Hemant Soren:হেমন্তের রাঁচির বাড়িতে ইডি, এলাকা ঘিরে কড়া নিরাপত্তা
Mayuri Datta | 15:20 PM, Wed Jan 31, 2024
Leopard: দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দী চিতাবাঘ
Mayuri Datta | 13:58 PM, Wed Jan 31, 2024
Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা
Mayuri Datta | 13:40 PM, Wed Jan 31, 2024
Bengali Cinema: ‘শাস্ত্রী’ সিনেমায় ফের দেখা যাবে মিঠুন- দেবশ্রী জুটি, দর্শকমহলে উন্মাদনা
Mayuri Datta | 12:48 PM, Wed Jan 31, 2024
PM on Budget: বাজেট অধিবেশনের শুরুতেই নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী
Mayuri Datta | 12:22 PM, Wed Jan 31, 2024
Kolkata Police : সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
Mayuri Datta | 11:43 AM, Wed Jan 31, 2024
Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন
Mayuri Datta | 10:36 AM, Wed Jan 31, 2024
Kashmir Snowfall: শ্বেতসুন্দরী কাশ্মীর, সাদা বরফের চাদরে পার্বত্য এলাকা
Mayuri Datta | 10:30 AM, Wed Jan 31, 2024
Kolkata high court: বিচারপতি দ্বন্দ্বের জের! প্রাথমিক মামলা সরানো হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে
Mayuri Datta | 17:50 PM, Tue Jan 30, 2024
Chandigarh Mayor Election: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী বিজেপি, ব্যর্থ 'ইন্ডিয়া' মঞ্চ!
Mayuri Datta | 17:39 PM, Tue Jan 30, 2024
Uttarakhand : উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন রাধা রাতুরি
Mayuri Datta | 17:14 PM, Tue Jan 30, 2024
Pakistan General Election 2024 : জেলে বসেই 'বাজিমাত' ইমরানের! বোল্ড আউটের সম্ভাবনা শরিফ-ভুট্টোদের
গ্রেফতারির পর থেকে সেই জেলেই রয়েছেন পাকিস্তানের (Pakistan Election) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। জেলে বসেই ম্যাজিক দেখাচ্ছেন তিনি। এবারের নির্বাচনে (Pakistan General Election) তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। দলীয় প্রতীকে লড়তে পারছে না তাঁর দলের কেউই। তার পরিবর্তে বেগুন প্রতীক নিয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রার্থীরা। আর সেই নির্দলে লড়েই বাজিমাত করতে চলেছেন তিনি। অন্তত ভোটগণনার প্রাথমিক রিপোর্ট সেই কথাই বলছে।
পাকিস্তানের স্থানীয় সময় অনুসারে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়েছিল। কিন্তু, তারপরই গণনা শুরু করা যায়নি। বেশ কয়েক ঘণ্টা পর শুরু হয় গণনা। তারপর নির্বাচন কমিশনের তরফে ভোর ৩টের সময় সাংবাদিক বৈঠক করে প্রাথমিক ফলাফল জানানো হয়। অধিকাংশ আসনেই এখন গণনা চলছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, ১২৫টি আসনে এগিয়ে রয়েছে ইমরান খানের প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরিফের পিএমএল-এন প্রার্থীরা এগিয়ে মাত্র ৪৪টি আসনে। আর বিলাওয়াল ভুট্টো-জারদারির পাকিস্তান পিপলস পার্টি এগিয়ে মাত্র ২৮ আসনে। ৩৩৬ আসনের পাকিস্তান লোকসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৬৯টি আসন।
এদিকে গণনায় দেরি হওয়ার জন্য মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তকেই দায়ী করা হচ্ছে। তবে, স্থানীয় স্তরে গণনার উপর ভিত্তি করে, পাক সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, জয়ের বিষয়ে এখনও পর্যন্ত সবার আগে রয়েছে ইমরান খানের দলই। প্রসঙ্গত, ইমরানের নাম জড়িয়েছে একাধিক মামলায়। দোষী সাব্যস্ত হয়ে এখন জেলে রয়েছেন তিনি। তার জেরে এবার ভোটে দাঁড়াতে পারেননি তিনি। এই পরিস্থিতিতে তাঁর দল পিটিআই-এর নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন। সেই কারণে এবার নির্দল প্রার্থী হিসেবে অন্য প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামেন তিনি। আর সেখানেই একেবারে তাক লাগিয়ে দিয়েছেন।
যদিও এবার অনেকেই ভেবেছিলেন যে নির্বাচনে বাকি রাজনৈতিক দলের তুলনায় এগিয়ে থাকবে নওয়াজ শরিফের পিএমএল-এন পার্টি। মনে করা হচ্ছিল সব থেকে বেশই আসন তারাই জিতবে। এমনকী, নওয়াজ শরিফের উপর পাক সামরিক নেতৃত্বের আশীর্বাদও ছিল। কিন্তু, প্রাথমিক ফলাফল যা দেখা যাচ্ছে তাতে মুখ থুবরে পড়েছে শরিফ-ভুট্টোরা।
আর প্রাথমিক ফলাফল প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ইমরান। লেখেন, “জনগণের ইচ্ছাকে ক্ষুণ্ণ করার জন্য সম্ভাব্য প্রতিটি পদ্ধতি অবলম্বন করা সত্ত্বেও, আমাদের জনগণ আজ ব্যাপক হারে ভোট দিয়ে তাঁদের মতামত জানিয়েছেন। আমরা বারবার বলেছি, সময়ের দাবিতে যে ধারণার জন্ম হয়, কোনও শক্তি তাকে পরাজিত করতে পারে না।”
Pakistan Election : শান্তিতে নির্বাচন মেটাতে পাকিস্তানে বন্ধ মোবাইল পরিষেবা! ক্ষুব্ধ স্থানীয়রা
আজ থেকে পাকিস্তানে (Pakistan) শুরু হয়েছে সাধারণ নির্বাচন। এর মধ্যেই দেশজুড়ে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা (Internet Service) বন্ধ করে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতেই সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আপাতত জেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। সেখান থেকেই ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেন তিনি। এরপর তাঁর দল পিটিআই (PTI) কর্মীদের মনোবল বাড়াতে ইমরানের একটি পুরোনো ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তাঁর স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। সেই ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা যায়, "ভোটটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র, আপনারা ঠিকঠাকভাবে ভোট দিন।"
গত কয়েক বছর ধরে তলানিতে ঠেকেছে পাকিস্তানের অর্থনীতি। ভাঁড়ার ক্রমশ শূন্য। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। তার সঙ্গে দেশের ভিতরে ও বাইরে কোথাও কোনও শান্তি নেই ভারতের এই পড়শি দেশটির। আর এই পরিস্থিতির মধ্যেই নির্বাচন হচ্ছে পাকিস্তানে। গত কয়েকদিনে দেশের অভ্যন্তরে লাগাতার হামলা চালিয়েছে পাক তালিবান-সহ একাধিক জঙ্গি গোষ্ঠী। তাই নির্বাচনের দিন যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইসলামাবাদে সেনাকে প্রস্তুত রাখা হয়েছে। যদিও সকাল থেকে নির্বাচনে সাধারণ মানুষের উপস্থিতি তেমন একটা লক্ষ্য করা যায়নি।
এদিকে নির্বাচনের জন্য ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ায় তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে। তাঁরা জানিয়েছেন, সকাল থেকে বিভিন্ন বুথে সমস্যা হচ্ছে, কিন্তু তা কাউকে জানানোর কোনও জায়গা নেই। ফোন বন্ধ হওয়ায় রীতিমতো চিন্তিত তাঁরা। এ প্রসঙ্গে পাকিস্তান পিপল পার্টির প্রাক্তন সেনেটর মুস্তফা নওয়াজ খোখার বলেন, "ভোটের দিন মোবাইল পরিষেবা বন্ধ করা মানে কারচুপির শুরু করা।" নির্বাচনের দিন প্রার্থীদের তাঁদের এজেন্ট এবং কর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার এই ঘটনা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়ায় ক্ষোভ উগরে দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। তাদের মতে, পাকিস্তান টেলিকমিউনিকেশন 'বিশ্বাসঘাতকতা' করেছে।
তবে এই নির্বাচনে কে জেতে এখন সেদিকে নজর রয়েছে ভারতের। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না কোনও দল। যদিও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছে ইমরান খান, তারপরেই পাকিস্তান মুসলিম লীগের নেতা নওয়াজ শরীফ ও তিন নম্বরে আছে বিলাওয়াল ভুট্টো জারদারি। সকাল ৮টায় শুরু হয়েছে নির্বাচন এবং শেষ হবে বিকেল ৫টায়।
এদিকে নির্বাচনের আগের দিনই জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছিল বালুচিস্তান। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪। জানা গিয়েছে, নির্দল প্রার্থীর নির্বাচনী দফতরের সামনেই প্রথম বিস্ফোরণটি ঘটে। দ্বিতীয় বিস্ফোরণও ঘটে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে।