Thursday, November 21, 2024

Logo
Loading...
upload upload upload

north bengal visit

Mamata & Rajbanshi Vote | নজরে রাজবংশী ভোট! উত্তরবঙ্গে হারানো জমি ফিরে পেতে মরিয়া TMC?

সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে তৃণমূল কংগ্রেসের নজরে এবার উত্তরবঙ্গ। আর এই উত্তরবঙ্গেই এবার হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টায় ঘাসফুল শিবির। আর সেক্ষেত্রে তৃণমূলের কাছে এখন বড় ফ্যাক্টর হয়ে উঠেছে রাজবংশী ভোট। ইতিমধ্যেই রাজবংশী আবেগকে পাল্লা দিতে ময়দানে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি উত্তরবঙ্গের একাধিক এলাকায় জনসংযোগও সারেন। আসরে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। উত্তরবঙ্গ জুড়ে নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া এখন তৃণমূল!

Mayuri Datta | 17:41 PM, Tue Jan 30, 2024

Mamata Banerjee: লোকসভা ভোটের আগে ঘুঁটি সাজাচ্ছে শাসকদল, ৫ দিনের উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর

রবিবার থেকে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমহার কোচবিহারে প্রশাসনিক সভা করার কথা রয়েছে তাঁর। সেই সভা থেকে রাজবংশীদের জন্য বড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগে রাজবংশী ভোটব্যাংকে নজর মমতার। উত্তরবঙ্গের ৫ টি আসন যথাক্রমে কোচবিহার , জলপাইগুড়ি, আলিপুরদুয়ার , রায়গঞ্জ , বালুরঘাটে রাজবংশী ভোটব্যাংক একটা বড় ফ্যাক্টর।

লোকসভা ভোটের আগে গুরুত্বপূর্ণ হতে পারে ১৯২ টি স্কুলে রাজবংশী ভাষায় পড়ানোর অনুমোদন। প্রথম অবস্থায় প্যারা টিচারের মাধ্যমে স্কুলগুলিতে পঠনপাঠন হবে। পরবর্তীকালে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।

Mayuri Datta | 10:44 AM, Mon Jan 29, 2024
upload
upload