Thursday, November 21, 2024

Logo
Loading...
upload upload upload

delhi rape case

Delhi Incident : বান্ধবীকে ৭ দিন লাগাতার ধর্ষণ, ঢালা হত গরম ডাল!

বান্ধবীকে টানা সাতদিন ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির (South Delhi) নেব সারাই অঞ্চলে। পুলিশ সূত্রে খবর, ওই যুবতী পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের (Darjeeling) বাসিন্দা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পরশ (২৮) নামে এক যুবককে। অভিযোগ, ধর্ষণের পাশাপাশি যুবতীকে বেধড়ক মারধর করা হত। পাশাপাশি তাঁর গায়ে ঢেলে দিত গরম ডাল। টানা সাতদিন ধরে যুবতীর উপর নির্মম অত্যাচার চালায় অভিযুক্ত। এদিকে অভিযুক্ত যুবক নির্যাতিতার পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে।

জানুয়ারির ৩০ তারিখ ঘটনাটি সামনে আসে। ওইদিন নেব সারাই থানার কন্ট্রোল রুমে একটি ফোন যায়। বলা হয়, এক ব্যক্তি তাঁর স্ত্রীকে মারধর করছে। সেই ফোন পাওয়ার পরই নেব সারাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং যুবতীকে উদ্ধার করে এইমস (AIIMS) হাসপাতালে ভর্তি করে। তাঁর শরীরে প্রায় ২০টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এরপর সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।

তদন্তের পর নেব থানার পুলিশ জানতে পারে, ওই যুবতী দার্জিলিংয়ের বাসিন্দা। ফোনে পরশের সঙ্গে তাঁর পরিচয় হয়। গত ৩ থেকে ৪ মাস ধরে তাঁদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল। পুলিশের এক আধিকারিক জানান, যুবতী বেঙ্গালুরুতে পরিচারিকার কাজ পান। জানুয়ারির প্রথম সপ্তাহেই তাঁর সেখানে যাওয়ার কথা ছিল। তার জন্য তিনি দিল্লি হয়ে বেঙ্গালুরু যাওয়ার ট্রেন ধরেন। কিন্তু, মাঝপথে পরশের সঙ্গে দেখা করার জন্য নামেন। সেখানেই অভিযুক্ত তাঁকে দিল্লিতে থেকে যাওয়ার কথা বলে। এমনকী, সেখানে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাসও দেয়। এরপরই তাঁরা রাজু পার্ক এলাকায় একটি ভাড়া বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করেন। অভিযোগ, সেই বাড়িতে পা দেওয়ার পর থেকেই শুরু হয় অত্যাচার। ধর্ষণের সঙ্গে চলে মারধর। এমনকী, গায়ে গরম ডালও ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। তার জেরে যুবতীর শরীরের বিভিন্ন অংশ পুড়েও যায়।

যুবতীর অভিযোগের ভিত্তিতে পরশের বিরুদ্ধে ৩০ জানুয়ারি ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৩৭৬ (ধর্ষণ), ৩৭৭ (বিকৃত কাম) ধারায় এফআইআর (FIR) দায়ের করেছে পুলিশ। ২ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, পরশ উত্তরাখণ্ডের বাসিন্দা। রাঁধুনির কাজ করার জন্য দিল্লিতে গিয়েছিল সে। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

Bengal Hour Bureau | 13:02 PM, Wed Feb 07, 2024
upload
upload