Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

loksava election

Locket Chatterjee : "টাকা দিয়ে মহিলাদের শাহজাহানদের ঘরে পাঠানো মানবে না বাংলা", বললেন লকেট


সামনেই ২০২৪ লোকসভা নির্বাচন। এই সময় জমি শক্ত করতে মরিয়া সব রাজনৈতিক দলই। আসন্ন নির্বাচনকে ঘিরে সবদলেরই প্রস্তুতি একেবারে তুঙ্গে। যদিও নির্বাচনের দিনক্ষণ এখনও স্থির হয়নি। তার আগেই মাঠে নামলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দেওয়াল লিখনের মাধ্যমে শুরু করলেন প্রচার। সোমবার ব্যান্ডেল কেওটা এলাকায় দলীয় প্রতীক এঁকে দেয়াল লিখন শুরু করেন সাংসদ নিজেই।



প্রচার প্রসঙ্গে লকেট বলেন, “দেশজুড়ে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির প্রচার শুরু হয়ে গিয়েছে। বিজেপি সভাপতি জে পি নাড্ডা থেকে রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার সবাই দেয়াল লিখন শুরু করেছেন অনেক আগেই। পাশাপাশি অনেক বিজেপি কর্মীরা নিজেদের মতো করে অঞ্চলে অঞ্চলে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন। শুধু তাই নয় সাংসদ, কাউন্সিলর সবাই দেওয়াল লিখন শুরু করেছেন।” তাঁদের দেওয়াল লিখনের মূল বার্তা হল, “ফের একবার মোদী সরকার”। তাঁদের দৃঢ় বিশ্বাস তৃতীয় বারের জন্য ৪০০ বেশি আসন পেয়ে ফের দিল্লির কুর্সি দখল করবেন নরেন্দ্র মোদী। বাংলা থেকে বিজেপিকে যে ৩৫ টি আসন তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে সেই লক্ষ্য পূরণের দিকেই বঙ্গ বিজেপি এগোচ্ছে বলেও জানিয়েছেন লকেট।



এদিকে আগুন জ্বলছে সন্দেশখালিতে। কিন্তু, তা নিয়ে কার্যন্ত মুখে কুলুপ এঁটেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েননি লকেট। তিনি বলেন, “মানুষের সেবা করতে এলে অনেক ত্যাগ করতে হয়, দলের ক্যাপ্টেন যেখানে ঠিক নয়, বাকিদের থেকে কি বা আশা করা যায়।” অন্যদিকে রাজ্যপালের সন্দেশখালি সফর নিয়ে বলেন, “তাঁর যাওয়াই উচিত। সন্দেশখালি ছোট পাকিস্তান বা ইরানে পরিণত হয়েছে। দিনের পর দিন যে অমানবিক অত্যাচার চলছে তা অসহনীয়। বিশেষত মহিলারা যে রাতের পর রাত অসম্মানের স্বীকার হয়েছেন তা ভাবনার বাইরে। যাতে আরও ১০টা সন্দেশখালি তৈরি না হয় তার জন্য মহিলাদেরই এগিয়ে আসতে হবে।” সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, "তিনি যদি ভাবেন ৫০০, ১০০০ দিয়ে মহিলাদের শেখ শাহজাহানদের মতো নেতাদের ঘরে পাঠিয়ে দেবেন, সেটা মেনে নেবে না বাংলা।”


গত কয়েক দিন ধরেই জ্বলছে সন্দেশখালি। উত্তেজনা থাকায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। যদিও সেই ধারা তুলে দেওয়ার দাবিতে সরব বিজেপি। মঙ্গলবার সেখানে এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে ঘেরুয়া শিবির। এই পরিস্থিতির মধ্যে আজ সন্দেশখালিতে যাওয়ার চেষ্টা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তাঁকে বাসন্দী হাইওয়েতে আটকে দেয় পুলিশ। এ প্রসঙ্গে লকেট বলেন, “তৃণমূল চায় না কোনও বিরোধী দল ওখানে যাক, গেলে আসল খবর বেরিয়ে আসবে তাই পুলিশ দিয়ে আটকে দিয়েছে।”

Bengal Hour Bureau | 17:02 PM, Mon Feb 12, 2024
upload
upload