Thursday, November 21, 2024

Logo
Loading...
upload upload upload

hemant biswasharma

RAHUL GANDHI : শুধু FIR নয়, এবার মামলার তদন্তভার গেল সিআইডির হাতে, ন্যায়যাত্রার মধ্যেই বিপাকে রাহুল

আরও বিপদে রাহুল গান্ধী। এফআইআরের পর এবার মামলার তদন্তভার গেল সিআইডি-র হাতে।প্রসঙ্গত ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাহুল অসমে প্রবেশ করতেই শুরু হয় অশান্তি । প্রশাসনের বাধা না মেনে ব্যারিকেড ভেঙে শহরে ঢোকার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। যার জেরে ৫ হাজার কংগ্রেস কর্মীর সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার  নির্দেশেই রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির ৯টি ধারায় এফআইআর দায়ের করে। এর মধ্যে হিংসায় উসকানি, বিনা অনুমতিতে জমায়েত করা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারাও রয়েছে। এবার সেই মামলা রাজ্য সিআইডির হাতে তুলে দিল অসম পুলিশ।

Mayuri Datta | 12:31 PM, Thu Jan 25, 2024
upload
upload