Friday, November 22, 2024

Logo
Loading...
upload upload upload

ssc

Kolkata High Court On SSC : গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া OMR শিট CBI-কে আদালতে পেশের নির্দেশ হাইকোর্টের

SSC নিয়োগ সংক্রান্ত মামলায় গাজিয়াবাদে থেকে উদ্ধার হওয়া ইলেক্ট্রনিক ডিভাইস, হার্ড ডিস্ক এবং তার মধ্যে থাকা OMR-সহ সমস্ত নথি আদালতে পেশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, ২৪ জানুয়ারি সমস্ত নথি পেশ করতে হবে। যদি পরবর্তী শুনানির দিন কোনও কারণে ইলেকট্রনিক ডিভাইস পেশ করা সম্ভব না হয়, তাহলে মামলা চলাকালীন তা পেশ করতে হবে। এদিন সিবিআই-এর পাশাপাশি এসএসসি-র কাছে থাকা এই সংক্রান্ত সমস্ত নথিও পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। এই সংক্রান্ত তথ্য স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে রয়েছে। এছাড়া মামলায় যুক্ত কোনও বিতর্কিত চাকরিপ্রাপক তাঁর নিজের OMR দেখতে চাইলে, তিনি আদালতের নজরদারিতে দেখতে পারেন।

Mayuri Datta | 15:34 PM, Fri Jan 19, 2024

SSC Scam : ২১ ঘন্টা তল্লাশি শেষে ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে প্রসন্নর বাড়ি ছাড়লেন ED

বৃহস্পতিবার শহরের বিভিন্ন জায়গায় নিয়োগ সংক্রান্ত মামলায় হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ২০২২ সালে নিয়োগ মামলায় ধৃত ‘মিডলম্যান’ প্রসন্ন রায় জামিনে ছাড়া পেয়েছিলেন । গতকাল তাঁরই বিভিন্ন ফ্ল্যাট বাগানবাড়ি ও অফিসে হানা দেয় ইডি। প্রসন্ন রায়ের বিভিন্ন আস্তানা থেকে ট্রাঙ্ক ভর্তি নথি বাজেয়াপ্ত করে আধিকারিকরা। প্রায় ২১ ঘন্টা ধরে তল্লাশি অভিযান। সূত্রের খবর প্রসন্ন রায়ের অফিসগুলি ছিল টাকা লেনদেনের অন্যতম বড় আস্তানা। তদন্তের শেষে দেখা যায় তিনটি ট্রাঙ্ক ও তিনটি ট্রলিতে ভর্তি করে কাগজপত্র নিয়ে গিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, এর মধ্যে বেশ কিছু ব্যাঙ্কের পাস বইও রয়েছে।

Mayuri Datta | 11:18 AM, Fri Jan 19, 2024

Recruitment Scam | বৃহস্পতিবার ফের তল্লাশি ইডি'র; জামিনে মুক্ত প্রসন্ন রায়ের বাড়িসহ ৬ জায়গায় হানা

কখনও রেশন বন্টন দুর্নীতি, কখনওবা নিয়োগ দুর্নীতি, বিভিন্ন দুর্নীতিতে জর্জরিত বাংলা। আর এই সব দুর্নীতির জট ছাড়াতে আসরে কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল থেকেই ফের তল্লাশি অভিযানে নেমে পড়ে ইডি আধিকারিকরা। নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যে মোট ৬টি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশি চালায় ইডি।

Mayuri Datta | 15:43 PM, Thu Jan 18, 2024

ED SSC SCAM : নিয়োগকান্ডে শহরে ইডি অ্যাকশন জারি

বৃহস্পতিবার সকাল থেকেই শহরে অ্যাকশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এবার অবশ্য রেশনদুর্নীতি নয় বরং ফের নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার তল্লাশি অভিযানে তৎপর ইডি। বিভিন্ন ছোট ছোট দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন জায়গায় একযোগে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। জানা যাচ্ছে, প্রাথমিকের নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিআইয়ের হাতে ধৃত ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের একাধিক ঠিকানায় তল্লাশি শুরু করেছে ইডি।

প্রসঙ্গত নিয়োগদুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন প্রসন্ন । প্রসন্ন রায়ের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী রোহিত ঝাঁয়ের বাড়িতেও তল্লাশি অভিযান শুরু করল ইডি।

Mayuri Datta | 10:56 AM, Thu Jan 18, 2024
upload
upload