Hemant Soren:হেমন্তের রাঁচির বাড়িতে ইডি, এলাকা ঘিরে কড়া নিরাপত্তা
Mayuri Datta | 15:20 PM, Wed Jan 31, 2024
Leopard: দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দী চিতাবাঘ
Mayuri Datta | 13:58 PM, Wed Jan 31, 2024
Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা
Mayuri Datta | 13:40 PM, Wed Jan 31, 2024
Bengali Cinema: ‘শাস্ত্রী’ সিনেমায় ফের দেখা যাবে মিঠুন- দেবশ্রী জুটি, দর্শকমহলে উন্মাদনা
Mayuri Datta | 12:48 PM, Wed Jan 31, 2024
PM on Budget: বাজেট অধিবেশনের শুরুতেই নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী
Mayuri Datta | 12:22 PM, Wed Jan 31, 2024
Kolkata Police : সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
Mayuri Datta | 11:43 AM, Wed Jan 31, 2024
Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন
Mayuri Datta | 10:36 AM, Wed Jan 31, 2024
Kashmir Snowfall: শ্বেতসুন্দরী কাশ্মীর, সাদা বরফের চাদরে পার্বত্য এলাকা
Mayuri Datta | 10:30 AM, Wed Jan 31, 2024
Kolkata high court: বিচারপতি দ্বন্দ্বের জের! প্রাথমিক মামলা সরানো হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে
Mayuri Datta | 17:50 PM, Tue Jan 30, 2024
Chandigarh Mayor Election: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী বিজেপি, ব্যর্থ 'ইন্ডিয়া' মঞ্চ!
Mayuri Datta | 17:39 PM, Tue Jan 30, 2024
Uttarakhand : উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন রাধা রাতুরি
Mayuri Datta | 17:14 PM, Tue Jan 30, 2024
Kolkata Weather : অসময়ের বৃষ্টির দাপটে বঙ্গ থেকে বিদায় নিচ্ছে শীত! একধাক্কায় বাড়ল তাপমাত্রা
বাংলা থেকে শীত (Winter) প্রায় উধাও বললেই চলে। এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা (Kolkata Weather) বৃদ্ধি পেল প্রায় তিন ডিগ্রি। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। মাঘ মাস শেষ হতে এখনও পর্যন্ত বেশ কিছুটা দিন বাকি রয়েছে। কিন্তু, তার আগেই শীতের (Kolkata Winter Weather) দেখা মিলছে না। সকাল ও রাতের দিকে কিছুটা শীত অনুভূত হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। তাহলে কি এবার বাংলা থেকে বিদায় নিচ্ছে শীত? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে।
আলিপুরের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিন দিনে রাজ্যের সর্বত্র দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তবে শীত আবার ফিরবে কি না, তার কোনও নিশ্চয়তা দেয়নি হাওয়া অফিস। তার সঙ্গে চলবে বৃষ্টি (Kolkata Rain)। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পূর্ব বাংলাদেশে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বঙ্গে আবহাওয়া বদলের সম্ভাবনা তৈরি হয়েছে।
মঙ্গলবার রাজ্যের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি (Kolkata Rain) হতে পারে। বৃষ্টি কমে গেলে আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে পুবালি হাওয়ার সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে হালকা বৃষ্টি হতে পারে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিনেও রাজ্যে তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের থাকবে না। তাপমাত্রা কমারও কোনও পূর্বাভাস নেই। নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা। আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়াই বদল আসতে পারে। রবিবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে একাধিক জেলা।
রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে।
Kolkata Weather : মাঘ শেষের আগেই রাজ্য থেকে বিদায় শীত! বাড়বে তাপমাত্রা
মাঘ মাস এখনও পর্যন্ত শেষ হয়নি। আর তার আগেই কলকাতা (Kolkata) থেকে উধাও শীত। তাহলে কি এবার পশ্চিমবঙ্গে শীতের বিদায় লগ্ন ঘনিয়ে এসেছে? আলিপুর আবহাওয়া দফতরের (Weather Department) তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা (South Bengal Weather) কমার কোনও সম্ভাবনা নেই। বরং বৃষ্টির (Kolkata Rain) সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। সোমবার কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
এরই মধ্যে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা (Fog)। দক্ষিণের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও (North Bengal Weather) আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়া, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এভাবেই শীত বিদায় নেবে রাজ্য থেকে। তবে তাপমাত্রা আর সেভাবে কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে রাজ্যের সর্বত্র দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বৃষ্টির কারণেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
দেশে ফের সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই সম্প্রতি বৃষ্টি হয়েছে দিল্লিতে। আর সেই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বৃষ্টি হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলায় শীতের দাপট অনেকটাই কমেছে। উত্তুরে হাওয়া এখন পথভ্রষ্ট। কনকনে শীতের সময়ও পশ্চিমী ঝঞ্ঝার জেরে বেশ কয়েকবার বৃষ্টির দেখা পাওয়া গিয়েছিল বঙ্গে। আর এর জেরে শীতের বিদায় লগ্নে আবারও বৃষ্টিতে ভিজবে দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলা। এই পরিস্থিতিতে তাপমাত্রা আরও বাড়বে রাজ্যে। তার সঙ্গে বাড়বে অস্বস্তিও। যার হাত থেকে এই মুহূর্তে আর কোনও রেহাই পাওয়া যাবে না।
Kolkata Weather : ঘন কুয়াশা কলকাতায়, শীতের শেষলগ্নে ফের বৃষ্টি তিলোত্তমায়
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে জাঁকিয়ে শীত কার্যত উধাও হয়ে গিয়েছে। সকালে ও রাতে ঠান্ডা অনুভূত হলেও, বেলা বাড়তেই উধাও হয়ে যাচ্ছে শীত। বাড়ছে গরম। বৃষ্টির দুর্যোগ কেটে গিয়েছে। মেঘের ঘনঘটাও কিছুটা কেটেছে। এখন থেকে কিছুদিন আকাশ পরিষ্কার থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত মনোরমই থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া। আজ সকালেও কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঠান্ডা অনুভূত হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এবার আবহাওয়ার উন্নতি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়ার উন্নতি হলেও, জাঁকিয়ে শীত ফেরার আর বিশেষ কোনও সম্ভাবনা নেই। ওঠানামা করবে তাপমাত্রার পারদ। এ বছর শীতকে বিদায় জানানোর পালা যে ঘনিয়ে এসেছে তা বোঝাই যাচ্ছে।
গত তিন দিন ধরে একেবারে স্যাঁতস্যাঁতে আবহাওয়া ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। রোদের দেখাই মেলেনি। বেলার দিকে কিছুক্ষণের জন্য রোদের দেখা পাওয়া গেলেও তা বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি। কার্যত রোদ ও মেঘের লুকোচুরি খেলা চলেছিল গত কয়েকদিন ধরে। এদিকে আজ সকাল থেকে বৃষ্টির দাপট কমলেও দেখা মেলে ঘন কুয়াশার। এর জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। কলকাতায় তার প্রভাব পড়ে বিমান চলাচলের উপর। সকাল ৬টার সময় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যায়। এর ফলে বিমান পরিষেবা ব্যাহত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কমতে শুরু করে। পরিষ্কার হয় আকাশ। রোদেরও দেখা মেলে।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়েছিল। তাই স্যাঁতস্যাঁতে একটা ভাব ছিল। এবার ধীরে ধীরে সেটা কেটে যাবে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। তখন কিছুটা হলেও পারদ নামবে। অর্থাৎ শেষের শীতটা উপভোগ করতে পারবেন শহরবাসী।
এদিকে এই বেশিদিন স্থায়ী হবে না। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গল ও বুধবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। হালকা বৃষ্টি হতে পারে। মূলত উপকূল ও সংলগ্ন এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।
Kolkata Weather : কনকনে ঠান্ডা কলকাতায়, ফের নামল তাপমাত্রা
কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা, জমজমাট ঠান্ডা রয়েছে উত্তর ও দক্ষিণ-দুই বঙ্গেই। সোমবার একধাক্কায় অনেকটাই নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এর আগে ১৩ জানুয়ারি ১২ ডিগ্রির সেলসিয়াসে নেমেছিল কলকাতার তাপমাত্রা।
শুধু কলকাতা নয়, রাজ্য জুড়েই কমেছে তাপমাত্রা। জেলাগুলিতে কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে সোমবার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টা একই রকম পরিস্থিতি থাকবে। মঙ্গলবারের পর থেকেই আবার আবহাওয়া পরিবর্তন হতে পারে বলা মনে করা হচ্ছে। ২৪ জানুয়ারি বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার সিকিমে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। আর তার প্রভাব পড়তে পারে দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায়।