Hemant Soren:হেমন্তের রাঁচির বাড়িতে ইডি, এলাকা ঘিরে কড়া নিরাপত্তা
Mayuri Datta | 15:20 PM, Wed Jan 31, 2024
Leopard: দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দী চিতাবাঘ
Mayuri Datta | 13:58 PM, Wed Jan 31, 2024
Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা
Mayuri Datta | 13:40 PM, Wed Jan 31, 2024
Bengali Cinema: ‘শাস্ত্রী’ সিনেমায় ফের দেখা যাবে মিঠুন- দেবশ্রী জুটি, দর্শকমহলে উন্মাদনা
Mayuri Datta | 12:48 PM, Wed Jan 31, 2024
PM on Budget: বাজেট অধিবেশনের শুরুতেই নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী
Mayuri Datta | 12:22 PM, Wed Jan 31, 2024
Kolkata Police : সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
Mayuri Datta | 11:43 AM, Wed Jan 31, 2024
Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন
Mayuri Datta | 10:36 AM, Wed Jan 31, 2024
Kashmir Snowfall: শ্বেতসুন্দরী কাশ্মীর, সাদা বরফের চাদরে পার্বত্য এলাকা
Mayuri Datta | 10:30 AM, Wed Jan 31, 2024
Kolkata high court: বিচারপতি দ্বন্দ্বের জের! প্রাথমিক মামলা সরানো হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে
Mayuri Datta | 17:50 PM, Tue Jan 30, 2024
Chandigarh Mayor Election: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী বিজেপি, ব্যর্থ 'ইন্ডিয়া' মঞ্চ!
Mayuri Datta | 17:39 PM, Tue Jan 30, 2024
Uttarakhand : উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন রাধা রাতুরি
Mayuri Datta | 17:14 PM, Tue Jan 30, 2024
Saraswati puja: ৩৫ বছর পর আচমকাই সরস্বতী পুজো বন্ধ বর্ধমানের এক স্কুলে
আজ সরস্বতী পুজো। মাঘ মাসের শুক্লপক্ষে আরাধনা করা হয় বিদ্যার দেবীর।আজকের দিনে হাতেখরি দেওয়া হয় শিশুদের। ঘরে ঘরে পুজো করে পড়ুয়ারা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা বাগ দেবীর আরাধনা করে থাকে। কিন্তু, পুজোর দিনে স্কুলের গেটে ঝুলছে তালা আর তা দেখেই ফিরে যেতে হচ্ছে পড়ুয়াদের। ফলে মন খারাপ পড়ুয়াদের। এমনই ঘটনা ঘটলো বুধবার বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকুন্ঠপুর-২ গ্রাম পঞ্চায়েতের গোপালনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। ৩৫বছর ধরে পুজো হয়ে আসলেও এবছর হঠাৎ করেই বন্ধ হয়ে গেলো বিদ্যালয়ে সরস্বতী পুজো।
এবিষয়ে, অভিভাবকদের সঙ্গে কথা বলা হলে তাঁরা জানান, “বিদ্যালয়ে বিদ্যারদেবীর আরাধনা হবে এটাই স্বাভাবিক কিন্তু আজ সকাল থেকে দেখছি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী এসে ফিরে যাচ্ছে, বাধ্য হয়ে স্থানীও ক্লাবে অঞ্জলি দিতে যাচ্ছে পড়ুয়ারা। আমাদের কিছু জানায়নি হঠাৎ করেই দেখছি পুজো বন্ধ”। শুধু তাই নয়, মিড ডে মিল নিয়েও রয়েছে এই বিদ্যালয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ। অবিভাবকরা জানান মিড ডে মিলে এক খাবার দিয়ে যাচ্ছে।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুদেষ্ণা রায় বসাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমরা বিদ্যালয় ৩ জন শিক্ষিকা তার মধ্যে একজনের মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার তার জন্য তিনি ছুটি নিয়েছে। আর আমার শাশুড়ি মারা যাওয়ায় আমি পুজোয় কোনোভাবে হাত দিতে পারছি না। এবিষয়ে অভিভাবকদেরকে জানানো হয়েছিল যে এবছর বিদ্যালয়ের পুজোতে আমি থাকতে পারছি না তাই পুজো বন্ধ থাকবে। তখন অভিভাবকরা জানান একটা বছর পুজো বাদ থাকলে কোন অসুবিধে হবে না, আবার পরের বছর হবে। মিড ডে মিলের প্রসঙ্গে তিনি জানান, স্কুলে ৩জন মাত্র শিক্ষিকা আছে, ৩জন মিলে যতটা করার করি, আরও লোকের প্রয়োজন আমাদের। আর সরকারি নিয়ম অনুযায়ীই মিড ডে মিলের মেনু ঠিক করা হয় সেই মতই ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে বাচ্চাদের খাবার দেওয়া হয়”।
স্বাভাবিকভাবে বিদ্যালয়ে সরস্বতী পূজা না হওয়ায় এই স্কুল পড়ুয়ারা একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে।
Flowers price in market: উৎসবের মরশুমে চড়া দামে বিকোচ্ছে ফুল, নাজেহাল আমজনতা
রাত পোহালেই সরস্বতী পূজা ও ভ্যালেন্টাইনস ডে। এই বছর দুটি অনুষ্ঠানই একই দিনে পড়েছে। যদিও দুই বিশেষ পর্বের জাঁতাকলে পরে জল ঝরছে ক্রেতাদের চোখ থেকে। ফুলের দাম শুনে আঁতকে উঠছে আমজনতা। এই বছরে অকাল বৃষ্টির কারণে বহু ফুলের গাছ নষ্ট হয়েছে যার জেরে ধাক্কা খেয়েছে ফুল চাষ। ফুলের জোগান কম থাকায় ফুলের দাম বাড়ছে হুহু করে। আর তাতেই গৃহস্থ্যের কপালে পড়েছে চিন্তার ভাঁজ । অগত্যা কোপ পড়ছে ফুল ক্রেতাদের বাজেটে। ফেব্রুয়ারি মাসে একদিকে বিবাহের মরশুম চলছে, এরই মধ্যে পড়েছে সরস্বতী পুজো। আবার সেই দিনেই ভ্যালেন্টাইন্স ডে। তাই বাজারে বেড়েছে ফুলের চাহিদা। দাম বেশি থাকায় পুজো উদ্যোক্তা থেকে শুরু করে গৃহস্থ্যে সবারই যে ফুল কিনতে অনেক বেশি গ্যাটের কড়ি খসাতে হচ্ছে তা বলাই বাহুল্য।
হাওড়ার ফুল বাজার জগন্নাথ ঘাট। মঙ্গলবার সকাল থেকেই সেই ফুল বাজারে ক্রমশই ভীড় বাড়ছে। কলকাতার সিঁথির মোড় থেকে জগন্নাথ ঘাটের ফুলের বাজারে আসেন ক্রেতা সন্দীপন মন্ডল। সন্দীপন বলেন,' এবছর ফুলের দাম অনেক বেশি।আমি আগেও এখান থেকে ফুল কিনেছি। এত দাম ছিল না। বাড়ির পুজার জন্য যতটুকু প্রয়োজন সেটুকুই কিনলাম”। সন্দীপনের মতোই চড়া দামেই সরস্বতী পুজোর জন্য পদ্ম ও পলাশ কিনছেন অন্য ক্রেতারাও।
বর্ধমান থেকে বন্ধুর বিবাহের ফুল কিনতে আসেন বিশ্বজিত। তিনি বলেন,' ফুলের যা দাম হাত দেওয়া যাচ্ছে না। গোলাপের মারাত্মক দাম। রজনীগন্ধা কেউ একশো, কেউ দুশো টাকা দাম চাইছে। এই বছর অকাল বৃষ্টির জন্যই বাজারে ফুলের দাম এত চড়া”
যদিও ফুলের দাম আরও বাড়বে বলেই দাবি বিক্রেতাদের।এখন মোটামুটি ৪০০ টাকা বাসন্তী, ৩০০ টাকা লাল ফুল, গোলাপ একশো পিস ৪০০ টাকা দামে বিক্রি হলেও দাম আরও বাড়বে। ফুল বিক্রেতা মন্টু নায়েক বলেন, “এবছর অকাল বৃষ্টির জন্য ফুলের গাছ নষ্ট হয়েছে।তাই ফুলের দাম চড়া”।
অতএব উৎসবের মরশুমে মনের মত ফুল কিনতে গেলে বেশ ভাল মতই বেগ পেতে হবে পুজো উদ্যোক্তা সহ গৃহীদের তা বোঝাই যাচ্ছে।
Kolkata Weather Report : সরস্বতী পুজোর সময় কি বঙ্গে শীত ফিরবে? কী বলছে হাওয়া অফিস
পশ্চিমী ঝঞ্ঝার জেরে বঙ্গ থেকে শীত (Kolkata Winter) প্রায় উধাও হয়ে গিয়েছে। বেড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলির তাপমাত্রা। সকাল ও রাতের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। এদিকে আজ সকাল থেকে আবারও কলকাতায় (Kolkata Weather) শীতের আমেজ কিছুটা হলেও ফিরেছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।
সরস্বতী পুজোর সময় কি ঠান্ডা থাকবে?
এদিকে সরস্বতী পুজোর (Saraswati Puja) সময় হালকা শীতের আমেজ বরাবরই থাকে। কিন্তু, এবার সেই সময় শীতের আমেজ থাকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বঙ্গবাসীর মনে। এ নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ধীরে-ধীরে সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। সপ্তাহের শেষে সাময়িক ভাবে ফিরতে পারে ঠান্ডা। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রির আশপাশে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১১-১২ ডিগ্রিতে নামতে পারে পারদ। তবে জাঁকিয়ে শীতের আর সম্ভাবনা নেই। শীতের আমেজ সামান্য ফিরতে পারে সপ্তাহান্তে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আগামী দু'দিন সকালে হালকা কুয়াশা থাকবে। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত আগামী তিনদিন তাপমাত্রা সামান্য কমবে। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনি ও রবিবার শীতের আমেজ থাকলেও সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। আবার মেঘলা আকাশের সম্ভাবনা। সেই দিন থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফিজতে পারে কলকাতা সহ একাধিক জেলা।
উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে, আজ ও আগামীকাল দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের (Darjeeling Weather) বাকি অংশে এই দু'দিন বৃষ্টি চলবে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আংশিক মেঘলা আকাশ কোথাও এবং সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে। বৃহস্পতিবার কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে। বিশেষ করে মালদা ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। তবে বৃহস্পতিবারের পর দার্জিলিং জেলায় আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।