Saturday, November 23, 2024

Logo
Loading...
upload upload upload

rahul gandhi

Narendra Modi vs Mamata Banerjee : কংগ্রেসকে খোঁচা দিতে মমতার চ্যালেঞ্জকে হাতিয়ার’ মোদীর

ফাটলটা প্রকাশ্যে এসেছিল অনেক আগেই। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক যে খুব একটা মধুর নয়, তা প্রায় সবারই জানা। জোট করলেও কংগ্রেসের কথা শুনে যে চলতে পারবেন না তাও আগে থেকেই সাফ জানিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সবই ঠিকঠাক চলছিল। ইন্ডিয়া জোটের সনিয়ার ও রাহুলের পাশে দেখা গিয়েছিল মমতাকে। কিন্তু, ভোট যতই এগিয়ে আসছে ততই যেন কংগ্রেসের সঙ্গে ফাটল আরও বাড়ছে। আসন বণ্টন নিয়ে কংগ্রেসকে প্রকাশ্যেই আক্রমণ করেছেন মমতা। লোকসভায় কংগ্রেস ৪০টা আসনও পাবে না বলে দাবি করেছেন তিনি।

Maitreyi Mukherjee | 18:11 PM, Thu Feb 08, 2024

Modi vs Congress : ৪০ আসনও পাবে না! কংগ্রেসকে খোঁচা দিতে মমতার চ্যালেঞ্জকে ‘হাতিয়ার’ মোদীর

ফাটলটা প্রকাশ্যে এসেছিল অনেক আগেই। কংগ্রেসের (Congress) সঙ্গে তৃণমূলের (TMC) সম্পর্ক যে খুব একটা মধুর নয়, তা প্রায় সবারই জানা। জোট করলেও কংগ্রেসের কথা শুনে যে চলতে পারবেন না তাও আগে থেকেই সাফ জানিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর সবই ঠিকঠাক চলছিল। ইন্ডিয়া জোটের সনিয়ার ও রাহুলের পাশে দেখা গিয়েছিল মমতাকে। কিন্তু, ভোট যতই এগিয়ে আসছে ততই যেন কংগ্রেসের সঙ্গে ফাটল আরও বাড়ছে। আসন বণ্টন নিয়ে কংগ্রেসকে প্রকাশ্যেই আক্রমণ করেছেন মমতা। লোকসভায় কংগ্রেস ৪০টা আসনও পাবে না বলে দাবি করেছেন তিনি। রেড রোডের কেন্দ্র-বিরোধী ধর্নামঞ্চ থেকে কংগ্রসকে কটাক্ষ করে মমতা বলেন, "কংগ্রেস সারা দেশে ৪০টা আসন পাবে কি না জানি না! আগে নিজের জায়গা দেখাও! পারলে বারাণসীতে গিয়ে বিজেপিকে হারাও। রাজস্থান তোমরা জেতা জায়গা হেরেছ। মধ্যপ্রদেশে গিয়ে বিজেপিকে হারাও।"

মমতার মন্তব্যকে হাতিয়ার করেই বুধবার কংগ্রেসকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বলেন, "পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে, কংগ্রেস ৪০ পার করতে পারবে না। আমি চাই কংগ্রেস ৪০ আসন রক্ষা করুক।"

এভাবে বিজেপিকে মমতা সুবিধা করে দিতে চাইছেন বলে অভিযোগ বিরোধীদের একাংশের। রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিজেপি বিরোধী শিবিরে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে দাবি জানিয়ে চলেছে তৃণমূল। এমনকী, কংগ্রেস নিজেদের সুর নরম করতে চাইলেও তাতে যেন কানই দিচ্ছেন না মমতা। গত কয়েকদিন আগে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা রাজ্যে ঢোকার পর থেকে চলছে লাগাতার প্রশাসনিক এবং রাজনৈতিক আক্রমণ। বারেরবারেই কংগ্রেস এবং সিপিআই(এম)’কে নিশানা করছেন মমতা।

তার মধ্যে শিবির বদলে ইন্ডিয়া জোটে বড় ধাক্কা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিরোধী জোট ছেড়ে আবারও এনডিএ জোটে ফিরে গিয়েছেন তিনি। আর কখনও জোট পরিবর্তন করবেন না বলেও মোদীর সঙ্গে সাক্ষাতে জানিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে আবার গ্রেফতারির আশঙ্কায় ভুগছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। পাঁচবার ইডির সমন এড়িয়ে রীতিমতো চাপে রয়েছেন তিনি। এবার তাঁকে সমন পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ১৭ ফেব্রুয়ারি তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দুর্নীতিতে ভারে জর্জরিত তৃণমূল ও আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোট কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের দাবি, টালমাটাল পরিস্থিতি ইন্ডিয়া জোটের। ফলে জোটের পালে হাওয়া লাগিয়ে বিরোধীদের পক্ষে লোকসভার বৈতরণী পার করা সম্ভব হবে না বলেই মনে করছেন তাঁরা।

Maitreyi Mukherjee | 16:26 PM, Thu Feb 08, 2024

Rahul Gandhi Controversy : কুকুরের না খাওয়া বিস্কুট তুলে দলীয় কর্মীকে দিয়ে বিতর্কে রাহুল !

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাহুল গান্ধীর (Rahul Gandhi)। ভারত জোড়ো ন্যায় যাত্রাকে (Bharat Jodo Nyan Yatra) কেন্দ্র করে ফের বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। এবার একটি কুকুরকে নিয়ে বিতর্কে জড়ালেন রাহুল। কুকুরের না খাওয়া বিস্কুট এক কংগ্রেস কর্মীকে দিয়েছিলেন তিনি। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়। ওই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।

ভিডিওতে রাহুলকে একটি লাল গাড়ির উপর বসে থাকতে দেখা গিয়েছে। তাঁর হাতে রয়েছে একটি বিস্কুটের প্যাকেট। গাড়ির উপরে তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছে একটি কুকুর। প্যাকেট থেকে বিস্কুট নিয়ে তা কুকুরটিকে খেতে দেন তিনি। কিন্তু, কুকুরটি সেই বিস্কুট খায়নি। এরপর সেই বিস্কুট তিনি তুলে দেন পাশে থাকা এক কর্মীর হাতে। সেই কর্মীর সঙ্গে কথাও বলতে দেখা যায় তাঁকে। এমনকী, কর্মীর সঙ্গে করমর্দনও করেন তিনি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বেঙ্গল আওয়ার।



এই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সেখানে তিনি লেখেন, "কোনও দলের সভাপতি এবং যুবরাজ যদি তাঁর দলের কর্মীদের কুকুর ভেবে সেই রকম আচরণ করেন, তবে সেই দলের বিলুপ্ত হওয়াই স্বাভাবিক।"

অমিত মালব্যর পোস্ট করা এই ভিডিও নিয়ে আসরে নামে বিজেপি। এমনকী, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও এই ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। পুরোনো ঘটনাও টেনে এনেছেন তিনি। যা বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছে। হিমন্ত লেখেন, "এক সময় রাহুল গান্ধী তাঁর পোষা কুকুর পিডি-র প্লেটে আমাকে বিস্কুট খেতে জোর করেছিলেন। শুধু রাহুল গান্ধী নন, তাঁর পরিবারের কেউই আমাকে সেই বিস্কুট খাওয়াতে পারেননি।" এমনকী, এই ঘটনার জন্য কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন হিমন্ত।

‘বিতর্কিত’ ওই ভিডিও নিয়ে মুখ খোলেন খোদ রাহুল। তিনি বলেন, "কুকুরটি বিস্কুট খেতে না চাওয়ায়, তার মালিকের হাতে দিয়েছিলাম। তারপর কুকুরটি মালিকের হাত থেকে বিস্কুট খায়। আমি কুকুর এবং তার মালিককে নিজেই ডেকেছিলাম। কিন্তু, কুকুরটি ঘাবড়ে গিয়েছিল, রীতিমতো কাঁপছিল। যখন আমি তাকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করলাম, তখন কুকুরটি আরও ভয় পেয়ে গেল। তাই আমি কুকুরের মালিককে সেই বিস্কুট দিয়েছিলাম এবং কুকুরটি তাঁর হাত থেকেই খেয়েছিল। আমি বুঝতে পারছি না এতে সমস্যাটা কোথায়?"


Maitreyi Mukherjee | 16:53 PM, Wed Feb 07, 2024

Rahul Gandhi: মালদায় ঢুকতেই কাঁচ ভাঙল রাহুলের গাড়ির, অভিযুক্তে কে উঠছে প্রশ্ন

ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিহার থেকে মালদায় প্রবেশ করতেই বিপত্তি। বুধবার হরিশ্চন্দ্রপুর থানায় দেওয়ানগঞ্জে জনরোষের মধ্যে পড়লেন রাহুল গান্ধী। তাঁর গাড়িতে পড়ল ইট, ভেঙে চুরমার করা হল পিছনের কাচ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার সমালোচনা করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, “বুঝে নিন কে ভাঙতে পারে?”। অপর দিকে আজই মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ সভা রয়েছে। তাই মোদি-বিরোধী 'ইন্ডি' জোট কতটা সুরক্ষিত এই রাজ্যে, তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হল। আরও একবার প্রশ্ন উঠল, জোটের ভবিষ্যৎ কী?

Mayuri Datta | 16:08 PM, Wed Jan 31, 2024

BJP JOINING: লোকসভা ভোটের আগে চাপে কংগ্রেস! অধীর গড়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ কয়েকশো কর্মীর

সাংসদ অধীর চৌধুরীর গড়ে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। তাও আবার দলের সুপ্রিমো রাহুল গান্ধীর জেলা সফরে আসার আগেই। কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখালেন কয়েকশো পরিবার। তারমধ্যে গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছেন। লোকসভা ভোটের আগে অধীর গড়ে কংগ্রেসে ভাঙন নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

অধীর চৌধুরীর খাসতালুক মুর্শিদাবাদে ন্যায় যাত্রা করতে আসছেন রাহুল গান্ধী । তার আগেই সোমবার হরিহরপাড়ায় কংগ্রেসে নামল ধস। হরিহরপাড়ার চোয়া গ্রামপঞ্চায়েতের পাঁচগাছি শিবনগর এলাকায় বিজেপির এই যোগদান কর্মসূচি আয়োজন করা হয়। কংগ্রেসের ২ জন গ্রামপঞ্চায়েত সদস্য আব্দুস সামাদ ও দিবস মণ্ডলের  সঙ্গে প্রায় ৪০০টি পরিবার এদিন হাত ছেড়ে পদ্মশিবিরে নাম লেখায়। সিপিএম ও কংগ্রেস থেকে এসেছে সেই পরিবারগুলি। বিজেপি নেতা তন্ময় বিশ্বাসের হাত ধরে এই যোগদান হয়।

Mayuri Datta | 15:21 PM, Tue Jan 30, 2024

Akhilesh Yadav : কংগ্রেস কে আসন ছাড়া নিয়ে মুখ খুললেন অখিলেশ, অস্বস্তি ইন্ডিয়া জোটে

বিরোধীদের ইন্ডিয়ো জোটের জট ক্রমেই বাড়ছে। নীতিশ জল্পনার মধ্যেই এবার উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ঘোষণা করল তাঁরা কংগ্রেসকে লোকসভা নির্বাচনে ১১ টি আসন ছাড়বে। যদিও সূত্রের খবর, অখিলেশের এই প্রস্তাব মেনে নেয়নি কংগ্রেস শিবির।  সম্প্রতি, ইউপিতে ইন্ডিয়া ব্লকের অধীনে এসপি এবং আরএলডি-র জোট হয়েছে। ইউপিতে ৭টি আসনে নির্বাচনে লড়বে আরএলডি। এখন এসপি প্রধান অখিলেশ যাদব আসন নিয়ে একটি বড় ঘোষণা করেছেন। প্রসঙ্গত, অখিলেশ যাদবের এই ঘোষণা সেই সময় হল যখন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং পাঞ্জাবে আপ কংগ্রেসের সঙ্গে জোট না করার সিদ্ধান্ত নিয়েছে। জোটের রাজনীতির হাওয়া কোন দিকে বইবে সে তো সময়ই বলবে।

Mayuri Datta | 14:46 PM, Sat Jan 27, 2024

Rahul Gandhi in Bengal : শিলিগুড়িতে বাতিল রাহুলের সভা, অনুমতি দিল না পুলিশ

অসমের পর এবার বাংলাতেও বাধার মুখে রাহুল গান্ধীর ‘ভারত জোড় ন্যায় যাত্রা’। যাত্রার দ্বিতীয় পর্যায়ে শিলিগুড়িতে রাহুল গান্ধীর দুটি সভা বাতিল করতে হচ্ছে। পুলিশের অনুমতি মিলছে না বলে দাবি কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, পুলিশের পরীক্ষা থাকায় অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে মিছিলের মাঝে মাঝে যে সভা করার পরিকল্পনা ছিল কংগ্রেসের তা বাতিল করতে হচ্ছে। সভা বাতিল হলেও ন্যায় যাত্রা নির্ধারিত পথেই এগোবে। পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবারই সন্ধ্যায় দীর্ঘক্ষণ বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও অন্যান্য কংগ্রেস নেতারা। আগামী ২৭ জানুয়ারি দিল্লি থেকে ফিরে রাহুল গান্ধী আবার যোগ দেবেন ন্যায় যাত্রায়।

Mayuri Datta | 11:25 AM, Fri Jan 26, 2024

Coochbehar Protest : 'বাংলায় দিদি একাই একশো', রাহুলের ন্যায় যাত্রার সময় পোস্টার কোচবিহারে

লোকসভার আগে প্রশ্নের মুখে ইন্ডি জোটের ভবিষ্যৎ। আসন বণ্টন নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের মনোমালিন্য অব্যাহত রয়েছে। এদিকে আজই বাংলায় প্রবেশ করেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। সেই যাত্রা নিয়েও মুখ ভার মমতার। তাঁর অভিযোগ, "ভারত জোড়ো যাত্রা বাংলায় এসে পৌঁছেছে। কিন্তু, আমাকে তা নিয়ে কংগ্রেস কিছুই বলেনি। এটা একটা সৌজন্য।" আর ভারত জোড়ো ন্যায় যাত্রা আজ কোচবিহার প্রবেশের আগে কোচবিহার শহরে বেশ কিছু নাগরিককে পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যেখানে লেখা, "বিজেপিকে ঠেকাতে বাংলায় দিদি একাই একশো"। পোস্টারে কোচবিহার নাগরিকবৃন্দ লেখা থাকলেও অনেকে দাবি, বিক্ষুব্ধরা তৃণমূল কর্মী। এরপর মনোমালিন্য আরও বাড়বে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

Mayuri Datta | 16:44 PM, Thu Jan 25, 2024

RAHUL GANDHI : শুধু FIR নয়, এবার মামলার তদন্তভার গেল সিআইডির হাতে, ন্যায়যাত্রার মধ্যেই বিপাকে রাহুল

আরও বিপদে রাহুল গান্ধী। এফআইআরের পর এবার মামলার তদন্তভার গেল সিআইডি-র হাতে।প্রসঙ্গত ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাহুল অসমে প্রবেশ করতেই শুরু হয় অশান্তি । প্রশাসনের বাধা না মেনে ব্যারিকেড ভেঙে শহরে ঢোকার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। যার জেরে ৫ হাজার কংগ্রেস কর্মীর সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার  নির্দেশেই রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির ৯টি ধারায় এফআইআর দায়ের করে। এর মধ্যে হিংসায় উসকানি, বিনা অনুমতিতে জমায়েত করা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারাও রয়েছে। এবার সেই মামলা রাজ্য সিআইডির হাতে তুলে দিল অসম পুলিশ।

Mayuri Datta | 12:31 PM, Thu Jan 25, 2024

Mamata Banerjee: জোটে ‘ভাঙন’? ‘কংগ্রেসের সঙ্গে কথা হয়নি’ মুখ ফেরালেন মমতা

লোকসভা নির্বাচনে একলা লড়ার পথে তৃণমূল সুপ্রিমো। কার্যত কংগ্রেসের বিরুদ্ধে নিশানা মমতার। ‘কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কংগ্রেস। তাতেই বেজায় ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাহুল গান্ধী জানিয়েছিলেন ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে মমতার সম্পর্ক ভালো, কিন্তু সেই বক্তব্যে র ২৪ ঘন্টার মধ্যেই ভোলবদল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কংগ্রেসকে সরাসরি বার্তা দিয়ে মমতা বলেন, “জোটটা কারও একার নয়। ৩০০ আসনে ওরা একাই লড়ুক। বাকি আসনে আঞ্চলিক দলগুলি লড়বে। সেখানে হস্তক্ষেপ করলে বুঝে নেব।”

Mayuri Datta | 13:37 PM, Wed Jan 24, 2024

Rahul Gandhi : রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়ের

ভারত জোড়ো ন্যায় যাত্রায় বড় ধাক্কা। এফআইআর দায়ের করা হল রাহুল গান্ধীর বিরুদ্ধে। এই যাত্রা অসমের গুয়াহাটিতে পুনঃপ্রবেশ করার চেষ্টা করতেই ধুন্ধুমার বাধে মঙ্গলবার। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে কংগ্রেস কর্মীরা। এরপরই হিংসায় উসকানি দেওয়ার অভিযোগ এনে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই মতোই রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল সহ একাধিক কংগ্রেস কর্মীর নামে এফআইআর দায়ের করা হল। 

Mayuri Datta | 13:25 PM, Wed Jan 24, 2024
upload
upload