Friday, November 22, 2024

Logo
Loading...
upload upload upload

deb

TMC MP Deb : আর্থিক তছরুপ মামলায় দেবকে দিল্লিতে তলব ED-র

তৃণমূল সাংসদ দেবকে (Deb) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate)। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট, অর্থাৎ আর্থিক তছরুপ মামলায় তাঁকে তলব করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকাল ১১টার মধ্যে তাঁকে দিল্লির ইডি অফিসে (ED Office) হাজিরা দিতে বলা হয়েছে। ঘনিষ্ঠ মহলে দেব জানিয়েছেন, 'যত বার ডাকবে, তত বার যাব'। তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন দেব।



জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ইমেলে চিঠি পাঠিয়ে দেবকে তলব করেছে ED। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে দায়ের হওয়া একটি মামলার তদন্তে সুবিধার জন্য দেবকে ডেকে পাঠানো হয়েছে। হাজিরা দেওয়ার সময় দেবকে কিছু নথি পত্রও নিয়ে যেতে বলা হয়েছে। এই নোটিস প্রসঙ্গে ঘনিষ্ঠ মহলে দেব জানিয়েছেন, নির্ধারিত দিনেই তিনি দিল্লিতে গিয়ে ইডি দফতরে হাজিরা দেবেন। যা যা নথি ইডি চেয়েছে সবই নিয়ে যাবেন তিনি। পাশাপাশি তদন্তে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।



এর আগে, গরুপাচার কাণ্ডে অন্যতম সাক্ষী হিসেবে দেবকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই (CBI)। এনামুল হককে দেব চেনেন কি না, কোনও রকম টাকার লেনদেন হয়েছিল কি না, সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। যদিও সেই সময় দেব জানিয়ে দিয়েছিলেন, তিনি এনামুলকে চেনেন না। কোনও রকম টাকার লেনদেনও করেননি। আর এবার দেবকে ডেকে পাঠাল ইডি।


গত কয়েক দিন ধরেই খরব শিরোনামে রয়েছেন দেব। তাঁর রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাঁর একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই বেড়েছিল জল্পনা। রটে গিয়েছিল, তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন দেব। এবার আর ভোটেও লড়বেন না তিনি। তবে সেসব জল্পনায় জল পড়ে গত সপ্তাহে। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দিয়ে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন দেব। সেই বৈঠক সেরে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যান তিনি। এরপরই সব জল্পনার মোড় ঘুরতে শুরু করে। দেব নিজেই বলেন, তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাঁকে ছাড়বে না। এরপরই গত সোমবার আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায় সভাসঙ্গী হিসেবে দেখা যায় ঘাটালের সাংসদ দেবকে। সেই মঞ্চ থেকেই মমতা জানিয়ে দেন, দেব আবারও ঘাটালের প্রার্থী হচ্ছেন।


তবে শুধু দেব নয়, জানা গিয়েছে তৃণমূলের পটাশপুরের বিধায়ক উত্তম বারিককেও তলব করা হয়েছে। সূত্রের খবর, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট উত্তমকে তলব করেছে।

Maitreyi Mukherjee | 12:18 PM, Fri Feb 16, 2024

Mithun Chakraborty : শুটিং চলাকালীন অসুস্থ মিঠুন, ভর্তি কলকাতার হাসপাতালে

শুটিং করছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। কিন্তু, আচমকা তাঁর বুকে ব্যথা শুরু হয়। শনিবার সকাল ১০টা নাগাদ অসুস্থ বোধ করেন তিনি। সূত্রের খবর, প্রাথমিক ভাবে অভিনেতার এমআরআই (MRI) করা হয়েছে। জানা গিয়েছে, শুটিং ফ্লোরেই তাঁর একটি স্ট্রোক হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সবরকম শারীরিক পরীক্ষা করা হচ্ছে।


অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবির শুটিং করছিলেন মিঠুন। শুটিং (Bengali Cinema) চলাকালীনই তিনি অসুস্থ বোধ করেন। এক মুহূর্তও দেরি না করেই তাঁকে নিয়ে হাসপাতালে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গত বছর পুজোয় (Durga Puja) তাঁর ছবি ‘কাবুলিওয়ালা’ মুক্তি পেয়েছে। সেই ছবি প্রশংসা কুড়োয় দর্শক মহলে। এ বার সদ্য নতুন একটি ছবির (Bengali Cinema Shooting) কাজে হাত দিয়েছেন। তার মধ্যেই ঘটে গেল এই বিপত্তি।


হাসপাতাল সূত্রে খবর, ৭৩ বছরের অভিনেতার এমআরআই করা হচ্ছে। আরও বেশ কিছু পরীক্ষা করা হচ্ছে। তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। সেই টিমে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সব পরীক্ষার রিপোর্ট দেখে তবেই পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।


জানা গিয়েছে, এদিন মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। এই ছবিতে মিঠুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দেবশ্রী রায় (Deboshree Roy) ও সোহম। এই ছবির মাধ্যমে প্রায় ১৬ বছর পর ফের পর্দায় ফিরছেন মিঠুন ও দেবশ্রী জুটি। এই ছবির মূল আকর্ষণ তাঁরাই। এছাড়াও ছবিতে রয়েছেন টলিপাড়ার একঝাঁপ তারকা। সৌরসেনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য। দেবারতি মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি এই ছবিতে জ্যোতিষচর্চা এবং বিজ্ঞানের দ্বৈরথকে তুলে ধরা হবে। চলতি বছর পুজোয় মুক্তি পাওয়ার কথা পথিকৃৎ বসু পরিচালিত ‘শাস্ত্রী’।


তবে শুধুমাত্র অভিনয় নয়, তার পাশাপাশি গত কয়েক বছর ধরে সক্রিয় রাজনীতিতেও দেখা যাচ্ছে তাঁকে। বিজেপির সঙ্গে যুক্ত তিনি। বিজেপির হয়ে প্রচার করতেও দেখা গিয়েছে তাঁকে। বিজেপির বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচন থেকেই বিজেপির হয়ে প্রচারে নামতে দেখা গিয়েছে তাঁকে। 

Maitreyi Mukherjee | 13:44 PM, Sat Feb 10, 2024

Bengali Cinema: ‘শাস্ত্রী’ সিনেমায় ফের দেখা যাবে মিঠুন- দেবশ্রী জুটি, দর্শকমহলে উন্মাদনা

রূপোলি পর্দায় ফের ফিরছে মিঠুন – দেবশ্রী জুটি। বুধবার থেকেই শুরু হচ্ছে বাংলা ছবি ‘শাস্ত্রী’ র শুটিং। পরিচালক পথিকৃৎ বসু ও প্রযোজক সোহম চক্রবর্তীর হাত ধরেই বাংলা সিনেমা ফিরে পাচ্ছে পুরোনি হিট জুটিকে। জ্যোতির্বিদ্যা কী আদৌ বিজ্ঞান নাকি অপবিজ্ঞান দর্শজকদের কাছে সেই বিষয়টাই তুলে ধরা হবে এই সিনেমার মাধ্যমে। দেবারতি মুখোপাধ্যায়ের ছোটগল্প থেকে এই সিনেমার প্লট। ‘শাস্ত্রী’ তে সোহমকে দেখা যাবে এক গুরুত্বপূর্ণ ভূমিকায়।

Mayuri Datta | 12:48 PM, Wed Jan 31, 2024

CBI : নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের ২ নেতাকে নিজামে তলব সিবিআইয়ের

নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।CBI  স্ক্যানারে এবার তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। বিধায়ক তথা শিল্পী অদিতি মুন্সীর স্বামী দেবরাজের বাড়িতে নিয়োগ মামলায় এর আগেও তল্লাশি চালিয়েছে আধিকারিকেরা। এবার তাঁকে সরাসরি নিজাম প্যালেসের সিবিআই দফতরে তলব করা হল ।  বৃহস্পতিবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি। মাত্র ২৪ ঘণ্টার নোটিসে তাঁকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর। শুধুমাত্র দেবরাজ নন, আরও এক কাউন্সিলর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ  কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও তলব করা হয়েছে এদিন।

Mayuri Datta | 11:32 AM, Thu Jan 25, 2024
upload
upload