Thursday, November 21, 2024

Logo
Loading...
upload upload upload

loksabha election date

Loksabha Election 2024 : মার্চেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা!

সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার জন্য এখন থেকেই নিজেদের জমি শক্ত করতে মরিয়া রাজনৈতিক দলগুলি। তবে ভোটের দিনক্ষণ (Loksabha Election Date) এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। কিন্তু, তার আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বহু দলগুলি। মার্চেই লোকসভা ভোটের দিন ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। ১০ মার্চের মধ্যেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে আসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মার্চ মাসের প্রথম সপ্তাহেই আসছেন তাঁরা। আর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে।

২০১৯ সালে লোকসভা নির্বাচন শুরু হয়েছিল ১১ এপ্রিল। সাত দফায় ভোটগ্রহণ হয়েছিল। ১৯ মে ভোট প্রক্রিয়া শেষ হয়। ভোট গণনা হয়েছিল ২৩ মে। এরই মধ্যে একটি আনুমানিক দিন সামনে এসেছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)র তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১৬ এপ্রিল লোকসভা নির্বাচনের তারিখ ধরে প্রস্তুত থাকতে। তবে সেই দিনটি একেবারে নিশ্চিত নয়। সামনের মাসে দিন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও, নির্বাচনী ফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী বেশ কিছু রাজনৈতিক দল। কে কত আসনে জিতবে তা নিয়ে এখন থেকেই বিভিন্ন সভায় সুর চড়াতে শুরু করে দিয়েছেন অনেকেই। সেই তালিকা থেকে বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় এনডিএ কতগুলি আসনে জিতবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। এবারও দিল্লিতে এনডিএ-র জয় হবে বলে আশাবাদী মোদী। তবে শুধুমাত্র এই দাবি করেই তিনি থেমে থাকেননি। তার সঙ্গে সঙ্গে তাঁরা কতগুলি আসন পাবেন তাও জানিয়ে দিয়েছেন। তাঁর দাবি, শুধু ভারতীয় জনতা পার্টি এবার মোট ৩৭০টি আসনে জয়ী হবে। আর এনডিএ ৪০০-র বেশি আসন পাবে।

তবে এনডিএ শিবির লোকসভা নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী হলেও, টালমাটাল পরিস্থিতি বিরোধী শিবিরের। যত দিন যাচ্ছে ততই প্রকাশ্যে আসছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের ফাটল। আসন সমঝোতা নিয়ে শরিক দলগুলির মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে। তারই মধ্যে কংগ্রেসের সঙ্গে কখনও তৃণমূল, কখনও আপ তো কখনও সমাজবাদী পার্টির সংঘাত সামনে আসছে। তারই মধ্যে আবার ইন্ডিয়া জোট ছেড়ে ফের এনডিএ-তে যোগ দিয়ে বড় ধাক্কা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ফলে ভোটের আগে জোটের এই জট কাটে কিনা সেই প্রশ্নই এখন সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলের একাংশের মনে।

Maitreyi Mukherjee | 13:31 PM, Wed Feb 07, 2024
upload
upload