Thursday, November 21, 2024

Logo
Loading...
upload upload upload

recruitment scam

Lalu Prasad Yadav : ইডি দফতরে হাজিরা লালু প্রসাদ যাদবের

সাত সকালে ইডি অফিসে হাজিরা দিলেন বিহারের আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। জমির বদলে চাকরি দেওয়ার দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। এদিকে লালু হাজিরা দেওয়ার পরই ইডি দফতরের বাইরে জমায়েত করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে একাধিক রাজেডি কর্মী। উল্লেখ্য, এর আগেও এই মামলায় হাজিরা দিয়েছিলেন লালু। এছাড়া এই একই মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তাঁর দুই মেয়েকে তলব করেছে ইডি। ৯ ফেব্রুয়ারি তাঁদের পাটনায় ইডি-র অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।

Mayuri Datta | 11:39 AM, Mon Jan 29, 2024

Primary Recruitment | হুগলিতে প্রাথমিকের নিয়োগপত্র ঘিরে শোরগোল; কেন জানেন?

'কতই রঙ্গ দেখি দুনিয়ায়!', গানটির কথাগুলি যেন সব সময়ই প্রাসঙ্গিক হয়ে যায়, বাংলার বুকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। একেকটি দুর্নীতিকে কেন্দ্র করে মমতা সরকারের ভরসার পাত্র-পাত্রীদের মুখোশ যেন খুলে যাচ্ছে। আর যতই তদন্ত এগোচ্ছে ততই যেন তালিকা আরও দীর্ঘ হচ্ছে। তবে এই মুহূর্তে এসবকে ছাপিয়ে গেল হুগলির একটি ঘটনা। অবসরের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর নাকি চাকরির নিয়োগপত্র পেয়েছেন অনেকে। এখানেই শেষ নয় নিয়োগপত্র প্রাপকদের তালিকায় এমনও কয়েকজন রয়েছেন, যাঁরা ইহলোকেই নেই।

Mayuri Datta | 13:21 PM, Fri Jan 19, 2024
upload
upload