন্দা রজত মণ্ডলের বাড়িতে অভিযানে যান তদন্তকারীরা। জানা গিয়েছে, রজত মণ্ডল এসডিও অফিসের উচ্চপদস্থ আধিকারিক। তল্লাশি চালানোর কথা আগে বসিরহাট থানায় লিখিতভাবে জানান তদন্তকারীরা।
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় এসটি, এসসি ও ওবিসি সার্টিফিকেট জাল করা সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে রজতের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই আজ তাঁর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ সকালে কুয়াশার চাদরে ঢেকেছিল বসিরহাট। তারই মধ্যে সিবিআইয়ের চার সদস্যের একটি দল বসিরহাটে তল্লাশি চালাতে যান। পূর্বের ঘটনা থেকে শিক্ষা নিয়ে রজতের বাড়ির সামনে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও বসিরহাট থানার পুলিশকে।
প্রসঙ্গত, তফসিলি জাতি উপজাতি শংসাপত্র জাল ধরার একাধিক অভিযোগ এর আগে উঠেছে। মেডিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে ছাত্র ভর্তির অভিযোগ ওঠে। তা নিয়ে শোরগোল পড়ে যায় রাজ্যে। সেই মামলা গড়ায় হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলার দায়িত্ব সিবিআই-কে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেন। তা নিয়ে দুই বিচারপতি দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছয়, তাতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। বর্তমানে এই মামলা শীর্ষ আদালতে বিচারাধীন। এর মধ্যেই ভুয়ো জাতিগত শংসাপত্র তৈরির অভিযোগে SDO অফিসের আধিকারিকের বাড়িতে তল্লাশি।
যদিও তল্লাশি চালাতে যাওয়ার আগে বাড়তি সতর্ক ছিলেন তদন্তকারীরা। উল্লেখ্য, ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। সেই সময় হামলার মুখে পড়েন আধিকারিকরা। এক অফিসারের মাথাও ফাটে। ভাঙচুর চালানো হয় ইডির গাড়িতে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তল্লাশি চালানোর আগে বাড়তি সতর্কতা মেনে চলেন তদন্তকারীরা। যেমন আজও বসিরহাটে তল্লাশি চালানোর বিষয়টি আগাম রাজ্য পুলিশকে জানানো হয়েছিল।
তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, যে কোনও সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তল্লাশি চালাতে পারেন অফিসাররা। সকাল ১০টার সময় বসিরহাট থানার কর্মরত ডিউটি অফিসারের কাছে এই সংক্রান্ত একটি নোটিশও দেওয়া হয়। তারপরই তল্লাশি চালানো হয় রজত মণ্ডলের বাড়িতে।
CBI : নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের ২ নেতাকে নিজামে তলব সিবিআইয়ের
নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।CBI স্ক্যানারে এবার তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। বিধায়ক তথা শিল্পী অদিতি মুন্সীর স্বামী দেবরাজের বাড়িতে নিয়োগ মামলায় এর আগেও তল্লাশি চালিয়েছে আধিকারিকেরা। এবার তাঁকে সরাসরি নিজাম প্যালেসের সিবিআই দফতরে তলব করা হল । বৃহস্পতিবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি। মাত্র ২৪ ঘণ্টার নোটিসে তাঁকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর। শুধুমাত্র দেবরাজ নন, আরও এক কাউন্সিলর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও তলব করা হয়েছে এদিন।
Kolkata High Court On SSC : গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া OMR শিট CBI-কে আদালতে পেশের নির্দেশ হাইকোর্টের
SSC নিয়োগ সংক্রান্ত মামলায় গাজিয়াবাদে থেকে উদ্ধার হওয়া ইলেক্ট্রনিক ডিভাইস, হার্ড ডিস্ক এবং তার মধ্যে থাকা OMR-সহ সমস্ত নথি আদালতে পেশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, ২৪ জানুয়ারি সমস্ত নথি পেশ করতে হবে। যদি পরবর্তী শুনানির দিন কোনও কারণে ইলেকট্রনিক ডিভাইস পেশ করা সম্ভব না হয়, তাহলে মামলা চলাকালীন তা পেশ করতে হবে। এদিন সিবিআই-এর পাশাপাশি এসএসসি-র কাছে থাকা এই সংক্রান্ত সমস্ত নথিও পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। এই সংক্রান্ত তথ্য স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে রয়েছে। এছাড়া মামলায় যুক্ত কোনও বিতর্কিত চাকরিপ্রাপক তাঁর নিজের OMR দেখতে চাইলে, তিনি আদালতের নজরদারিতে দেখতে পারেন।