Tuesday, December 03, 2024

Logo
Loading...
upload upload upload

pirates

Navy Rescues: জলদস্যুদের হাত থেকে ১৯ পাক নাবিকের পরিত্রাতা ভারত

মাছ ধরতে বেড়িয়ে জলদস্যুদের খপ্পরে পড়ে ১৯ জন পাক নাবিক। আরব সাগরের বুকে  পাক নাবিকদের মাছ ধরার ট্রলারটি ছিনতাই করে সোমালিয়া জলদস্যুরা। আরব সাগরের জলদস্যুদের বিরুদ্ধে বড় সাফল্য পেল ভারতীয় নৌ বাহিনী । আরব সাগরে সোমালিয়ার পূর্ব উপকূলে জলদস্যুদের অপহরণ করা জাহাজ তাদের হাত থেকে ছিনিয়ে আনল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস সুমিত্রা। অপহরণ করা এই যুদ্ধ জাহাজে ১৯ জন পাকিস্তানি নাবিককেই উদ্ধার করতে সমর্থ হয়েছে ভারতীয় নৌ বাহিনী।

 প্রসঙ্গত, সোমবার রাতে ইরানের মাছ ধরার ভেসেল আল-নাঈমিকে অপহরণ করে জলদস্যুরা। ১১ জন জলদস্যু ছিল ওই অপহরণকাণ্ডে। তাদের প্রত্যেককেই পাকড়াও করতে সমর্থ হয়েছে ভারতীয় নৌ বাহিনী।

Mayuri Datta | 13:00 PM, Tue Jan 30, 2024
upload
upload