Thursday, November 21, 2024

Logo
Loading...
upload upload upload

mahua moitra

Cash for Queries Case : ঘুষের বদলে প্রশ্ন মামলায় এবার আইনজীবী জয় দেহাদ্রাইকে তলব CBI-এর

মহুয়া মৈত্রর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্যর আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইকে তলব করল সিবিআই। গত মাসে, ‘ঘুষের বদলে প্রশ্ন’ করার অভিযোগে এথিক্স কমিটির তদন্ত রিপোর্ট জমা পড়ার পর, লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল মহুয়া মৈত্রকে। তাঁর বিরুদ্ধে শিল্পপতি দর্শন হিরানন্দানির কাছ থেকে নগদ অর্থ এবং দামী উপহার সামগ্রী ঘুষ হিসেবে নিয়ে, সংসদে গৌতম আদানি এবং মোদী সরকারের বিরুদ্ধে প্রশ্ন করা অভিযোগ করেছিলেন বিজেপি সংসদ নিশিকান্ত দাস। জয় অনন্ত দেহদ্রাই তাঁকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠির ভিত্তিতেই এই অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ। ‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ মামলাতেই দেহাদ্রাইকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মনে করা হচ্ছে।


Maitreyi Mukherjee | 16:10 PM, Tue Jan 23, 2024

Mahua Moitra : মহুয়াকে বাংলো থেকে উচ্ছেদ করতে দল পাঠাল কেন্দ্র

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে উচ্ছেদ করতে দিল্লির বাংলোতে দল পাঠাল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সকালেই তাঁর বাংলোয় এসে পৌঁছয় কেন্দ্রীয় সরকারের একটি দল। ডিরেক্টরেট অব এস্টেটের পাঠানো নোটিসে, কড়া ভাষায় জানানো হয়েছিল, মহুয়া মৈত্র যদি নিজে থেকে বাংলো খালি করে না দেন, তাহলে তাঁকে ওই প্রাঙ্গণ থেকে উচ্ছেদ করা হবে। প্রয়োজনে বল প্রয়োগ করা হবে বলেও জানানো হয়। তবে মহুয়ার আইনজীবী জানিয়েছেন, কেন্দ্রীয় দল পৌঁছনোর আগেই বাংলো খালি করে দিয়েছেন তাঁর মক্কেল। শুক্রবার সকাল ১০টা নাগাদ বাংলো খালি করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলো ছাড়ার নির্দেশে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন মহুয়া। কিন্তু, বৃহস্পতিবারই তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছিল আদালত।

Mayuri Datta | 13:06 PM, Fri Jan 19, 2024

Mahua Moitra : ফের মহুয়াকে বাংলো ছাড়ার নোটিস, এবার কি জোর করে উৎখাত?

শোকজ পাঠানোর পরেও সরকারি বাংলো খালি করেননি বহিস্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার তাঁকে বাংলো খালি করতে বলল কেন্দ্রের ডাইরেক্টরেট অফ এস্টেটস। মঙ্গলবার ডিওই-এর তরফে মহুয়াকে নোটিস পাঠানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, বাংলো খালি করতে প্রয়োজনে বলপ্রয়োগের রাস্তাতেও হাঁটা হতে পারে। তাহলে কি এবার জোর করেই তাঁকে বাংলো খালি করানো হবে? উঠছে প্রশ্ন। ৮ ডিসেম্বর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়। ৭ জানুয়ারির মধ্যে তাঁকে দিল্লিতে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছিল। যদিও মহুয়া তা করেননি। তারপর আদালতের দ্বারস্থ হন মহুয়া। কিন্তু, আদালত তাঁকে ডিওই-র কাছে আবেদনের নির্দেশ দেয়। এরপরই মহুয়াকে নোটিস পাঠায় ডিওই।

Mayuri Datta | 14:18 PM, Wed Jan 17, 2024
upload
upload