Friday, May 17, 2024

Logo
Loading...
upload upload upload

nirmala sitharaman

Budget 2024 : অন্তর্বর্তী বাজেট পেশ অর্থমন্ত্রীর, জোর মহিলাদের ক্ষমতায়নে

আজ অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশে আয়কর কাঠামোয় কোনও বদল হল না দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটে। গত পাঁচ বছরে সরকারের আয়ের ক্ষতিয়ানও তুলে ধরেন অর্থমন্ত্রী। এছাড়াও অর্থমন্ত্রী জানান, মহিলাদের কর্মসংস্থান বেড়েছে। লাখপতি দিদি প্রকল্পের মাধ্যমে মহিলাদের আয় বেড়েছে। ৮৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। ৯ কোটি মহিলাদের আর্থিক স্বনির্ভরতা এসেছে। প্রযুক্তিগত প্রকল্প উৎপাদনশীলতার জন্য ভালো। আবাস যোজনায় ৩ কোটি বাড়ি হয়েছে। জিএসটির মাধ্যমে এক দেশ এক কর ব্যবস্থা চালু হয়েছে। ফলে দেশের আয় বেড়েছে।

প্রসঙ্গত অর্থমন্ত্রী তাঁর ভাষণে জানান, ভারত প্রতিরক্ষা ব্যবস্থায় আমদানিকারী দেশের তকমা মুছে ফেলতে বদ্ধপরিকর। তাঁর বিশ্বাস, আগামী ৫ বছর হবে অভূতপূর্ব উন্নয়নের বছর। আত্মবিশ্বাসের সঙ্গে অর্থমন্ত্রী বলেন, "সরকার জিডিপি গভর্নেন্স, ডেভেলপমেন্ট এবং পারফরম্যান্সের দিকে সমানভাবে মনোযোগী। অর্থনীতি ভালোই চলছে। মুদ্রাস্ফীতি মাঝারি। দরিদ্র, মহিলা, যুবসমাজ ও অন্নদাতার চাহিদা এবং আকাঙ্খাও সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের দেশের উচ্চ আকাঙ্খা রয়েছে, বর্তমান নিয়ে গর্ব রয়েছে এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশা ও আস্থা রয়েছে। আমরা আশা করছি, আমাদের সরকারের দুর্দান্ত কাজের সুবাদে, আমাদের সরকার জনগণের দ্বারা আবারও আশীর্বাদিত হবে।"

তিনি আরও বলেন, "ভারতীয় অর্থনীতি গত ১০ বছরে ইতিবাচক পরিবর্তনের সাক্ষী হয়েছে, দেশের জনগণ আশা ও আকাঙ্খা নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। জনগণের আশীর্বাদে, যখন আমাদের সরকার - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে - ২০১৪ সালে দায়িত্ব গ্রহণ করেছিল, তখন দেশ সবকা সাথ, সবকা বিকাশ-এর মন্ত্র হিসাবে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। সরকার সঠিক প্রচেষ্টায় সেই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠেছে।"

বক্তৃতা থেকে সরকারের দাবি দুগ্ধজাত পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য ব্যবস্থা কড়া হয়েছে। তবে ভারতের দুধের উৎপাদনশীলতা কম। পাউডার দুধ আমদানি করে তা প্যাকেজাত করে বিক্রি হয় বেশিরভাগ ক্ষেত্রে। সেই জায়গা থকে বেরিয়ে আসতে হবে দেশকে। ফলে গো পালন বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছে সরকার। দেশে কয়েকবছরে মৎস্য উৎপাদন বেড়েছে। যার নেপথ্যে মৎস্য সম্পদা যোজনা। মৎস্য উৎপাদন ক্ষেত্রে এক লক্ষ কোটি টাকার রফতানি হবে বলে আশা করছে সরকার। আগামী দিনে আরও দুই কোটি বাড়ি তৈরির ভাবনা রয়েছে সরকারের। দুষণ মুক্ত শক্তির ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ যেহেতু ফিস্কাল ডেফিসিট ৫ শতাংশের বেশি। ফলে দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

Maitreyi Mukherjee | 15:38 PM, Thu Feb 01, 2024

Parliament : বাজেট অধিবেশনের আগে ১১ সাংসদের সাসপেনশন প্রত্যাহার

বাজেট অধিবেশনের আগে রাজ্যসভার ১১ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করলেন চেয়ারম্যান জগদীপ ধনখড় । আজ, সংসদে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর ভাষণে থাকার অনুমতি পায় ওই ১১ জন সাংসদ। সাংসদদের সাসপেনশন প্রত্যাহারের জন্য রাজ্যসভার রুলের ২০২ নম্বর এবং ২৬৬ নম্বর ধারা প্রয়োগ করেন ধনখড়।

সংসদের শীতকালীন অধিবেশনে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর ‘অপরাধে’ সংসদের দুই কক্ষের মোট ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। তাঁদের মধ্যেই রয়েছেন এই ১১ সাংসদ। অধ্যক্ষ ধনখড় সংবিধানে উল্লিখিত সংসদ পরিচালনা বিধির ২০২ এবং ২৬৬ ধারায় তাঁর বিশেষ ক্ষমতা ব্যবহার করে ওই ১১ রাজ্যসভা সাংসদকে আসন্ন বাজেট অধিবেশনে যোগদানের অধিকার ফিরিয়ে দিচ্ছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

Mayuri Datta | 11:19 AM, Wed Jan 31, 2024

Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন

  • আজ থেকে বাজেট অধিবেশন শুরু
  • বাজেট অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভাষণ
  • আগামীকাল সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ
  • ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অধিবেশন
Mayuri Datta | 10:36 AM, Wed Jan 31, 2024

Budget 2024 Expectations | কোন কোন পণ্যের দাম বাড়তে ও কমতে পারে আসন্ন অন্তর্বর্তী বাজেটে?


আগামী বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন তিনি। প্রতিবারের লোকসভা নির্বাচনের আগেই এই অন্তবর্তী বাজেট পেশ করে সরকার। এরইমধ্যে অর্থমন্ত্রী হিসাবে বড় রেকর্ড করতে চলেছেন নির্মলা সীতারমণ। তিনি হবেন দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী যিনি টানা পাঁচটি পূর্ণাঙ্গ বাজেট এবং একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন। এখনও পর্যন্ত এই রেকর্ড রয়েছে শুধুমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের।

Mayuri Datta | 16:20 PM, Tue Jan 30, 2024
upload
upload