Thursday, December 05, 2024

Logo
Loading...
upload upload upload

doodle

 GOOGLE DOODLE: গুগুল ডুডলে প্রজাতন্ত্রের একাল সেকাল

আজ ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। দেশজুড়ে চলছে গণতন্ত্রের উদযাপন।এই দিনকে সম্মান জানালো গুগুলও। ভারতের প্রজাতন্ত্রকে সম্মান জানিয়ে ডুডল সামনে আনল গুগুল। এই দিনের সবচেয়ে আকর্ষণের বিষয় হল দিল্লিতে প্যারেড। দশকের পর দশক ধরে রাজধানীর বুকে এই প্যারেড হয়ে চলেছে। সময়ের সঙ্গে আধুনিকতাকে আপন করেছি আমরা। আগে বাক্স টিভি তে স্বপরিবারে দেখা হত অনুষ্ঠান। এখন তো মুঠো ফোনেই প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখছেন সকলেই। এই বদলে যাওয়া বিষয়টিকেই ডুডলে তুলে এনেছে গুগুল। সাদাকালো টিভির যুগ থেকে রঙিন টিভি হয়ে মোবাইল ফোন। সবটাই জায়গা পেয়েছে বিশেষ এই ডুডলে। শিল্পী বৃন্দা জাভেরির এই সৃষ্টি সত্যিই প্রশংসনীয়।

Mayuri Datta | 13:00 PM, Fri Jan 26, 2024
upload
upload