Thursday, November 21, 2024

Logo
Loading...
upload upload upload

ed summon

Hemant Soren:হেমন্তের রাঁচির বাড়িতে ইডি, এলাকা ঘিরে কড়া নিরাপত্তা

জমি কেলেঙ্কারি ও হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতে পৌঁছল ইডি। অশান্তি এড়াতে নিরাপত্তা বাড়ানো হয়েছে রাঁচিতে। বুধবার দুপুর ১টা নাগাদ হেমন্ত সোরেনের রাঁচির বাড়িতে পৌঁছে যান ইডির আধিকরিকেরা। তবে মুখ্যমন্ত্রীর মুখোমুখি হওয়ার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা রক্ষী ডেকে পাঠানো হয়েছে। ইডি সূত্রে খবর, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার সময় এলাকায় বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা করছে তারা। সে জন্যই আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছেন তদন্তকারীরা

Mayuri Datta | 15:20 PM, Wed Jan 31, 2024

Hemant Soren: খোঁজ নেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর, বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত ED-র

জমি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। আর্থিক তছরূপ মামলায় ইতিমধ্যেই একাধিকবার তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু ৯ বারের সমনেও ইডির মুখোমুখি হননি হেমন্ত। সোমবার হেমন্তের দিল্লির বাড়িতে তল্লাশি চালিয়েও নাগাল পাওয়া যায় নি হেমন্ত সোরেনের।

তাঁর বিলাসবহুল গাড়ি বেআইনি টাকায় কেনা বলে তদন্তকারীদের অভিযোগ। তাই সোমবার রাতেই গাড়িটি বাজেয়াপ্ত করে ইডি। তারপর মধ্যরাত পর্যন্ত মুখ্যমন্ত্রী সোরেনের বাড়ির বাইরে এবং রাঁচি বিমানবন্দরে তাঁর জন্য অপেক্ষা করেন তদন্তকারীরা। কিন্তু, সোরেনের দেখা মেলেনি।

বিজেপির দাবি, ইডির ভয়ে গা ঢাকা দিয়ে আছেন হেমন্ত।   হেমন্তের দলের আরও দাবি, বুধবার দুপুর ১টার আগেই ইডির তদন্তকারীদের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তিনি ইডি দফতরে হাজিরা দেন কিনা এখন সেটাই দেখার।

Mayuri Datta | 10:43 AM, Tue Jan 30, 2024

Lalu Prasad Yadav : ইডি দফতরে হাজিরা লালু প্রসাদ যাদবের

সাত সকালে ইডি অফিসে হাজিরা দিলেন বিহারের আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। জমির বদলে চাকরি দেওয়ার দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। এদিকে লালু হাজিরা দেওয়ার পরই ইডি দফতরের বাইরে জমায়েত করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে একাধিক রাজেডি কর্মী। উল্লেখ্য, এর আগেও এই মামলায় হাজিরা দিয়েছিলেন লালু। এছাড়া এই একই মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তাঁর দুই মেয়েকে তলব করেছে ইডি। ৯ ফেব্রুয়ারি তাঁদের পাটনায় ইডি-র অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।

Mayuri Datta | 11:39 AM, Mon Jan 29, 2024

Hemant Soren : ৯ বার তলব এড়িয়ে বিপাকে, হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে গেল ইডি

ন’বার তলব করলেও প্রতি বারই তা এড়িয়ে গিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এবার তাঁর দিল্লির বাড়িতে পৌঁছে গেলেন ইডির আধিকারিকেরা। সোমবার সকালে বেশ কয়েক জন ইডি আধিকারিককে হেমন্তের বাড়িতে ঢুকতে দেখা যায়। ঝাড়খণ্ডের শাসক দল জেএমএম সূত্রে আগেই জানা গিয়েছিল যে, বর্তমানে দিল্লিতেই রয়েছেন শিবু সোরেনের পুত্র হেমন্ত। ন’বার তলব এড়ানোর পরে গত শনিবার হেমন্তকে নতুন করে সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। প্রথমে তাঁকে ২৭ থেকে ৩১ জানুয়ারির মধ্যে তদন্তপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বলা হয়। কিন্তু প্রত্যুত্তর না পেয়ে পরে তাঁকে ২৯ কিংবা ৩১ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য সময় রাখতে বলা হয়। ২০ জানুয়ারি রাঁচিতে হেমন্তের সরকারি বাসভবনে হানা দিয়েছিল ইডি।

Mayuri Datta | 11:36 AM, Mon Jan 29, 2024

Lalu Prasad Yadav: লালু প্রসাদকে ইডির সমন, জিজ্ঞাসাবাদ করা হবে পুত্র তেজস্বীকেও

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । লালু প্রসাদের পাশাপাশি আরজেডি প্রাধানের পুত্র তেজস্বী যাদবকেও সমন পাঠানো হয়।  জমির বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি মামলায় স্বপুত্র লালু প্রসাদ যাদবকে ইডির তরফে সমন পাঠানো হয়। শুক্রবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বাড়িতে হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। পাটনায় ইডির যে অফিস রয়েছে, সেখানে হাজির হলেই লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।

Mayuri Datta | 10:15 AM, Sat Jan 20, 2024
upload
upload