Tuesday, October 22, 2024

Logo
Loading...
upload upload upload

darjeeling

Delhi Incident : বান্ধবীকে ৭ দিন লাগাতার ধর্ষণ, ঢালা হত গরম ডাল!

বান্ধবীকে টানা সাতদিন ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির (South Delhi) নেব সারাই অঞ্চলে। পুলিশ সূত্রে খবর, ওই যুবতী পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের (Darjeeling) বাসিন্দা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পরশ (২৮) নামে এক যুবককে। অভিযোগ, ধর্ষণের পাশাপাশি যুবতীকে বেধড়ক মারধর করা হত। পাশাপাশি তাঁর গায়ে ঢেলে দিত গরম ডাল। টানা সাতদিন ধরে যুবতীর উপর নির্মম অত্যাচার চালায় অভিযুক্ত। এদিকে অভিযুক্ত যুবক নির্যাতিতার পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে।

জানুয়ারির ৩০ তারিখ ঘটনাটি সামনে আসে। ওইদিন নেব সারাই থানার কন্ট্রোল রুমে একটি ফোন যায়। বলা হয়, এক ব্যক্তি তাঁর স্ত্রীকে মারধর করছে। সেই ফোন পাওয়ার পরই নেব সারাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং যুবতীকে উদ্ধার করে এইমস (AIIMS) হাসপাতালে ভর্তি করে। তাঁর শরীরে প্রায় ২০টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এরপর সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।

তদন্তের পর নেব থানার পুলিশ জানতে পারে, ওই যুবতী দার্জিলিংয়ের বাসিন্দা। ফোনে পরশের সঙ্গে তাঁর পরিচয় হয়। গত ৩ থেকে ৪ মাস ধরে তাঁদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল। পুলিশের এক আধিকারিক জানান, যুবতী বেঙ্গালুরুতে পরিচারিকার কাজ পান। জানুয়ারির প্রথম সপ্তাহেই তাঁর সেখানে যাওয়ার কথা ছিল। তার জন্য তিনি দিল্লি হয়ে বেঙ্গালুরু যাওয়ার ট্রেন ধরেন। কিন্তু, মাঝপথে পরশের সঙ্গে দেখা করার জন্য নামেন। সেখানেই অভিযুক্ত তাঁকে দিল্লিতে থেকে যাওয়ার কথা বলে। এমনকী, সেখানে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাসও দেয়। এরপরই তাঁরা রাজু পার্ক এলাকায় একটি ভাড়া বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করেন। অভিযোগ, সেই বাড়িতে পা দেওয়ার পর থেকেই শুরু হয় অত্যাচার। ধর্ষণের সঙ্গে চলে মারধর। এমনকী, গায়ে গরম ডালও ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। তার জেরে যুবতীর শরীরের বিভিন্ন অংশ পুড়েও যায়।

যুবতীর অভিযোগের ভিত্তিতে পরশের বিরুদ্ধে ৩০ জানুয়ারি ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৩৭৬ (ধর্ষণ), ৩৭৭ (বিকৃত কাম) ধারায় এফআইআর (FIR) দায়ের করেছে পুলিশ। ২ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, পরশ উত্তরাখণ্ডের বাসিন্দা। রাঁধুনির কাজ করার জন্য দিল্লিতে গিয়েছিল সে। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

Bengal Hour Bureau | 13:02 PM, Wed Feb 07, 2024

Kolkata Weather Report : সরস্বতী পুজোর সময় কি বঙ্গে শীত ফিরবে? কী বলছে হাওয়া অফিস 

পশ্চিমী ঝঞ্ঝার জেরে বঙ্গ থেকে শীত (Kolkata Winter) প্রায় উধাও হয়ে গিয়েছে। বেড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলির তাপমাত্রা। সকাল ও রাতের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। এদিকে আজ সকাল থেকে আবারও কলকাতায় (Kolkata Weather) শীতের আমেজ কিছুটা হলেও ফিরেছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।

সরস্বতী পুজোর সময় কি ঠান্ডা থাকবে?

এদিকে সরস্বতী পুজোর (Saraswati Puja) সময় হালকা শীতের আমেজ বরাবরই থাকে। কিন্তু, এবার সেই সময় শীতের আমেজ থাকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বঙ্গবাসীর মনে। এ নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ধীরে-ধীরে সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। সপ্তাহের শেষে সাময়িক ভাবে ফিরতে পারে ঠান্ডা। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রির আশপাশে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১১-১২ ডিগ্রিতে নামতে পারে পারদ। তবে জাঁকিয়ে শীতের আর সম্ভাবনা নেই। শীতের আমেজ সামান্য ফিরতে পারে সপ্তাহান্তে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

দক্ষিণবঙ্গে আগামী দু'দিন সকালে হালকা কুয়াশা থাকবে। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত আগামী তিনদিন তাপমাত্রা সামান্য কমবে। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনি ও রবিবার শীতের আমেজ থাকলেও সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। আবার মেঘলা আকাশের সম্ভাবনা। সেই দিন থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফিজতে পারে কলকাতা সহ একাধিক জেলা।

উত্তরবঙ্গের আবহাওয়া

অন্যদিকে, আজ ও আগামীকাল দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের (Darjeeling Weather) বাকি অংশে এই দু'দিন বৃষ্টি চলবে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আংশিক মেঘলা আকাশ কোথাও এবং সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে। বৃহস্পতিবার কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে। বিশেষ করে মালদা ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। তবে বৃহস্পতিবারের পর দার্জিলিং জেলায় আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।


Maitreyi Mukherjee | 10:55 AM, Wed Feb 07, 2024
upload
upload