Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

north india

Delhi Weather : কনকনে ঠান্ডায় কাঁপছে পাঞ্জাব-হরিয়ানা, শৈত্যপ্রবাহ দিল্লিতে

শীতের দাপট বজায় রয়েছে পাঞ্জাব ও হরিয়ানায়। কনকনে ঠান্ডায় কাঁপছে দিল্লিও। মৌসম ভবন জানিয়েছে, আগামী কিছু দিন এমনই ঠান্ডা বজায় থাকবে। উত্তর রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তর প্রদেশে শৈত্যপ্রবাহ বজায় থাকবে। এই অবস্থার কারণে দৃশ্যমানতা কমে যাবে এবং রেল ও বিমান পরিষেবা প্রভাবিত হতে পারে। ভোর এবং রাতের দিকে উত্তর ভারতের ‌বিভিন্ন অংশে শীতল বাতাস বইবে। সেই সঙ্গে কুয়াশার ঘনঘটাও থাকবে। আগামী কয়েক দিন আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। উত্তর ভারতের পাশাপাশি, কুয়াশার সর্তকতা রয়েছে উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও। বিশেষত সকালের দিকে বিহারের বিস্তীর্ণ এলাকা কয়েক ঘণ্টা মুড়ে থাকবে ঘন কুয়াশায়।

Mayuri Datta | 10:46 AM, Thu Jan 25, 2024
North India Weather : এখনই কমবে না শীত ও কুয়াশা, একইরকম আবহাওয়া থাকবে উত্তর ভারতে

কাঁপুনি ধরানো শীত ও ঘন কুয়াশা থেকে এখনই রেহাই পাবে না দিল্লি-সহ গোটা উত্তর ভারত। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী ৪-৫ দিন দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে, বজায় থাকবে শৈত্যপ্রবাহের পরিস্থিতিও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৫ ডিগ্রির নীচেই। এছাড়াও উত্তর প্রদেশ, রাজস্থানের অনেক অংশে থাকবে কনকনে ঠান্ডা। উত্তর মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডও শীতের দাপট থেকে রেহাই পাবে না।

Mayuri Datta | 11:46 AM, Wed Jan 17, 2024
upload
upload