Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

mri

Sandeshkhali incident: সন্দেশখালিকাণ্ডে বিস্ফোরক স্মৃতি ইরানি


বিগত কদিন ধরে উত্তাল সন্দেশখালি। ইতিমধ্যে সেখানে জারি হয়েছে ১৪৪ ধারা। বঙ্গের রাজনীতিতে তার আঁচ পড়েছে যথেষ্ট।আজ সকালে গোটা পরিস্থিতির হাল হকিকত খতিয়ে দেখতে জান স্বয়ং রাজ্যপাল সি ভি আনন্দ বোস।এরমাঝেই সোমবার সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেখনানেই “বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের গুন্ডারা হিন্দু পরিবারের অল্পবয়সী মেয়েদের ধর্ষণ করছে' বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি।


স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগের ঘটনা সামনে আসায় নিন্দার ঝড়ের মুখে পড়েছে রাজ্য। অভিযোগের তীর তৃণমূল জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহান ও তাঁর শাগরেদ বিরুদ্ধে। রেশন দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে খুঁজছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও।


সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একজন মহিলা অভিযোগ করেছেন তাঁদের রাতে তৃণমূলের অফিসে টেনে নিয়ে যায় শাহজাহানবাহিনী তারপর সারারাত চলে যৌন নির্যাতন। সেই ভিডিও এর সূত্র ধরে বিজেপি নেত্রী বলেন,"অল্প বয়সী হিন্দু বিবাহিত মহিলাদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে”।

এদিন স্মৃতি কটাক্ষর সুরে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এখন তার দলের ছেলেদের হিন্দু বিবাহিত নারীদের তুলে নিয়ে গিয়ে টিএমসি অফিসে রাতের পর রাত ধর্ষণের অনুমতি দিচ্ছেন” নাগরিক হিসেবে আমরা কি নীরব দর্শক হয়ে থাকতে পারি?



গত কয়েকদিন ধরে, সন্দেশখালীতে বিপুল সংখ্যক নারী লাঠি ও ঝাড়ু হাতে বিক্ষোভ দেখাচ্ছেন, অভিযোগ করেছেন যে শেখ শাহজাহান ও তার "দল" জোরপূর্বক জমি দখল করেছে, এবং তাদের যৌন শোষণ করেছে। গত মাসে রেশন কেলেঙ্কারির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল তার বাড়িতে অভিযান চালাতে যাওয়ার পর থেকে পলাতক  শাহজাহান। সেদিন ইডির ওপর হামলা চালায় তাঁর বাহিনী। এমনকি ১০০ দিনের টাকা, আবাস যোজনার টাকা পেত না বলে অভিযোগ করেন তাঁরা। ভয়ে কিছু বলতে পারতেন না তাঁরা,  মুখ খুলতে গেলে মিলত প্রাননাশের হুমকি। এখনও অধরা শাহজাহান যদিও গ্রামবাসীদের দাবি, গ্রামেই আছে শাহজাহান।  


আজ সকালে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং দলের অন্যান্য বিধায়কদের নিয়ে সন্দেশখালিতে ঢুকতে গেলে পুলিশ তাঁদের আটকে দেয়।



রাজ্জ্যপাল আজ সন্দেশখালি পরিদর্শনে যান। গ্রামবাসীদের অভিযোগ শোনেন এবং আশ্বাস দেন তাঁর ক্ষমতা অনুযায়ী তিনি যতটা সম্ভব সাহায্য করবেন।


রাজ্যপালের সফরকে স্বাগত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিকদের বলেছেন যে, "হিংসায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।রাজ্য মহিলা কমিশনও এলাকা পরিদর্শন করেছে এবং মানুষের সঙ্গে কথা বলেছে”।





Bengal Hour Bureau | 22:07 PM, Mon Feb 12, 2024

Mithun Chakraborty : শুটিং চলাকালীন অসুস্থ মিঠুন, ভর্তি কলকাতার হাসপাতালে

শুটিং করছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। কিন্তু, আচমকা তাঁর বুকে ব্যথা শুরু হয়। শনিবার সকাল ১০টা নাগাদ অসুস্থ বোধ করেন তিনি। সূত্রের খবর, প্রাথমিক ভাবে অভিনেতার এমআরআই (MRI) করা হয়েছে। জানা গিয়েছে, শুটিং ফ্লোরেই তাঁর একটি স্ট্রোক হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সবরকম শারীরিক পরীক্ষা করা হচ্ছে।


অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবির শুটিং করছিলেন মিঠুন। শুটিং (Bengali Cinema) চলাকালীনই তিনি অসুস্থ বোধ করেন। এক মুহূর্তও দেরি না করেই তাঁকে নিয়ে হাসপাতালে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গত বছর পুজোয় (Durga Puja) তাঁর ছবি ‘কাবুলিওয়ালা’ মুক্তি পেয়েছে। সেই ছবি প্রশংসা কুড়োয় দর্শক মহলে। এ বার সদ্য নতুন একটি ছবির (Bengali Cinema Shooting) কাজে হাত দিয়েছেন। তার মধ্যেই ঘটে গেল এই বিপত্তি।


হাসপাতাল সূত্রে খবর, ৭৩ বছরের অভিনেতার এমআরআই করা হচ্ছে। আরও বেশ কিছু পরীক্ষা করা হচ্ছে। তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। সেই টিমে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সব পরীক্ষার রিপোর্ট দেখে তবেই পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।


জানা গিয়েছে, এদিন মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। এই ছবিতে মিঠুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দেবশ্রী রায় (Deboshree Roy) ও সোহম। এই ছবির মাধ্যমে প্রায় ১৬ বছর পর ফের পর্দায় ফিরছেন মিঠুন ও দেবশ্রী জুটি। এই ছবির মূল আকর্ষণ তাঁরাই। এছাড়াও ছবিতে রয়েছেন টলিপাড়ার একঝাঁপ তারকা। সৌরসেনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য। দেবারতি মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি এই ছবিতে জ্যোতিষচর্চা এবং বিজ্ঞানের দ্বৈরথকে তুলে ধরা হবে। চলতি বছর পুজোয় মুক্তি পাওয়ার কথা পথিকৃৎ বসু পরিচালিত ‘শাস্ত্রী’।


তবে শুধুমাত্র অভিনয় নয়, তার পাশাপাশি গত কয়েক বছর ধরে সক্রিয় রাজনীতিতেও দেখা যাচ্ছে তাঁকে। বিজেপির সঙ্গে যুক্ত তিনি। বিজেপির হয়ে প্রচার করতেও দেখা গিয়েছে তাঁকে। বিজেপির বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচন থেকেই বিজেপির হয়ে প্রচারে নামতে দেখা গিয়েছে তাঁকে। 

Maitreyi Mukherjee | 13:44 PM, Sat Feb 10, 2024
upload
upload