Thursday, November 21, 2024

Logo
Loading...
upload upload upload

loksabha election 2024

Electoral Bonds Scheme : নির্বাচনী বন্ড কি বৈধ? রায় দেবে সুপ্রিম কোর্ট

নির্বাচনী বন্ড বা ইলেকটোরাল বন্ড (Electoral Bond) কি আদৌ বৈধ? আজ এই মামলার রায়দান করতে পারে সুপ্রিম কোর্ট (Supreme Court)। লোকসভা নির্বাচনের আগে শীর্ষ আদালতের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মামলাটি নিয়ে ইতিপূর্বে মামলাকারীরা দীর্ঘসূত্রিতার অভিযোগ তোলেন। অবশেষে বৃহস্পতিবার রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে।



নির্বাচনে কালো টাকা ঢালা রুখতেই ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার (Central Government) এই প্রকল্প এনেছিল। কিন্তু অস্বচ্ছতার অভিযোগ এনে তা চ্যালেঞ্জ করে বিরোধীরা। গত বছরই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় সংরক্ষিত রাখে। আজ সেই মামলারই রায়দান হতে পারে।



নির্বাচনী বন্ড কি?



কালো টাকার রমরমা রুখতেই নির্বাচনী বন্ড আনা হয়েছিল। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলিকে দেওয়া অনুদানের পদ্ধতিতে স্বচ্ছতার আনার জন্যই এই বন্ড তৈরি করা হয়েছিল। এই বন্ড হল রাজনৈতিক দলগুলিকে নির্বাচনের আগে আর্থিক অনুদান দেওয়ার একটি পদ্ধতি। ২০১৭ সালে অর্থবিলে একাধিক সংশোধন করা হয় এই নিয়ম চালুর জন্য। এর নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনও রাজনৈতিক দলকে আর্থিক অনুদান দিতে চাইলে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ইলেকটোরিয়াল বন্ড কিনে পছন্দের রাজনৈতিক দলকে দিতে পারেন। ১ হাজার, ১০ হাজার, ১ লক্ষ, ১০ লক্ষ এবং ১ কোটি টাকা মূল্যের বন্ড পাওয়া যায় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায়। অনুদানপ্রাপ্ত রাজনৈতিক দলগুলি ১৫ দিনের মধ্যে এসবিআই-র শাখায় গিয়ে বন্ড ভাঙিয়ে নগদ করতে পারে। কে অর্থ অনুদান দিচ্ছেন, তা গোপন রাখা হবে।



তবে এর কিছু শর্ত আছে। যেমন, যে রাজনৈতিক দল গত লোকসভা বা বিধানসভা নির্বাচনে কমপক্ষে এক শতাংশ ভোট পেয়েছে, তারাই এই প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান পেতে পারে। উল্লেখ্য, ২০১৮ সালের ২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের তরফে ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ড আনা হয়।


যদিও এই বন্ড নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছিল বিরোধীরা। বন্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে তারা। তাদের অভিযোগ, এই প্রক্রিয়াতে নির্বাচনে অস্বচ্ছতাই বাড়বে। বিশ্বের কোনও দেশেই এমন ব্যবস্থা নেই, যেখানে রাজনৈতিক দল বন্ড ভাঙিয়ে অর্থ সংগ্রহ করে। কোন কর্পোরেট সংস্থা কাকে ভোটে সাহায্য করছে, তার বিনিময়ে ক্ষমতাসীন দলের থেকে কী সুবিধা পাচ্ছে, সেই তথ্য জানারও উপায় নেই সাধারণ জনগণ বা ভোটারের। যেখানে শাসক দলের আর্থিক অনুদানের কোনও তথ্য থাকবে না, সেখানেই বিরোধী দলে কে কত অনুদান দিচ্ছেন, তা জানা সম্ভব। এই অভিযোগ নিয়েই মামলা দায়ের হয়।

Maitreyi Mukherjee | 11:33 AM, Thu Feb 15, 2024

Amit Shah : ফের বঙ্গে আসবেন অমিত শাহ, যাবেন মায়াপুরে 

লোকসভা নির্বাচনের আগে ফের বঙ্গে পা রাখতে চলেছেন শীর্ষ বিজেপি নেতৃত্ব। রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, ২৮ ফেব্রুয়ারি কলকাতায় পৌঁছনোর কথা তাঁর। পরদিনই তিনি যাবেন মায়াপুরের ইসকন মন্দিরে।


সূত্রে খবর, আগামী ২৮ ফেব্রুয়ারি রাতের দিকে কলকাতায় পৌঁছবেন অমিত শাহ। সেদিন রাতে কলকাতায় থাকবেন তিনি। তার পরের দিন যাবেন মায়াপুরে। সেখানে মন্দির দর্শন করবেন। এরপর রানাঘাট-সহ বেশ কয়েকটি লোকসভার নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তারপর কলকাতায় ফিরে দলীয় নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি। অবশ্য কলকাতায় তিনি কোনও সমাবেশ করবেন না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যই সমাবেশ করবেন না বলে জানা গিয়েছে। যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি নিয়ে কিছুই নিশ্চিত করেননি। তিনি জানান, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি নিয়ে এখনই কিছু জানা সম্ভব নয়। তবে ফেব্রুয়ারির শেষে তিনি বাংলায় থাকবেন বলেই কথা দিয়েছেন।”


এদিকে সম্প্রতি CAA নিয়ে আশ্বাস দেন শাহ। দিল্লিতে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগেই সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA লাগু হবে বলেই বড়সড় দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি সিএএ প্রসঙ্গে শাহ বলেন, "২০১৯ সালে এই আইন তৈরি হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগেই এই আইন কার্যকর করা হবে। শীঘ্রই এই সংক্রান্ত নিয়ম জারি করা হবে।"



উল্লেখ্য, ২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। ওই আইন অনুযায়ী, বাংলাদেশ (Bangladesh), পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত। সংসদের দু’কক্ষে পাশের পরে রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে। কিন্তু, এখনও পর্যন্ত এ সংক্রান্ত আইনের ধারা তৈরি হয়নি। সিএএ প্রসঙ্গে শাহ বলেন, "দেশের মুসলিম ভাইদের সিএএ নিয়ে ভুল বোঝানো হচ্ছে এবং উসকানো হচ্ছে। যাঁরা পাকিস্তান (Pakistan), আফগানিস্তান ও বাংলাদেশের নিপীড়নের শিকার হওয়ার পর ভারতে এসেছিলেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ তৈরি করা হয়েছে। কারও ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই আইন আনা হয়নি।"


এদিকে গত মাসেও কলকাতায় আসার কথা ছিল অমিত শাহের। বিহারের রাজনৈতিক অস্থিরতার কথা মাথায় রেখেই সফর বাতিল করেন তিনি। তবে বড় কোনও ঘটনা না ঘটলে চলতি মাসের শেষে তিনি বঙ্গ সফরে আসবেন তা এক প্রকার নিশ্চিত বলেই গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে। 

Maitreyi Mukherjee | 17:57 PM, Mon Feb 12, 2024

Loksabha Election 2024 : মার্চেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা!

সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার জন্য এখন থেকেই নিজেদের জমি শক্ত করতে মরিয়া রাজনৈতিক দলগুলি। তবে ভোটের দিনক্ষণ (Loksabha Election Date) এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। কিন্তু, তার আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বহু দলগুলি। মার্চেই লোকসভা ভোটের দিন ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। ১০ মার্চের মধ্যেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে আসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মার্চ মাসের প্রথম সপ্তাহেই আসছেন তাঁরা। আর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে।

২০১৯ সালে লোকসভা নির্বাচন শুরু হয়েছিল ১১ এপ্রিল। সাত দফায় ভোটগ্রহণ হয়েছিল। ১৯ মে ভোট প্রক্রিয়া শেষ হয়। ভোট গণনা হয়েছিল ২৩ মে। এরই মধ্যে একটি আনুমানিক দিন সামনে এসেছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)র তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১৬ এপ্রিল লোকসভা নির্বাচনের তারিখ ধরে প্রস্তুত থাকতে। তবে সেই দিনটি একেবারে নিশ্চিত নয়। সামনের মাসে দিন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও, নির্বাচনী ফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী বেশ কিছু রাজনৈতিক দল। কে কত আসনে জিতবে তা নিয়ে এখন থেকেই বিভিন্ন সভায় সুর চড়াতে শুরু করে দিয়েছেন অনেকেই। সেই তালিকা থেকে বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় এনডিএ কতগুলি আসনে জিতবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। এবারও দিল্লিতে এনডিএ-র জয় হবে বলে আশাবাদী মোদী। তবে শুধুমাত্র এই দাবি করেই তিনি থেমে থাকেননি। তার সঙ্গে সঙ্গে তাঁরা কতগুলি আসন পাবেন তাও জানিয়ে দিয়েছেন। তাঁর দাবি, শুধু ভারতীয় জনতা পার্টি এবার মোট ৩৭০টি আসনে জয়ী হবে। আর এনডিএ ৪০০-র বেশি আসন পাবে।

তবে এনডিএ শিবির লোকসভা নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী হলেও, টালমাটাল পরিস্থিতি বিরোধী শিবিরের। যত দিন যাচ্ছে ততই প্রকাশ্যে আসছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের ফাটল। আসন সমঝোতা নিয়ে শরিক দলগুলির মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে। তারই মধ্যে কংগ্রেসের সঙ্গে কখনও তৃণমূল, কখনও আপ তো কখনও সমাজবাদী পার্টির সংঘাত সামনে আসছে। তারই মধ্যে আবার ইন্ডিয়া জোট ছেড়ে ফের এনডিএ-তে যোগ দিয়ে বড় ধাক্কা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ফলে ভোটের আগে জোটের এই জট কাটে কিনা সেই প্রশ্নই এখন সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলের একাংশের মনে।

Maitreyi Mukherjee | 13:31 PM, Wed Feb 07, 2024

Mamata & Rajbanshi Vote | নজরে রাজবংশী ভোট! উত্তরবঙ্গে হারানো জমি ফিরে পেতে মরিয়া TMC?

সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে তৃণমূল কংগ্রেসের নজরে এবার উত্তরবঙ্গ। আর এই উত্তরবঙ্গেই এবার হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টায় ঘাসফুল শিবির। আর সেক্ষেত্রে তৃণমূলের কাছে এখন বড় ফ্যাক্টর হয়ে উঠেছে রাজবংশী ভোট। ইতিমধ্যেই রাজবংশী আবেগকে পাল্লা দিতে ময়দানে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি উত্তরবঙ্গের একাধিক এলাকায় জনসংযোগও সারেন। আসরে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। উত্তরবঙ্গ জুড়ে নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া এখন তৃণমূল!

Mayuri Datta | 17:41 PM, Tue Jan 30, 2024

Mamata Banerjee: লোকসভা ভোটের আগে ঘুঁটি সাজাচ্ছে শাসকদল, ৫ দিনের উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর

রবিবার থেকে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমহার কোচবিহারে প্রশাসনিক সভা করার কথা রয়েছে তাঁর। সেই সভা থেকে রাজবংশীদের জন্য বড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগে রাজবংশী ভোটব্যাংকে নজর মমতার। উত্তরবঙ্গের ৫ টি আসন যথাক্রমে কোচবিহার , জলপাইগুড়ি, আলিপুরদুয়ার , রায়গঞ্জ , বালুরঘাটে রাজবংশী ভোটব্যাংক একটা বড় ফ্যাক্টর।

লোকসভা ভোটের আগে গুরুত্বপূর্ণ হতে পারে ১৯২ টি স্কুলে রাজবংশী ভাষায় পড়ানোর অনুমোদন। প্রথম অবস্থায় প্যারা টিচারের মাধ্যমে স্কুলগুলিতে পঠনপাঠন হবে। পরবর্তীকালে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।

Mayuri Datta | 10:44 AM, Mon Jan 29, 2024
upload
upload