Thursday, November 21, 2024

Logo
Loading...
upload upload upload

draupadi murmu

PM on Budget: বাজেট অধিবেশনের শুরুতেই নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী

আজ থেকে শুরু হল বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর ভাষণ দিয়ে সূচনা হল এই অধিবেশনের। আগামিকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর আগে সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শীতকালীন অধিবেশনে মহিলা বিল পাশের কথা স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

মহিলা বিল পাশের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী জানান, 'দিশা নির্দেশক বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ' পাশাপাশি যে সমস্ত সাংসদরা অসংসদীয় আচরণের জন্য গত অধিবেশন থেকে সাসপেন্ড হয়েছিলেন, তাদের কটাক্ষ করে বললেন, “যারা অসংসদীয় আচরণ করেন, তাদের কেউ মনে রাখে না।”

Mayuri Datta | 12:22 PM, Wed Jan 31, 2024

Parliament : বাজেট অধিবেশনের আগে ১১ সাংসদের সাসপেনশন প্রত্যাহার

বাজেট অধিবেশনের আগে রাজ্যসভার ১১ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করলেন চেয়ারম্যান জগদীপ ধনখড় । আজ, সংসদে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর ভাষণে থাকার অনুমতি পায় ওই ১১ জন সাংসদ। সাংসদদের সাসপেনশন প্রত্যাহারের জন্য রাজ্যসভার রুলের ২০২ নম্বর এবং ২৬৬ নম্বর ধারা প্রয়োগ করেন ধনখড়।

সংসদের শীতকালীন অধিবেশনে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর ‘অপরাধে’ সংসদের দুই কক্ষের মোট ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। তাঁদের মধ্যেই রয়েছেন এই ১১ সাংসদ। অধ্যক্ষ ধনখড় সংবিধানে উল্লিখিত সংসদ পরিচালনা বিধির ২০২ এবং ২৬৬ ধারায় তাঁর বিশেষ ক্ষমতা ব্যবহার করে ওই ১১ রাজ্যসভা সাংসদকে আসন্ন বাজেট অধিবেশনে যোগদানের অধিকার ফিরিয়ে দিচ্ছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

Mayuri Datta | 11:19 AM, Wed Jan 31, 2024
upload
upload