Thursday, November 21, 2024

Logo
Loading...
upload upload upload

earthquake

Earthquake : ভোরের দিকে কেঁপে উঠল লেহ-লাদাখ, ভূমিকম্প অনুভূত কিরগিজস্তানেও

ভারতের লেহ-লাদাখ থেকে সাত সমুদ্র পেরিয়ে কিরগিজস্তান পর্যন্ত মঙ্গলবার সকালে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার এবং জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস এই তথ্য দিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, লেহ এবং লাদাখে সকাল ৫টা ৩৯ মিনিটে যে ভূমিকম্প হয়েছিল রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৩.৪। বর্তমানে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেসের মতে, মঙ্গলবার কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্ত এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ৬। ভূমিকম্পে প্রাণহানি বা সম্পদের কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না সে বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পটি ছিল ১০ কিলোমিটার গভীরে।

Mayuri Datta | 10:49 AM, Tue Jan 30, 2024

Delhi Earthquake : ভয়াবহ ভূমিকম্প চিনে, কম্পন অনুভূত দিল্লিতেও

ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত। সোমবার রাতে কম্পন অনুভূত হয়েছে দিল্লিতে। গভীর রাতে ভূমিকম্প অনুভূত হওয়ায় দিল্লিবাসীর একাংশ রাস্তায় নেমে পড়েন। আতঙ্ক ছড়ায় জনসাধারণের মধ্যে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনও পর্যন্ত।

কেন্দ্রীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, সোমবার রাত পৌনে ১২টা নাগাদ দিল্লিতে কম্পন টের পাওয়া যায়। চিনের শিনজিয়াং প্রদেশে ৭.২ মাত্রার ভূমিকম্পের ফলে কম্পন টের পাওয়া গিয়েছে দিল্লিতেও। ভূমিকম্পের উৎসস্থল নেপাল-চিন সীমান্তে মাটি থেকে ৮০ কিমি গভীরে। তীব্র কম্পনের ফলে চিনে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত।

Maitreyi Mukherjee | 14:46 PM, Tue Jan 23, 2024

Earthquake : জোরালো ভূমিকম্প দেশের দক্ষিণ-পশ্চিম শৈলশিরায়, রিখটার স্কেলে মাত্রা ৬.২

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের দক্ষিণ-পশ্চিম শৈলশিরা এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতার পরিমাণ ছিল ৬.২। রবিবার ভোররাত ৩.৩৯ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয়েছে। ন্যাশন্যাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভারতের দক্ষিণ-পশ্চিম শৈলশিরা বরাবর ভূমিকম্প প্রবণ এলাকা। রবিবার ভোররাতে এই অঞ্চলেই জোরালো তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

Maitreyi Mukherjee | 15:13 PM, Sun Jan 21, 2024
upload
upload