Hemant Soren:হেমন্তের রাঁচির বাড়িতে ইডি, এলাকা ঘিরে কড়া নিরাপত্তা
Mayuri Datta | 15:20 PM, Wed Jan 31, 2024
Leopard: দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দী চিতাবাঘ
Mayuri Datta | 13:58 PM, Wed Jan 31, 2024
Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা
Mayuri Datta | 13:40 PM, Wed Jan 31, 2024
Bengali Cinema: ‘শাস্ত্রী’ সিনেমায় ফের দেখা যাবে মিঠুন- দেবশ্রী জুটি, দর্শকমহলে উন্মাদনা
Mayuri Datta | 12:48 PM, Wed Jan 31, 2024
PM on Budget: বাজেট অধিবেশনের শুরুতেই নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী
Mayuri Datta | 12:22 PM, Wed Jan 31, 2024
Kolkata Police : সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
Mayuri Datta | 11:43 AM, Wed Jan 31, 2024
Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন
Mayuri Datta | 10:36 AM, Wed Jan 31, 2024
Kashmir Snowfall: শ্বেতসুন্দরী কাশ্মীর, সাদা বরফের চাদরে পার্বত্য এলাকা
Mayuri Datta | 10:30 AM, Wed Jan 31, 2024
Kolkata high court: বিচারপতি দ্বন্দ্বের জের! প্রাথমিক মামলা সরানো হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে
Mayuri Datta | 17:50 PM, Tue Jan 30, 2024
Chandigarh Mayor Election: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী বিজেপি, ব্যর্থ 'ইন্ডিয়া' মঞ্চ!
Mayuri Datta | 17:39 PM, Tue Jan 30, 2024
Uttarakhand : উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন রাধা রাতুরি
Mayuri Datta | 17:14 PM, Tue Jan 30, 2024
Kavita Chaudhury: হার্ট অ্যাটাকে মৃত্যু হল ‘উড়ান’ খ্যাত অভিনেত্রী কবিতা চৌধুরীর
১৭ ফেব্রুয়ারি হার্ট অ্যাটাকে প্রয়াত হলেন ১৯৮৯ সালের জনপ্রিয় হিন্দি সিরিয়াল উড়ানের অভিনেত্রী কবিতা চৌধুরী। তাঁর অভিনয়ের দক্ষতার জেরে আইপিএস অফিসার কল্যাণী সিং এর চরিত্রটি জনপ্রিয়তা লাভ করে। ১৫ই ফেব্রুয়ারি অমৃতসরের পার্বতী দেবী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। জানা যাচ্ছে, গত কয়েক বছর ধরে মারণরোগ ক্য়ানসারে ভুগছিলেন তিনি। বয়স হয়েছিল ৬৭। তাঁর মৃত্যুতে গোটা চলচিত্র জগত গভীরভাবে শোকাহত।
তাঁর অভিনীত সিরিয়াল উড়ানের পরিচালক এবং কাহিনিকার তিনি নিজেই ছিলেন। সম্পর্কে নিজের বোন আইপিএস কাঞ্চন চৌধুরী ভট্টাচার্যের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এই সিরিয়ালটি তিনি করেন। সার্ফ এক্সেলের বিজ্ঞাপনেও নজর কাড়েন কবিতা চৌধুরী। ডিডি ন্যাশনলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাঁর। ২০০০ সালে শুরু হওয়া ‘ইওর অনার’ সিরিয়ালে কৌশল্যার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।২০১৫ সালে ডিডি ন্যাশনালেই দেখা যায় ক্রাইম বেসড শো ‘আইপিএস ডায়েরিজ’। এই শোয়ের সঞ্চালনাও করেন কবিতা চৌধুরী।
কবিতার মৃত্যুতে তাঁর ঘনিষ্ঠ মহলে শোকের ছায়া। কবিতার ঘনিষ্ঠ বান্ধবী সুচিত্রা বর্মা জানান, “কেমোথেরাপি চলছিল কবিতার। হঠাৎ করে ওকে হারিয়ে ফেললাম। শেষবারের মতো দেখতেও পেলাম না, বড্ড একা লাগছে”। অভিনেতা অনঙ্গ দেশাই সংবাদ মাদ্ধমে জানান, “আজ সকালে জানতে পেরেছি যে কবিতা আর নেই। ন্যাশনাল স্কুল অফ ড্রামায় আমার ব্যাচমেট ছিল কবিতা। কয়েক বছর আগে তার ক্যান্সার হয়েছিল, কিন্তু তিনি এটি গোপন রাখতে চেয়েছিলেন তাই এই সম্পর্কে আমি কখনও কথা বলিনি”।
Idrish Ali: প্রয়াত ইদ্রিশ আলি, শোকস্তব্ধ রাজনৈতিক মহল
শুক্রবার ভোর ২টো ২০ মিনিটে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে
প্রয়াত হলেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি। বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। সূত্রের খবর আজই পার্কসার্কাসের একটি কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই আরও অসুস্থ হয়ে পরেন তিনি। বেশকিছু দিন থেকেই হাঁটাচলায় সমস্যা হচ্ছিল তাঁর। এরপর কদিন আগেই শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। এরপরই আজ তাঁর মৃত্যু হয়। অসুস্থতার কারনে চলতি বিধানসভা অধিবেশনে যোগ দিতে পারেননি তিনি। ইদ্রিসের মৃত্যুতে শুক্রবারের বিধানসভার বাজেট অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে।
ইদ্রিস আলি পেশায় ছিলেন আইনজীবী। সুরেন্দ্রনাথ কলেজ থেকে আইন নিয়ে পাশ করার পর রাজনীতিতে যোগ দেন। তাঁর রাজনৈতিক জীবন ছিল বেশ বর্ণময়। রাজনৈতিক জীবন শুরু করেন কংগ্রেস কর্মী হিসেবে। এরপর সোমেন মিত্রের হাত ধরেই তৃণমূলে পা রাখেন তিনি। ২০১৪ সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হন তিনি।এরপর ২০২১ সালের বিধানসভাভোটে ভগবানগোলা থেকে জয়ী হন।
রাজনীতিতে আসার পর থেকে একাধিক বিতর্কে জড়ান ইদ্রিস আলি। কখনও বিডিও দফতরে দলীয় সভা করা বা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অঞ্চল সভাপতি পদ বিক্রির অভিযোগ আনা। প্রায়শই শিরোনামে আসতেন তিনি। বাম জমানার শেষের দিকে ২০০৭ সালে কলকাতায় একটি ধর্মীয় সংগঠনের হয়ে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেখানেই পেট্রল বোমা ছুঁড়ে গ্রেফতার হয়েছিলেন ইদ্রিস। মুখ্যমন্ত্রীকে নিয়ে এক কংগ্রেস নেতার মন্তব্যের প্রতিবাদে তিনি বলেছিলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বই লিখে যদি কেউ অপপ্রচার করার চেষ্টা করে , তবে তাঁর জিভ, হাত-পা কেটে নেওয়া হবে।’’ এছাড়াও অধীর চৌধুরী, দিলীপ ঘোষের উদ্দেশে বলেছিলেন, “আবার যদি মিথ্যা ভাবে বই প্রচার করে, তাদের মুখমণ্ডলটা পাল্টে দেওয়া হবে।’’ এরপরই মুখ্যমন্ত্রীর থেকে ধমকও খেয়েছিলেন তিনি।
শুধু বিরোধীদের সম্পর্কে নয়, বেশকিছু সময়ে নিজের দলের বিরুদ্ধেও মুখ খুলতে তাঁকে দেখা গিয়েছিল। সাগরদিঘি উপনির্বাচনের আগে ওই আসনে হারের আশঙ্কা প্রকাশ করেছিলেন ইদ্রিস। মুসলিম প্রার্থী না থাকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপর মমতা তাঁকে দলীয় বৈঠকে তীব্র ভৎসনা করেছিলেন।যদিও এতকিছুর পর তিনি বা তাঁরদল পরস্পরকে ছাড়েনি। উল্টে প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন।
Vivek Taneja : রেস্তরাঁয় খেতে যাওয়াই কাল! ওয়াশিংটনে মৃত্যু ১ ভারতীয় বংশোদ্ভুতর
আমেরিকায় ফের মৃত্যু হল এক ভারতীয় বংশোদ্ভুতর। মৃতের নাম বিবেক তানেজা (৪১)। ভার্জিনিয়ার বাসিন্দা তিনি। ওয়াশিংটনের একটি রেস্তরাঁর বাইরে দু'জন জাপানি বোনের ঝামেলার মাঝে পড়ে গিয়েছিলেন তিনি। সেই ঘটনার পরই রেস্তরাঁর বাইরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর শরীরের বিভিন্ন অংশে গভীর আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়। পুলিশ সূত্রে খবর, ঝামেলা চলাকালীন এক আততায়ী তাঁকে ঠেলে মাটিতে ফেলে দেন। ফুটপাথে তাঁর মাথা ঠুকে দেন।
বিবেক ভারতীয় সময় অনুসারে, রাত ২টো নাগাদ রেস্তরাঁ থেকে বের হন। ঠিক সেই সময়ে ঝগড়া শুরু হয়। সেই ঝগড়ার মাঝে পড়ে গিয়েছিলেন বিবেক। তখনই তাঁর উপর হামলা চালায় অভিযুক্তরা। তাঁর মাথায় আঘাত করা হয়। আঘাতের চোটে জ্ঞান হারান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মাথায় আঘাতের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। তাদের খোঁজ দিলে পুলিশের তরফে ২৫ হাজার ডলার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
কে এই বিবেক তানেজা?
বিবেক তানেজা ছিলেন ডায়নামো টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি। ৪১ বছর বয়সি এই ব্যক্তি ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়াতে থাকতেন। ভার্জিনিয়ার জর্জ মেসন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন তিনি। তাঁর স্ত্রী এবং এক মেয়ে আছে। প্রসঙ্গত, এর আগেও ভারতীয়দের উপর হামলা চালানোর ঘটনা সামনে এসেছিল। সৈয়দ মাজাহির আলি নামে এক ভারতীয় ছাত্রকে মেরে নাক, মুখ ফাটিয়ে দেয় শিকাগোর একদল দুষ্কৃতি।
এবছর মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত পাঁচ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই সপ্তাহে পারডু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভারতীয়-আমেরিকান সমীর কামাথ নামে এক ছাত্রর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি নিজেই নিজের মাথায় গুলি করে আত্মাহত্যা করেছেন। ওই কলেজেরই আরেক পড়ুয়া নীল আচার্যকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে মৃত অবস্থায় পাওয়া যায়, জানা গিয়েছে তাঁর মা ঘণ্টা দেড়েক আগেই তাঁর নিখোঁজ হওয়ার খবর জানিয়েছিলেন।
গত ১৬ জানুয়ারি হরিয়ানার ২৫ বছর বয়সি ছাত্র বিবেক সাইনিকে জর্জিয়ার লিথোনিয়ায় একজন গৃহহীন ব্যক্তি কুপিয়ে হত্যা করেছিল। আকুল ধাওয়ান নামে আরও এক ভারতীয় ছাত্রকে গত জানুয়ারিতে ইলিনয় ইউনিভার্সিটি অফ আরবানা-চ্যাম্পেইনের বাইরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি আশ্বস্ত করে বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় ছাত্রদের জন্য যে নিরাপদ গন্তব্য তা নিশ্চিত করতে রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।"
Hanging Body Recover: আমবাগান থেকে ধুলন্ত দেহ উদ্ধার ! আত্মহত্যা না খুন ? তদন্তে পুলিশ
আমবাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবর পেয়ে তরিঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মালদহের মানিকচক থানার পুলিশ। তবে কী কারণে আত্মহত্যা করল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জানা গেছে, মৃত ব্যক্তির নাম উত্তম কুমার সিংহ(৪৮), বাড়ি রতুয়া থানার অন্তর্গত কাহালা নরউত্তমপুর এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার আনুমানিক চারটা নাগাদ বাড়ি থেকে বের হয় ওই ব্যক্তি। দীর্ঘ সময় কেটে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। অবশেষে মঙ্গলবার সকাল নাগাদ মানিকচকের লস্করপুর এলাকার একটি আমবাগানে একটি আম গাছের সাথে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনাস্থলে আসেন মানিকচক থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুন না আত্মহত্যা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Kerala : বিজেপি নেতা খুনের মামলায় ১৫ PFI সদস্যকে মৃত্যুদণ্ডের সাজা
কেরলের বিজেপি নেতাকে খুনের মামলায় ১৫ জনকে মৃত্যুদণ্ড দিল সে রাজ্যের একটি আদালত। ১৫ জনই অধুনা নিষিদ্ধ সংগঠন ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’ বা পিএফআইয়ের সদস্য বলে জানা গিয়েছে। সোমবার এই সাজার কথা শুনিয়েছে কেরলের আলাপুঝার একটি আদালত। ২০২১ সালের ১৯ ডিসেম্বর তৎকালীন সাধারণ সম্পাদক রঞ্জিত শ্রীনিবাসনকে পরিবারের সামনেই পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে পিএফআই এবং আর এক সংগঠন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এফ ইন্ডিয়া বা এসডিপিআই সদস্যদের বিরুদ্ধে।
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিহীণ ছাত্রী আত্মঘাতী, অভিযুক্ত ২ পড়ুয়া
ফের ছাত্রমৃত্যুর ঘটনায় নাম জড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। গত ১৮ জানুয়ারি অস্বাভাবিক মৃত্যু হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির দ্বিতীয় বর্ষের এক দৃষ্টিহীন ছাত্রীর। জলপাইগুড়ির মালবাজারে দাদুর বাড়িতে মৃত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এই ঘটনায় এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র ছাত্র এবং এক গবেষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওই দুই পড়ুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে মৃত ছাত্রী রেনেসাঁ দাসের পরিবার। পরিবারের অভিযোগ, দুই সিনিয়র ছাত্র রেনেসাঁকে মাদকের নেশায় জড়ানোর চেষ্টা করেছিলেন। তারই জেরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি ছাত্রীর পরিবারের।
Mahatma Gandhi : মৃত্যুবার্ষিকীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা দেশবাসীর, স্মরণ বিজেপির
জাতির জনক মহাত্মা গান্ধীকে মঙ্গলবার তাঁর ৭৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন গোটা দেশবাসীর। এদিন ভারতীয় জনতা পার্টি মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। উল্লেখ্য, প্রতি বছর মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীকে দেশে শহিদ দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় জনতা পার্টি, এদিন সকালে বিজেপির পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে তাঁকে স্মরণ করে পোস্টে করেছে,, "আমরা জাতির পিতা মহাত্মা গান্ধীকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই, যিনি বিশ্বে সত্য ও অহিংসার পথ প্রশস্ত করেছিলেন।" ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি দিল্লির বিড়লা হাউসে প্রার্থনা সভায় যাওয়ার সময় বাপুকে যখন গুলি করা হয়, তখন তাঁর মুখ থেকে শেষ শব্দটি বেরিয়েছিল 'হে রাম'।
Sreela Majumdar: প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার
প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার। অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। বিগত ৩ বছর ধরে ডিম্বাশয়ের ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী। মারণরোগের সঙ্গে লড়াই শেষ হল শনিবার। না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী।