Wednesday, February 05, 2025

Logo
Loading...
upload upload upload

malay adhya

Malay Adhya Under ED Scanner : হাজিরা এড়ালেই মলয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত

ফের ইডি-র তলব মলয় আঢ্যকে। বনগাঁর তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর ভাই মলয়। এর আগে তাঁকে তিনবার তলব করেও সাড়া মেলেনি। মঙ্গলবার তাঁকে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। শঙ্কর আঢ্যর ‘অঞ্জলি আইসক্রিম’ সংস্থায় ডিরেক্টর মলয় আঢ্য। পাশাপাশি আরও এক সংস্থার ডিরেক্টর। দুই সংস্থার দফতরে তল্লাশি চালিয়েছে ইডি। মলয়ের সঙ্গে কথা বলতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

৬ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শঙ্কর আঢ্য গ্রেফতার হয়েছেন। তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে খবর। এবার তদন্তকারীদের নজরে শঙ্করের ভাই মলয়। চতুর্থবারের হাজিরা এড়ালে মলয়ের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করতে পারে বলে ইডি সূত্রে খবর। শঙ্করের পরিবারের একাধিক সদস্যই ইডির স্ক্যানারে। এর আগে শঙ্কর আঢ্যর মেয়েকে ডেকেছিল ইডি। মেয়ে ঋতুপর্ণা আঢ্য প্রায় ৬ ঘণ্টা ইডির সওয়ালের মুখে পড়েন। তাঁর থেকে ইডি কী কী জানতে চেয়েছিল তা নিয়ে প্রশ্ন করা হলে ঋতুপর্ণা বলেছিলেন, আপাতত কিছুই বলতে পারবেন না।

Maitreyi Mukherjee | 22:03 PM, Tue Jan 23, 2024

Malay Adhya ED : ফের মলয়কে তলব ইডির, হাজিরা এড়ালে হতে পারেন গ্রেফতার!

আবারও তলব মলয় আঢ্যকে। বনগাঁর তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর ভাই মলয়। এর আগে তাঁকে তিনবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু সাড়া মেলেনি। ফের আজ তাঁকে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। শঙ্কর আঢ্যর আইসক্রিম ব্যবসা ‘অঞ্জলি আইসক্রিম’ সংস্থাতে ডিরেক্টর মলয় আঢ্য। আরও এক সংস্থার ডিরেক্টর মলয়। দুই সংস্থার দফতরে তল্লাশি চালায় ইডি। মলয়ের সঙ্গে কথা বলতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত ৬ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শঙ্কর আঢ্য গ্রেফতার হয়েছেন। শঙ্কর জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ বলে ইডি সূত্রে খবর। এবার তদন্তকারীদের নজরে শঙ্করের ভাই। চতুর্থবারের হাজিরা এড়ালে কড়া আইনি পদক্ষেপ করতে পারে ইডি।

Maitreyi Mukherjee | 17:20 PM, Tue Jan 23, 2024
upload
upload