Hemant Soren:হেমন্তের রাঁচির বাড়িতে ইডি, এলাকা ঘিরে কড়া নিরাপত্তা
Mayuri Datta | 15:20 PM, Wed Jan 31, 2024
Leopard: দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দী চিতাবাঘ
Mayuri Datta | 13:58 PM, Wed Jan 31, 2024
Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা
Mayuri Datta | 13:40 PM, Wed Jan 31, 2024
Bengali Cinema: ‘শাস্ত্রী’ সিনেমায় ফের দেখা যাবে মিঠুন- দেবশ্রী জুটি, দর্শকমহলে উন্মাদনা
Mayuri Datta | 12:48 PM, Wed Jan 31, 2024
PM on Budget: বাজেট অধিবেশনের শুরুতেই নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী
Mayuri Datta | 12:22 PM, Wed Jan 31, 2024
Kolkata Police : সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
Mayuri Datta | 11:43 AM, Wed Jan 31, 2024
Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন
Mayuri Datta | 10:36 AM, Wed Jan 31, 2024
Kashmir Snowfall: শ্বেতসুন্দরী কাশ্মীর, সাদা বরফের চাদরে পার্বত্য এলাকা
Mayuri Datta | 10:30 AM, Wed Jan 31, 2024
Kolkata high court: বিচারপতি দ্বন্দ্বের জের! প্রাথমিক মামলা সরানো হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে
Mayuri Datta | 17:50 PM, Tue Jan 30, 2024
Chandigarh Mayor Election: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী বিজেপি, ব্যর্থ 'ইন্ডিয়া' মঞ্চ!
Mayuri Datta | 17:39 PM, Tue Jan 30, 2024
Uttarakhand : উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন রাধা রাতুরি
Mayuri Datta | 17:14 PM, Tue Jan 30, 2024
Triveni Kumbh Mela 2023 : শর্তসাপেক্ষে সোমবার থেকে শুরু ত্রিবেণী কুম্ভমেলা
হুগলীর ত্রিবেণী কুম্ভমেলার খ্যাতি দেশজুড়ে। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই মেলা। শাহি স্নান ১৩ ফেব্রুয়ারি। তবে বিগত বছরের তুলনায় এবার মেলা বেশ ছোট করে করা হচ্ছে। সেই অনুযায়ী বুধবার ত্রিবেণীর কুম্ভমেলার মাঠে আয়োজন হয় যজ্ঞের। গত দু'বছর মাঘ সংক্রান্তিতে কুম্ভমেলা হয়েছিল ত্রিবেণীতে। এলাহাবাদে যেমন গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম আছে তেমনই ত্রিবেণীতেও আছে। সেই সঙ্গমস্থলে ৭০০ বছর আগে কুম্ভ হত বলে দাবী মেলা কমিটির। গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু সন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিত বলে জানান তাঁরা।
তবে এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য মেলা আয়জন করার সরকারি অনুমতি মেলেনি প্রশাসন তরফে। তারপর থেকেই এই নিয়ে চাপানউতোর শুরু হয়। অবশেষে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে কুম্ভমেলার। মেলা কমিটির নির্ধারিত দিনের বদলে তার থেকে এক দিন পরে শুরু হবে মেলা। এমনকী বদলে গিয়েছে মেলার স্থান। ব্যবহার করা যাবে না লাউড স্পিকার। ৩৬ ডেসিবেল শব্দ মাত্রা বেঁধে দেওয়া হয়েছে। ১১ তারিখ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা আসতে শুরু করলেও কুম্ভমেলার সব রীতি নীতি শুরু হবে মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার পরই।
পুণ্য স্নানের সময় বেলা ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত রাখা হয়েছে। তার মধ্যেই ভান্ডারার অনুষ্ঠানটিও করা হবে। এই বিষয়ে কুম্ভমেলা কমিটির মুখ্য সংগঠক সাধন মুখোপাধ্যায় বলেন, "প্রায় ৮ লক্ষ জন সমাগম হতে পারে। তবে আলাদা করে আর কোনও ব্যক্তিকে নিমন্ত্রণ করা হবে না। ডুমুরদা থেকে রাজাঘাট পর্যন্ত জায়গা নিয়ে মেলা অনুষ্ঠিত হতে চলেছে। এই বছর কুম্ভ মেলা তিন দিনের বদলে হবে দেড় দিনের। মাধ্যমিক পরীক্ষার জন্য শর্তসাপেক্ষে যা অনুমতি মিলেছে সেই নিয়েই হবে মেলা। ১১ তারিখের বদলে ১২তারিখ বিকেল থেকে শুরু হচ্ছে কুম্ভ। গত দুইবছরের তুলনায় এই বছর একটু ছোট করে মেলার আয়োজন করা হচ্ছে। ছোট করে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও থাকছে।"
বাঁশবেড়িয়া পুরসভার উপ-পুরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায় বলেন, "মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রথমে কুম্ভমেলা বন্ধের কথা বলেছিল প্রশাসন। কিন্তু, ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে মৌখিকভাবে ছোটো করে মেলা করার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি গতবছরের মতো শৌচালয় নিয়ে যাতে কোনও রকম অসুবিধে না হয় তার জন্য মেলা কর্তৃপক্ষ থেকে বায়ো টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। পুরসভা থেকে পরিচ্ছন্নতার বিষয়টা দেখতে বলা হয়েছে। পানীয় জল পুরসভা দেবে। কথা মেনে সবটা করলে পুরসভা সাহায্য করবে।"
২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। এর মাঝেই ঘটে গেল দুর্ঘটনা। পূর্ব বর্ধমান জেলার ভাতার হাইস্কুলের অর্জুন মাঝি নামে এক ছাত্রকে রবিবার রাতে একটি সাপ কামড়ায়। সেই সময় বাড়িতেই ছিল সে। এরপর পরিবারের সদস্যরা তাকে তড়িঘড়ি ভর্তি করে ভাতার ব্লক হাসপাতালে। তবে পরীক্ষার আগে এতবড় দুর্ঘটনা ঘটে গেলেও তার মনোবল একটু ভাঙেনি। হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল সে।
চিকিৎসার পর এখন কিছুটা সুস্থ অর্জুন। তার পরীক্ষা কেন্দ্র ছিল বড়বেলুন হাইস্কুলে। ওই স্কুলেরই শিক্ষক দেবাশিস চক্রবর্তীর তত্ত্বাবধানে হাসপাতালে পরীক্ষা দেয় ছাত্রটি। তিনি জানান, ছেলেটি এখন একটু ভালো আছে। তবে তাকে কবে ছাড়া হবে সেটা ডাক্তার জানাননি। ছাত্রের বাবা উৎপল মাঝি গর্বের সঙ্গে বলেন, “সাপে কামড়ানোর পর অনেকেই আধমরা হয়ে যায়। তবে আমার ছেলে নার্ভাস হয়নি, পরীক্ষা দেবে বলে ঠিক করেছিল সেটাই করছে”। তার সাহসের প্রশংসা করেছেন শিক্ষক থেকে স্থানীয়রা সবাই।
এদিন আরও একটি ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার জানাপুল হাইস্কুলে। পরীক্ষার হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এক মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর কিছু মুহূর্ত আগেই অসুস্থ হয়ে পড়ে সে। এরপর তড়িঘড়ি পরীক্ষা কেন্দ্র থেকে পুলিশের তৎপরতায় তাকে নিয়ে যাওয়া হয় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। তারপর কিছুটা সুস্থ হলে হাসপাতালেই ওই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করা হয়।
জানা গিয়েছে,গোবরডাঙার বেড়গুম হাইস্কুলের এই ছাত্রীর সিট পড়েছিল জানাপুল হাইস্কুলে। তার নাম পায়েল চৌধুরী। বাড়ি কৃষ্ণনগরে। হাসপাতাল সূত্রে খবর, অতিরিক্ত চিন্তা ও বদহজমের কারণে তার জ্ঞান হারিয়ে গিয়েছিল। যদিও এখন সে ভালো আছে।
এই বছর প্রায় ১০ লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। এবার পরীক্ষার সময়সূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে। সকাল ৯টা বেজে ৪৫ মিনিট থেকে শুরু হচ্ছে পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস রুখতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্নের পাশে থাকছে একটি করে QR কোড ,যদি কেউ প্রশ্নপত্রের ছবি তোলার চেষ্টা করে তাহলে সে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। তার পরীক্ষাও বাতিল করবে বলে জানিয়েছে পর্ষদ। এই বছর পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করতে হবে। সরকারি ও বেসরকারি বাস সংগঠনগুলো পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিশেষ বাস পরিষেবা চালু করেছে। বেশ কিছু জায়গায় পুলিশ, কিছু স্বেচ্ছাসেবী সংস্থার তরফে পরীক্ষার্থীদের উৎসাহ দিতে ফুল, পেন, বোর্ড ইত্যাদি দেওয়া হচ্ছে।
Madhyamik Exam 2024 : উত্তরপাড়ায় ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধৃত ছাত্র!
আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এ বছর প্রায় ১০ লক্ষের কাছাকাছি পড়ুয়া পরীক্ষা দিচ্ছে। এমনকী, প্রশ্নপত্র ফাঁস ও টুকলি রুখতে একাধিক পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু, এত কড়াকড়ির পরও পরীক্ষার প্রথম দিনেই ধরা পড়ল এক ছাত্র। ঘটনাটি উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের।
উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের এক ছাত্র আজ পরীক্ষা দিতে যায় ভদ্রকালী উচ্চবিদ্যালয় মঞ্চ নামে এক স্কুলে। অভিযোগ, সেখানেই অন্যের অ্যাডমিটের জেরক্স নিয়ে পরীক্ষা দিতে যায় সে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগেই ধরা পরে ছাত্রটি। জানা গিয়েছে, ওই ছাত্র দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় পাশ করেনি। যার ফলে সে অ্যাডমিট পায়নি। যদিও আজ মাধ্যমিক পরীক্ষা দিতে চলে যায় সে। পরীক্ষা কেন্দ্রে গিয়ে সে দেখায় রোল নম্বরের জায়গায় দাগ দেওয়া ছিল। এরপরই অ্যাডমিট চেক করতে গিয়ে বিষয়টি নজরে আসে পরীক্ষকদের। স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রের স্কুল অমরেন্দ্র বিদ্যাপীঠে খবর দেয়। পর্ষদের দায়িত্বে থাকা আধিকারীকদেরও জানানো হয় গোটা বিষয়টি। ভদ্রকালী স্কুলে এসে তাঁরা ছাত্রের সঙ্গে কথা বলেন। অ্যাডমিট কার্ডটি পরীক্ষা করে দেখেন তাঁরা। এরপরই কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রটিকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।
এই ঘটনা প্রসঙ্গে অমরেন্দ্র বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত রায় বলেন, "ওই ছাত্র স্কুলে অনিয়মিত ছিল। স্বাভাবিক ভাবেই ওর পরীক্ষা দেওয়ার কথা না। তাই ওকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।" হুগলি জেলা বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় ঘোষ বলেন, "ওই ছাত্র টেস্টে পাশ করেনি। তাই তার অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি।"
উল্লেখ্য, চলতি বছর পরীক্ষার সময়সূচিতে কিছু পরিবর্তন এনেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ১২টার পরিবর্তে পরীক্ষা শুরু হচ্ছে সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে। তার পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস ও টুকলি রুখতে একাধিক কড়া পদক্ষেপ করা হয়েছে পর্ষদের তরফে। প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্নের পাশে রয়েছে একটি করে QR কোড। যখন কেউ প্রশ্নপত্রের ছবি তোলার চেষ্টা করবে তা সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে ও তার পরীক্ষা বাতিল করা হবে। এছাড়াও পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক ছাত্র ছাত্রীদের শপথ বাক্য পাঠ করা হচ্ছে। কোনও পরীক্ষার্থী জলের বোতল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। কিন্তু, তারপরও নিয়মের তোয়াক্কা না করে অন্যের অ্যাডমিট নিয়ে সোজা পরীক্ষাকেন্দ্রে গিয়ে হাজির হয় অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের ওই ছাত্র।
Madhyamik Exam 2024 : এবার মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে বিশেষ পদক্ষেপ পর্ষদের
আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024)। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসছে প্রায় ৯ লক্ষ ২৩ হাজার ছাত্রছাত্রী। এ বছর প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে নতুন ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্রের মধ্যে থাকবে ‘ম্যাজিক নম্বর’ বা ইউনিক আইডি (Magic Number)। এই নম্বর প্রশ্নপত্রের প্রতিটি পাতায় লুকনো থাকবে। কেউ প্রশ্নপত্রের ছবি তুললে সেই ছবি থেকেই বোঝা যাবে কে সেই ছবিটি তুলেছে। ছবি তোলার পর কেউ যদি ধরা পড়ে, তাহলে এই বছরের জন্য ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়ে যাবে। এ বছর ২ হাজার ৬৭৫টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। পরীক্ষা শুরু হচ্ছে সকাল ৯ টা ৪৫ মিনিটে। শেষ হবে দুপুর ১টায়।
পরীক্ষা শুরু হওয়ার আগে শুক্রবার ভোর থেকেই রাজ্যজুড়ে পরীক্ষার্থীদের সুবিধার জন্য বাস ও মেট্রো পরিষেবা চালু করা হয়। এ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী। অন্যান্য বারের চেয়ে পরীক্ষার সময় এ বার অনেকটা কিছুটা এগিয়ে আনা হয়েছে। সেই কারণে বাস পরিষেবাও ভোরবেলা থেকে শুরু হয়ে যায়। পরীক্ষার্থীদের সুবিধার্থে অন্যান্য দিনের চেয়ে পরিমাণে অনেক বেশি বাস নামে রাস্তায়। কলকাতা শহরের পাশাপাশি জেলায় জেলায় ছবিটা একই রকম। শহর ও শহরতলীতে অন্যান্য দিন নির্দিষ্ট বাসস্ট্যান্ড থেকে ১০ মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে।
তবে শুক্রবার সকাল থেকে বাস চলেছে স্বল্প সময়ের ব্যবধানে। সরকারি এবং বেসরকারি বাস পরিষেবায় কোনও ভাড়া নেওয়া হচ্ছে না মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে। সরকারি বাসের ক্ষেত্রে আগেই এই ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল। এ বার বেসরকারি বাস সংগঠনও বিনামূল্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবার কথা জানিয়ে দিল।পাশাপাশি পরীক্ষার্থীদের সুবিধার্থে এগিয়ে এসেছে মেট্রোরেল ও ট্রেনও। অনেক শাখায় লোকাল ট্রেনের স্টপেজ বাড়ানো হয়েছে। বিশেষ পরিষেবা দিয়েছে মেট্রোও। এছাড়াও পরীক্ষা সংক্রান্ত যে কোনও জিজ্ঞাস্য জানার পাশাপাশি, যেকোনও সমস্যার কথাও জানানো যাবে বিশেষ কন্ট্রোলরুম (Madhyamik Control Room) নম্বরে। হেল্পলাইন (Helpline) নম্বরগুলি হল ০৩৩-২৩৫৯২২৭৭ এবং ০৩৩-২৩৫৯২২৭৮।
এছাড়াও পর্ষদের তরফে https://wbbse.wb.gov.in- এই লিঙ্কটি প্রকাশ করা হয়েছে। এখানে ক্লিক করলেই জেলা ভিত্তিক হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে। যে কোনও জেলার পরীক্ষার্থীরাই সেই নির্দিষ্ট নম্বরে ফোন করে পরীক্ষা সংক্রান্ত সংমস্যার কথা জানাতে পারবেন। ইমেল (e mail) মারফত যোগাযোগের জন্যও একটি পৃথক ইমেল আইডিও পর্ষদের তরফে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরাও কোনও সমস্যায় পড়লে এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করতে পারবেন।
উত্তরবঙ্গে বাড়ল মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর হার
শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা।বুধবার পর্ষদ সুত্রে জানা গেছে গত কয়েক বছরের তুলনায় এবছরে ছাত্রর থেকে ছাত্রী সংখ্যা তুলনামুলক ভাবে বৃদ্ধি পেয়েছে। এ বছর উত্তরবঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা বেড়েছে। বুধবার পর্ষদ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে নিয়মিত ও কম্পার্টমেন্টাল সব মিলিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী ১ লক্ষ ৮৮ হাজার ১৫১ জন। তার মধ্যে ৭৯ হাজার ৮৫ জন ছাত্র ও ছাত্রী সংখ্যা ১ লক্ষ ৯০৬৬ জন। এরমধ্যে নিয়মিত পরীক্ষার্থী মোট ১ লক্ষ ৭১ বাজার ৪৩০ জন। তার মধ্যে ছাত্রী ৯৫ হাজার ৯৩১ জন, ছাত্র ৭৫ হাজার ৪৯৯ জন। অর্থাৎ ছাত্রের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি। যদিও শেষ সময়ে অ্যাডমিট কার্ড না-পাওয়া কিছু ছাত্রছাত্রীর নাম সংযোজিত হচ্ছে।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এ বছর দার্জিলিং পাহাড়ে মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৮৮৭ জন, ছাত্রী ২১৬০ জন। শিলিগুড়ি শিক্ষা জেলায় ছাত্র ৫৪১৯ জন, ছাত্রী ৭৬১৮ জন। কালিম্পঙে পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৪৪০ জন, ছাত্রী ১৬৭৯ জন। জলপাইগুড়ি জেলায় ছাত্র ১০ হাজার ৬৫৪ জন, ছাত্রী ১৪ হাজার ৭৮৯ জন। উত্তর দিনাজপুরে ছাত্র ১১ হাজার ৭২৩ জন এবং ছাত্রী ২০ হাজার ৯৯৯ জন। দক্ষিণ দিনাজপুরে ৭১৬৯ জন ছাত্র এবং ছাত্রী ৮৯৫৭ জন। মালদহে ছাত্র ১৯ হাজার ৫৩৩ জন এবং ছাত্রী ২৫ হাজার ৬১৪ জন।আলিপুরদুয়ারে ছাত্র ৭১৮৯ জন, ছাত্রী ৯৩৬৭ জন এবং কোচবিহারে ১৪ হাজার ০৭১ জন ছাত্র এবং ছাত্রী ১৭ হাজার ৮৮৩ জন। অর্থাৎ সব জেলাতেই মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীদের সংখ্যাই বেশি।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের আটটি জেলায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৬৭৩টি। প্রশ্নপত্র বিলি করা হবে ৭৮টি কেন্দ্র থেকে। সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে। বেলা ৯টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু। তার আগে সাড়ে ৮টা থেকে কেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। কেন্দ্রে ৮টা থেকেই শিক্ষক, কর্মীদের পৌঁছতে বলা হয়েছে। আগের মতোই পরীক্ষা কেন্দ্রগুলোর চার পাশে অন্তত ১০০ মিটারের মধ্যে কোনও প্রতিলিপি করার দোকান খোলা রাখা যাবে না। কোনও ‘স্পর্শকাতর’ কেন্দ্র রাখা হচ্ছে না। তবে সব কেন্দ্রেই ক্লোজ়ড সার্কিট ক্যামেরা থাকছে। পরীক্ষার তিন দিন আগে থেকে অর্থাৎ বুধবার থেকেই মাইক বাজিয়ে সভা সমাবেশ করা বন্ধ রাখতে বলা হয়েছে। পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল বা কোনও ‘ইলেকট্রনিক’ সরঞ্জাম থাকবে না।এ ছাড়াও, বনাঞ্চলের মধ্যে দিয়ে দুর্গম পথে বা প্রত্যন্ত এলাকায় পড়ুয়াদের নিরাপদে কেন্দ্রে পৌঁছে দিতে এবং পরীক্ষার পর ফিরিয়ে আনতে প্রশাসনের তরফে বাস বা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পরিবহণ দফতর থেকেও বেশ কিছু রুটে বাস চালানোর ব্যবস্থা করা হয়েছে।
Madhyamik 2024: মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ জলের বোতল, নতুন নিয়ম মেনে চলতে হবে পরীক্ষার্থীদের
২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা। সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করতে তৎপর মধ্যশিক্ষা পর্ষদ। প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কড়া নিয়ম মেনে চলতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষাকেন্দ্রে বেশকিছু সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে। এমনকি পরীক্ষাকেন্দ্রে পড়ুয়ারা নিয়ে যেতে পারবেন না জলের বোতলও। মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) অনুযায়ী, বই, নোটস, বা অন্য কোন পড়ার সামগ্রী, ফাইল, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, পেন ড্রাইভ, লগ টেবিল, বৈদ্যুতিন পেন/স্ক্যানার, কার্ডবোর্ড, জলের বোতল, মোবাইল ফোন, ব্লুটুথ যন্ত্র, কিন্ডেল রিডার, ইয়ারফোন/বাডস, ট্যাব, পেজার্স, ক্যামেরা, ওয়ালেট ইত্যাদি সামগ্রী নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
জলের বোতল নিয়ে যেহেতু পরীক্ষার্থীরা প্রবেশ করতে পারবে না সেক্ষেত্রে প্রতিটি ঘরে পরীক্ষার্থীদের জন্য থাকবে পানীয় জলের ব্যবস্থা। প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক। সকাল ৯টা ৪৫ থেকে শুরু, চলবে দুপুর ১টা পর্যন্ত। সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে। সকাল ৯টা ৪৫-এ পরীক্ষার্থীদের প্রশ্ন বিতরণ করা হবে। ৯টা ৫৫-য় বিতরণ হবে উত্তরপত্র। ১০টা থেকে লেখা শুরু হবে।
Kolkata high court: মাধ্যমিকের সময়সীমা বদলের আর্জি জানিয়ে আদালতে মামলা দায়ের
গত ১৮ জানুয়ারি পর্ষদের তরফে মাধ্যমিকের নতুন সময়সূচী প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, ১২ টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে ৯ টা ৪৫ মিনিটে। এবার মাধ্যমিকের সময়সূচী বদলের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হল। মামলাকারীর দাবি, হঠাৎ সময় এগিয়ে আনায় অসুবিধায় পরবেন অনেক পরীক্ষার্থী। এই নিয়ে দ্রুত শুনানির আবেদন করা হয়। এর আগে মাধ্যমিক পরীক্ষা সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, নয়া নির্দেশ অনুযায়ী এই বছর মাধ্যমিক শুরু হতে চলেছে ৯টা ৪৫ মিনিট নাগাদ। এর আগে বিভিন্ন সংগঠন এই সিদ্ধান্ত প্রসঙ্গে সরব হয়।
BOARD EXAM TIME : এগিয়ে এল মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়, কখন থেকে পরীক্ষা শুরু জেনে নিন
২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনা হচ্ছে। কেন সেই সিদ্ধান্ত নেওয়া হল, তা অবশ্য জানা যায়নি।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে। এতদিন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা শুরু হত সকাল ১১টা ৪৫ মিনিটে, শেষ হত দুপুর ৩টেয়। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ে দেখার জন্য সময় দেওয়া হয় পড়ুয়াদের। এবার পরীক্ষা শুরু হবে ৯ টা ৪৫ মিনিটে, শেষ হবে দুপুর ১টায়।
২ ফেব্রুয়ারি প্রথম ভাষা, ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ৫ ফেব্রুয়ারি ইতিহাস, ৬ ফেব্রুয়ারি ভূগোল, ৮ ফেব্রুয়ারি অঙ্ক, ৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, ১০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান ও ১২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
পাশাপাশি , উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তিতে জারি করে জানানো হয়েছে, এবার সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে বেলা ১ টা পর্যন্ত।