Thursday, November 21, 2024

Logo
Loading...
upload upload upload

security

Republic Day Security: প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা দ্বিগুণ বাড়ল শহরে

আর দুদিন পরই প্রজাতন্ত্র দিবস। শহরে প্রস্তুতি পর্ব চলছে। তার মাঝেই কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর কলকাতা পুলিশ। কলকাতা জুড়ে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি। নিরাপত্তা ব্যাবস্থা আঁটোসাঁটো রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। নতুন বছরের গোড়ার দিকে কলকাতা জাদুঘরে বোমা মারারা হুমকি আসে। সেইসব ঘটনা থেকে শিক্ষা নিয়েই নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে শহরে। রেডরোডে চলছে কুচকাওয়াজের মহড়া। সেখানেও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে খুবই প্রখর।

Mayuri Datta | 11:12 AM, Wed Jan 24, 2024

Ram Temple Security : মন্দির উদ্বোধনের আগে কড়া নিরাপত্তা অযোধ্যায়

রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যা শহর। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবার থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মন্দির-নগরী। রাম মন্দির-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কম্যান্ডো মোতায়েন করা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, রাম মন্দির উদ্বোধনের জন্য মন্দির চত্বরে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সিআরপিএফ, এসএসএফ এবং রাজ্য সরকারের বিশেষ নিরাপত্তা বাহিনী পিএসি রয়েছে। প্রায় ১৩ হাজার জওয়ান মোতায়েন করা হয়েছে। রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় নাশকতার হুঁশিয়ারি দিয়েছে পাক জঙ্গি সংগঠন, জইশ-ই-মহম্মদ। তাই নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে নারাজ যোগী প্রশাসন।

Maitreyi Mukherjee | 11:17 AM, Mon Jan 22, 2024

Chhattishgarh : নকশাল প্রভাবিত এলাকায় সাফল্য অভিযান নিরাপত্তা বাহিনীর

ছত্তিশগড়ের নকশাল প্রভাবিত জেলা বিজাপুরে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ । বিজাপুর জেলার বাসাগুড়া থানা এলাকার বালাম নেদ্রার কাছে বেলুম গুট্টার পাহাড়ে শুরু হয় গুলির লড়াই। এনকাউন্টারে দারুণ সাফল্য পায় পুলিশ। জানা গিয়েছে, এনকাউন্টারে তিন উর্দিধারী নকশালকে হত্যা করেছে পুলিশ। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। তল্লাশি অভিযান চলছে।

Mayuri Datta | 14:28 PM, Sat Jan 20, 2024
upload
upload