Hemant Soren:হেমন্তের রাঁচির বাড়িতে ইডি, এলাকা ঘিরে কড়া নিরাপত্তা
Mayuri Datta | 15:20 PM, Wed Jan 31, 2024
Leopard: দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দী চিতাবাঘ
Mayuri Datta | 13:58 PM, Wed Jan 31, 2024
Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা
Mayuri Datta | 13:40 PM, Wed Jan 31, 2024
Bengali Cinema: ‘শাস্ত্রী’ সিনেমায় ফের দেখা যাবে মিঠুন- দেবশ্রী জুটি, দর্শকমহলে উন্মাদনা
Mayuri Datta | 12:48 PM, Wed Jan 31, 2024
PM on Budget: বাজেট অধিবেশনের শুরুতেই নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী
Mayuri Datta | 12:22 PM, Wed Jan 31, 2024
Kolkata Police : সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
Mayuri Datta | 11:43 AM, Wed Jan 31, 2024
Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন
Mayuri Datta | 10:36 AM, Wed Jan 31, 2024
Kashmir Snowfall: শ্বেতসুন্দরী কাশ্মীর, সাদা বরফের চাদরে পার্বত্য এলাকা
Mayuri Datta | 10:30 AM, Wed Jan 31, 2024
Kolkata high court: বিচারপতি দ্বন্দ্বের জের! প্রাথমিক মামলা সরানো হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে
Mayuri Datta | 17:50 PM, Tue Jan 30, 2024
Chandigarh Mayor Election: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী বিজেপি, ব্যর্থ 'ইন্ডিয়া' মঞ্চ!
Mayuri Datta | 17:39 PM, Tue Jan 30, 2024
Uttarakhand : উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন রাধা রাতুরি
Mayuri Datta | 17:14 PM, Tue Jan 30, 2024
Madhyamik 2024: মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ জলের বোতল, নতুন নিয়ম মেনে চলতে হবে পরীক্ষার্থীদের
২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা। সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করতে তৎপর মধ্যশিক্ষা পর্ষদ। প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কড়া নিয়ম মেনে চলতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষাকেন্দ্রে বেশকিছু সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে। এমনকি পরীক্ষাকেন্দ্রে পড়ুয়ারা নিয়ে যেতে পারবেন না জলের বোতলও। মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) অনুযায়ী, বই, নোটস, বা অন্য কোন পড়ার সামগ্রী, ফাইল, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, পেন ড্রাইভ, লগ টেবিল, বৈদ্যুতিন পেন/স্ক্যানার, কার্ডবোর্ড, জলের বোতল, মোবাইল ফোন, ব্লুটুথ যন্ত্র, কিন্ডেল রিডার, ইয়ারফোন/বাডস, ট্যাব, পেজার্স, ক্যামেরা, ওয়ালেট ইত্যাদি সামগ্রী নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
জলের বোতল নিয়ে যেহেতু পরীক্ষার্থীরা প্রবেশ করতে পারবে না সেক্ষেত্রে প্রতিটি ঘরে পরীক্ষার্থীদের জন্য থাকবে পানীয় জলের ব্যবস্থা। প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক। সকাল ৯টা ৪৫ থেকে শুরু, চলবে দুপুর ১টা পর্যন্ত। সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে। সকাল ৯টা ৪৫-এ পরীক্ষার্থীদের প্রশ্ন বিতরণ করা হবে। ৯টা ৫৫-য় বিতরণ হবে উত্তরপত্র। ১০টা থেকে লেখা শুরু হবে।
Kolkata high court: মাধ্যমিকের সময়সীমা বদলের আর্জি জানিয়ে আদালতে মামলা দায়ের
গত ১৮ জানুয়ারি পর্ষদের তরফে মাধ্যমিকের নতুন সময়সূচী প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, ১২ টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে ৯ টা ৪৫ মিনিটে। এবার মাধ্যমিকের সময়সূচী বদলের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হল। মামলাকারীর দাবি, হঠাৎ সময় এগিয়ে আনায় অসুবিধায় পরবেন অনেক পরীক্ষার্থী। এই নিয়ে দ্রুত শুনানির আবেদন করা হয়। এর আগে মাধ্যমিক পরীক্ষা সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, নয়া নির্দেশ অনুযায়ী এই বছর মাধ্যমিক শুরু হতে চলেছে ৯টা ৪৫ মিনিট নাগাদ। এর আগে বিভিন্ন সংগঠন এই সিদ্ধান্ত প্রসঙ্গে সরব হয়।
BOARD EXAM TIME : এগিয়ে এল মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়, কখন থেকে পরীক্ষা শুরু জেনে নিন
২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনা হচ্ছে। কেন সেই সিদ্ধান্ত নেওয়া হল, তা অবশ্য জানা যায়নি।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে। এতদিন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা শুরু হত সকাল ১১টা ৪৫ মিনিটে, শেষ হত দুপুর ৩টেয়। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ে দেখার জন্য সময় দেওয়া হয় পড়ুয়াদের। এবার পরীক্ষা শুরু হবে ৯ টা ৪৫ মিনিটে, শেষ হবে দুপুর ১টায়।
২ ফেব্রুয়ারি প্রথম ভাষা, ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ৫ ফেব্রুয়ারি ইতিহাস, ৬ ফেব্রুয়ারি ভূগোল, ৮ ফেব্রুয়ারি অঙ্ক, ৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, ১০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান ও ১২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
পাশাপাশি , উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তিতে জারি করে জানানো হয়েছে, এবার সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে বেলা ১ টা পর্যন্ত।