Sunday, November 24, 2024

Logo
Loading...
upload upload upload

higher secondary exam

HS Exam 2024 : শুরু হল উচ্চ মাধ্যমিক, পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা রাজ্যজুড়ে  

শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা (West Bengal Higher Secondary Exam)। শুক্রবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে ভিড় পরীক্ষার্থীদের। গত বছরে তুলনায় এ বছর উচ্চমাধ্যমিকে মোট ১ লক্ষের বেশি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৯০ হাজার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে বাংলা জুড়ে ছড়িয়ে থাকা ২৩৪১টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। গতবছরের তুলনায় পরীক্ষা শুরুর সময় কিছুটা এগিয়ে এসেছে।


এবার উচ্চ মাধ্যমিক চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার সময়সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে। পরীক্ষা শুরু হয়েছে সকাল ৯ টা ৪৫ মিনিটে। শেষ হবে দুপুর ১ টায়। ফলে ছাত্রছাত্রীরা বাড়তি ১৫ মিনিট হাতে সময় পাচ্ছে। পরীক্ষার্থীরা যাতে সঠিক সময় কেন্দ্রে পৌঁছতে পারেন তার জন্য রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। পরীক্ষার্থীদের জন্য গণপরিবহনে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শিয়ালদা শাখায় বেশ কিছু ট্রেন যাতে সব স্টপেজে দাঁড়ায় সেই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ বাস চলছে শহরে। শহরে যানজট কমাতে মোয়াতেন রয়েছে পুলিশও।



টুকলি এবং প্রশ্ন ফাঁস এড়াতে এ বছর একাধিক কড়া পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা কেন্দ্রে যদি মোবাইল হাতে কেউ ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে। চলতি বছরে আর কোনও পরীক্ষা দিতে পারবে না সেই পরীক্ষার্থী। পাশাপাশি সেন্টার সেক্রেটারি, সেন্টার-ইন-চার্জ, ভেনু সুপারভাইজার এবং কাউন্সিল নমিনিদের কেউই ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। আধিকারিকদের ভেনু সুপারভাইজারের ঘরে ফোন জমা রাখতে হবে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে দুটি করে সিসিটিভি লাগানো হয়েছে।


প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের উপরে থাকা সিরিয়াল নম্বর উত্তরপত্রে উল্লেখ করতে হবে। প্রশ্নপত্রে রয়েছে কিউআর কোড বা বারকোড। কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করলে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থী বা কোন জেলা কোন পরীক্ষা কেন্দ্র এবং কোন পরীক্ষার ঘর থেকে সেই প্রশ্নের ছবি উঠেছে, তা সঙ্গে সঙ্গে চিহ্নিত করতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তারপরই সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।



পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) সকলকে ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়ার অনুরোধ করেছেন।

Maitreyi Mukherjee | 10:13 AM, Fri Feb 16, 2024

WB HS Exam 2024 : টাকা দিলে তবেই মিলছে অ্যাডমিট কার্ড! অভিযোগ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের

আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam)। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষার মতই ৯টা বেজে ৪৫ মিনিট থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WB HS Exam 2024)। এর মাঝেই চাঞ্চল্যকর অভিযোগ উঠল মালদার (Malda) মানিকচক শিক্ষানিকেতন হাইস্কুলের বিরুদ্ধে। অভিযোগ, সেই স্কুলে টাকা দিলে তবেই মিলছে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Admit Card)। এমনটাই অভিযোগ করেছে বিদ্যালয়ের ছাত্ররা। এনিয়ে প্রতিবাদ করলে তাদের ফোন করে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানায় তারা। এমনকী, স্কুল কর্তৃপক্ষ মিথ্যে অভিযোগে ফাঁসানোর ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ ছাত্রদের। এর প্রতিবাদে আজ স্কুলের সামনে বিক্ষোভ দেখায় ওই স্কুলের চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা (School)। টাকা ফেরত দেওয়ারও দাবি জানায় তারা।

পড়ুয়াদের অভিযোগ, অ্যাডমিট কার্ডের জন্য তাদের থেকে ২২০ টাকা করে নেওয়া হচ্ছে। সেই টাকা দিলে তবেই মিলছে অ্যাডমিট কার্ড (HS Exam Admit Card)। বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে টাকা চাওয়ার কারণ জানতে চাইলে সেই বিষয়ে কিছুই জানাচ্ছে না তারা। অভিভাবকদের অভিযোগ, টাকা ছাড়া কোনও কথাই বলে না কর্তৃপক্ষ। হাজার হাজার টাকার বিনিময়ে বকলমে চলছে ভর্তি। বিদ্যালয় ক্যাম্পাস থেকে কুড়ি টাকার খাতা রীতিমত ১২০ টাকায় বিক্রি করছে। তন্ময় লালা নামে এক অভিভাবক বলেন, "ভর্তির সময় ২০৫ টাকার পরিবর্তে ২৬০ এবং রেজিস্ট্রেশনের (Registration) সময় ৩০০ টাকা অবৈধ ভাবে নেওয়া হয়েছে পড়ুয়াদের থেকে।"

যদিও ছাত্রদের অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের টিচার ইন চার্জ সুব্রত প্রামাণিক। তিনি বলেন, "ছাত্ররা যে অভিযোগ এনেছে সবই ভিত্তিহীন। বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার সময় যে অর্থ নেওয়া হয় সেটি দুটি কিস্তিতে আমাদের বিদ্যালয় নিয়ে থাকে। ছাত্রদের দ্বিতীয় কিস্তির বকেয়া ২২০ টাকা নেওয়া হচ্ছে। তবে এ বছর বিদ্যালয় থেকে ১৬৬ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারা ইতিমধ্যে সকলেই অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছে। যে সব ছাত্ররা বিষয়টি নিয়ে অভিযোগ করছে তাদের সঙ্গে আমরা খুব শীঘ্রই বসে বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেব। অভিভাবকদের অভিযোগের কোনও অর্থ নেই। বিদ্যালয় ক্যাম্পাসে কোনও ভাবেই কোনও টাকা পয়সা নিয়ে ভর্তি হয় না। শুধুমাত্র কিছু মানুষ বিদ্যালয়কে কলঙ্কিত করার জন্য হয়তো এই বদনাম ছড়াচ্ছে।"

Maitreyi Mukherjee | 17:58 PM, Sat Feb 03, 2024
upload
upload